আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

গুগল প্লে স্টোর কি/প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login

গুগল প্লে স্টোর কি/প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login

গুগল প্লে স্টোর কি? 

Google   play বা Play Store হচ্ছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর। সকল ধরনের অফিশিয়াল অ্যাপ এই ওয়েব ব্রাউজার বা অ্যাপে পাওয়া যায়। গুগল প্লে স্টোর একটি পরিচিত নাম অনেকে এ নাম শুনেছেন। 

এটি মালিক গুগল, 

এটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে:অক্টোবর ২০০৮ (Android market নামে) 

এটি নাম পরিবর্তন করে: মার্চ ২০১২ (Play Store হিসেবে) 

বর্তমানে এটি গুগল প্লে বা প্লে স্টোর হিসেবে পরিচিত। এটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর হিসেবে খ্যাতি অর্জন করেছে। যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর অ্যাপ অবশ্যই শুধু কয়েকটি স্মার্টফোন চাড়া। প্লে স্টোর অ্যাপ ছাড়া স্মার্টফোন অচল। বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার প্লে স্টোরে পাওয়া যায়। অনেক ক্যাটাগরির মোবাইল অ্যাপ এই play store অ্যাপে পাওয়া যায়।

   (বিভাগ)

1.Watch অ্যাপ 

2. ঘড়ির মুখ

3. শিল্প ও নকশা

4.অটো ও যানবাহন 

5. সৌন্দর্য 

6. বইয়ের রেফারেন্স

7. ব্যবসা 

8. কমিক্স

9. যোগাযোগ

10. ডেটিং

11. শিক্ষা

12. বিনোদন

13. ঘটনা

14. অর্থ 

15. খাদ্য ও পানীয়

16. গেমস

17. Google Cast

18. স্বাস্থ্য ও ফিটনেস

19. বাড়ি এবং বাড়ি

20. বাচ্চাদের

21. লাইব্রেরি এবং ডেমো

22. জীবনধারা 

23. মানচিত্র এবং নেভিগেশন

24. মেডিকেল 

25. সঙ্গীত ও অডিও

26. সংবাদ এবং পত্রিকা

27. অভিভাবকত্ব

28. ব্যক্তিগতকরণ

29. ফটোগ্রাফি

30. উৎপাদনশীলতা

31. কেনাকাটা

32. সামাজিক

33. খেলাধুলা

34. টুলস

35. ভ্রমণ এবং স্থানীয়

36. ভিডিও প্লেয়ার এবং এডিটর

37. আবহাওয়া 

প্রায় 37+ক্যাটাগরির অ্যাপ এই গুগল সার্ভিসে পাওয়া যায়। মানুষ তাদের নিত্য প্রয়োজনে এই অ্যাপ স্টোর থেকে তাদের প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করছে। এ প্লে স্টোর অ্যাপটি ওপেন করে সার্চ বারে প্রয়োজনীয় ক্যাটাগরি লিখে সার্চ করলে আপনার প্রয়োজনীয় অ্যাপ চলে আসবে। সেখান থেকে ডাউনলোড করে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ google বিভিন্ন যাচাইয়ের মাধ্যমে পাবলিশ করে। তাই ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে অবশ্যই।

এসব অ্যাপ পেতে হলে অবশ্যই এই অ্যাপ স্টোর লগইন করতে হবে। এই অ্যাপ স্টোর লগইন করার জন্য আপনার স্মার্ট ফোনে প্লে স্টোর অ্যাপ এ ক্লিক দিন। এরপর নিচের ধাপ অনুযায়ী লগইন শুরু করুন।(১ ধাপ )

Play Store login, Play store login, play store login, Play Store login, play store, play store, Google play store login, Google play store login, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর কি, গুগল প্লে স্টোর কি,গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store loginগুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg,
গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login

(গুগল প্লে) 

লেটেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপ, গেম, সিনেমা, মিউজিক এবং আরও অনেক কিছু খুঁজতে সাইন ইন করুন

 লেটেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপ, গেম, মুভি, মিউজিক আরও অনেক কিছু পেতে সাইন ইন করুন। এ সমস্ত অ্যাপ পেতে Sign in বাটনে ক্লিক করুন।

আপনার যদি কোন জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথমে জিমেইল একাউন্ট দিয়ে লগইন করুন।

 জিমেইল একাউন্ট দিয়ে লগইন করার জন্য প্রথমে আপনার জিমেইল এড্রেস বা যে নাম্বার দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি দিন। জিমেইল এড্রেস বা ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করুন।

এরপর আপনার জিমেইলের পাসওয়ার্ড দিন এবং Next বাটনে ক্লিক করুন। এরপর (২ ধাপ)

Play Store login, Play store login, play store login, Play Store login, play store, play store, Google play store login, Google play store login, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর কি, গুগল প্লে স্টোর কি,গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store loginগুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg,
গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login

পাসওয়ার্ড দেওয়ার পর এখানে বিভিন্ন শর্ত এসেছে I agree বাটনে ক্লিক করুন। এরপর আবার Accept বাটনে ক্লিক করুন। এখন আপনার গুগল প্লে স্টোর বা এন্ড্রয়েড অ্যাপ স্টোর ওপেন হয়েছে। উপরে সার্চ বারে আপনার পছন্দের অ্যাপ সার্চ দিয়ে ইন্সটল করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন।


জিমেইল অ্যাকাউন্ট না থাকলে প্লে স্টোর কিভাবে লগইন করবেন


 যাদের জিমেইল একাউন্ট নেই তারা প্লে স্টোর লগইন করতে হলে নিচের ধাপ অনুসরণ করে লগইন করতে পারবেন। (১ ধাপ)

Play Store login, Play store login, play store login, Play Store login, play store, play store, Google play store login, Google play store login, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর কি, গুগল প্লে স্টোর কি,গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store loginগুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg,
গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login

আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপ এ ক্লিক করুন। এরপর Sign in বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর Create account বাটনে ক্লিক করুন। ক্লিক দেওয়ার পর জানতে চাচ্ছে আপনি কিসের জন্য বা  কার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে চান।

  •  For myself(নিজের জন্য)
  •  for my child(ছেলের জন্য)
  • to manage my business(ব্যবসার জন্য)
 এখানে নিজের জন্য For myself লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাকাউন্ট তৈরি করার জন্য অপশন আসবে। প্রথমে First name (নামের প্রথম অংশ)

 Last name(নামের শেষ অংশ) আপনি যে নামে একাউন্ট করতে চান সেই নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিন। যাদের নামে শুধু একটা অংশ তারা উপরের বক্স পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করুন।(২ ধাপ)

গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store loginPlay Store login, Play store login, play store login, Play Store login, play store, play store, Google play store login, Google play store login, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর কি, গুগল প্লে স্টোর কি,গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store loginগুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg,
গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store logi  

এখন আপনার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ আইডি কার্ড অনুযায়ী বা নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এরপর (Gender) বা লিঙ্গ বাছাই করে Next বাটনে ক্লিক করুন। এরপর আপনার নামের সঙ্গে মিলিয়ে একটি জিমেইল দিন উদাহরণঃ yourname12@gmail.com পুরো gmail জুড়ে শুধু একই ইউজার নেম একটি থাকবে। একই ইউজার নেম দুটো হবে না। আপনার ইউজার নাম বা জিমেইল এড্রেস দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন। Next বাটনে ক্লিক করলে আপনার দেওয়া ইউজারনেম যদি আরেকটি থাকে তাহলে লেখা আসবে, 

এই ব্যবহারকারীর নাম নেওয়া হয়েছে, অন্য চেষ্টা করুন.

আপনার দেওয়া ইউজার নাম নেওয়া হয়েছে বা অন্য একজন ব্যবহার করছে, আর একটি চেষ্টা করুন। আরেকটি জিমেইল দিন সংখ্যা একটি বাড়িয়ে দিয়ে বা কমিয়ে দিয়ে দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া জিমেইল যদি অন্য কেউ ব্যবহার না করে তাহলে পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। শক্তিশালী একটি পাসওয়ার্ড দিন Example:  (Lion$#12) পাসওয়ার্ড অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। একটি পাসওয়ার্ড কমপক্ষে আট সংখ্যার হতে হবে তাহলে একটি শক্তিশালী পাসওয়ার্ড হবে। শক্তিশালী একটি পাসওয়ার্ড দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন।(৩ ধাপ)

Play Store login, Play store login, play store login, Play Store login, play store, play store, Google play store login, Google play store login, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর লগইন, গুগল প্লে স্টোর কি, গুগল প্লে স্টোর কি,গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store loginগুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg,গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login
গুগল প্লে স্টোর কি? এর প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store logi  

এখন আপনার একটি মোবাইল নম্বর প্রয়োজন যেটি আপনার নিজের। এই মোবাইল নম্বরটি আপনি যদি জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে পুনরায় পাসওয়ার্ড সেট করার জন্য কাজে আসবে। আপনি যদি মোবাইল নম্বর যোগ করতে না চান তাহলে স্কিপ করুন। আর পাসওয়ার্ড রিকভারির জন্য যদি মোবাইল নম্বর যোগ করতে চান তাহলে আপনার নিজস্ব মোবাইল নম্বর দিন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। 

Google আপনার অ্যাকাউন্টের তথ্য পর্যালোচনা করুন।

এখন আপনার নাম জিমেইল এড্রেস আপনার রিকভারি ফোন নম্বর দেখাচ্ছে Next বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান। এখন গুগলের বিভিন্ন শর্ত এসেছে( I agree) বাটনে ক্লিক করুন।I agree বাটনে ক্লিক করার পর (Terms and condition) এসেছে 

এখানে আপনি Accept  বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার google play store লগইন হয়ে যাবে। আপনি এই অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর থেকে আপনার প্রয়োজনীয় এ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আপনার তৈরি এই জিমেইল এড্রেসটি আপনার জিমেইল অ্যাপ বা ওয়েবসাইট সহ আরো বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যৎ প্রয়োজনে আপনার জিমেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি লিখে রাখুন। আপনি কোন অ্যাপ বা ব্রাউজার লগইন করার সময় প্রয়োজন হবে।


আপনার আরো প্রয়োজনীয় তথ্য এবং বিষয় সম্পর্কে জানতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন।👇👇👇



 bKash/বিকাশে ফ্রী সেন্ড মানি করার নিয়ম


bKash/বিকাশ দিয়ে মোবাইল রিচার্জ করার পদ্ধতি 


Nagad/নগদ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম 


Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম 


জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন


 জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান 


জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা 


নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post