আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

ইংলিশ গ্রামার কাকে বলে? ইংলিশ গ্রামার শেখার প্রয়োজনীয়তা

ইংলিশ গ্রামার কাকে বলে? ইংলিশ গ্রামার শেখার প্রয়োজনীয়তা

ইংলিশ গ্রামার কাকে বলে? ইংলিশ গ্রামার শেখার প্রয়োজনীয়তা
ইংলিশ গ্রামার কাকে বলে? ইংলিশ গ্রামার শেখার প্রয়োজনীয়তা

 ইংলিশ গ্রামার কাকে বলে?

গ্রামার ইংরেজি শব্দ 

(Grammar বাংলা অর্থ=ব্যাকরণ)

 গ্রামার বা ব্যাকরণ ভাষার গঠনতান্ত্রিক বিশ্লেষিত একটি বিষয়। প্রত্যেক মানুষকে আগে ভাষা এবং পরে গ্রামারের কথায় আসতে হয়। এলোমেলো ভাবে অগোছালো কথা বললে কোন ভাষা শুদ্ধভাবে শিখা যায় না এবং বলা যায় না। কোন ভাষা এলোমেলোভাবে বললে সে ভাষা সঠিক অর্থ প্রকাশ পায় না। এক দেশের বিভিন্ন অঞ্চলের কথা ভাষার উচ্চারণে অনেক পার্থক্য আছে। একই রাষ্ট্রে অঞ্চলভিত্তিক মানুষ, একই অঞ্চলে এক এক রকম ভাষা ব্যবহার করে থাকে। তাই রাষ্ট্রভিত্তিক ভাষার বাইরে ও একটি রাষ্ট্রে অনেক রকমের ভাষা থাকে সেগুলি হচ্ছে আঞ্চলিক ভাষা। যে ভাষা দেশের সকল অঞ্চলের সকল রাষ্ট্রের মানুষ সহজে বুঝতে পারে এমন ভাষা বলতে পড়তে ও শিখতে হলে আমাদেরকে গ্রামার বা ব্যাকরণ শিখতে হয়। কোন ভাষা শিখতে বা পড়তে লিখতে, হলে আগে সেই ভাষর গ্রামার ভালোভাবে শিখতে হয় বা জানতে হয়।

 গ্রামার কাকে বলে এক কথায় বলতে গেলে। 

যে পুস্তক পাঠ করলে বা শিখলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে বলা, লেখা ও পড়ার নিয়ম কানুন বা কলা কৌশল জানা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। 

English grammar বা ইংরেজি ব্যাকরণ এর পাঁচটি অংশ আছে। যথাঃ

  •  Orthography (অর্থোগ্রাফী)-বর্ণ প্রকরণ,
  • Etymology (ইটিমোলজী)-পদ প্রকরণ,
  • Syntax (সিনট্যাক্স)-বাক্য প্রকরণ,
  • Punctuation (পাংচুয়েশন)-বিরাম চিহ্ন প্রকরণ,
  • Prosody  (প্রোসোডি )- ছন্দ প্রকরণ।
 এগুলি হচ্ছে ইংরেজি গ্রামার বা ব্যকরণের অংশ। ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ ভালোভাবে বুঝতে হলে এগুলি সম্পর্কে জানতে হব।




 ইংরেজি ভাষা কাকে বলে?


 ইংরেজ জাতি যে ভাষায় কথা বলে থাকে,তাকে English language বলে।

ইংরেজি হচ্ছে একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা। এই রাষ্ট্রীয় ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিক ভাষা। এই ভাষাটি মূল ভাষা হচ্ছে ইংল্যান্ডের, ইংল্যান্ড ব্যতীত আরো অনেক দেশে এই ইংরেজি ভাষা প্রচলিত আছে।


ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা কি?


বর্তমানে পৃথিবীতে ইংরেজি international language বা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত। ইংরেজি ভাষা খুব সমৃদ্ধ ভাষা। এ ভাষা শিখলে আমরা পৃথিবীর যেকোনো জাতির সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি। এই ভাষা শিখে একজন শিক্ষিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। এই ভাষার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ভাষার মানুষের সঙ্গে এ আন্তর্জাতিক ভাষা ব্যবহার করে কথা বলা যায়। তাই একজন মানুষ যদি আন্তর্জাতিকভাবে কর্মসংস্থান বা ব্যবসা-বাণিজ্য করতে চাই তাহলে এই ইংরেজি ভাষা শিখা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাহিত্য ভিত্তিক জ্ঞান অর্জনের সাথে বর্তমান প্রতিযোগিতামূলক জনবহুল পৃথিবীতে জীবন ও জীবিকার তাগিদেও একজন মানুষের ইংরেজি শিখতে হচ্ছে।


 ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ শিকার প্রয়োজনীয়তা কি?


ইংরেজি গ্রামার শিখার প্রয়োজন হচ্ছে ইংলিশ কথা বলার জন্য। এই বিশ্ব জগতে এক একটি রাষ্ট্রে এক এক রকম ভাষা। এই ভাষা যাদের মাতৃভাষা তাদেরকে নিজস্ব ভাষায় কথা বলার জন্য কোন গ্রামার বা ব্যাকরণ শিখতে হয় না। কারণ তাদের মাতৃভূমিতে যা শিখেছে তাই দিয়ে তারা তাদের নিজের ভাষা বলতে পারে। কিন্তু একজন মানুষ যদি আরেকটি রাষ্ট্রের ভাষা শিখতে চাই তাহলে তাকে অবশ্যই ওই রাষ্ট্রের গ্রামার বা ব্যাকরণ জানতে হবে। এই গ্রামার বা ব্যাকরণ না জানলে একজন মানুষ আরেকটি রাষ্ট্রের ভাষা কোনভাবেই শুদ্ধভাবে শিখতে এবং বলতে পারবে না। যেহেতু ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা এই ভাষা শেখার জন্য অবশ্যই একজন মানুষকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ শিখতে হবে শিখতে হবে। এই ইংরেজি ব্যাকরণ শেখার মাধ্যমে একজন মানুষ  কিভাবে ইংরেজি বলবে তা সে অনুমান করতে পারবে।


 আরো দেখুন



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post