আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান

জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান

জাতীয় পরিচয় পত্র?

জাতীয় পরিচয় পত্র হচ্ছে একজন নাগরিকের পরিচিতি। বিভিন্ন কাজে জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়। জাতীয় পরিচয় পত্র করার সময় আপনি ভুল তথ্য দিয়েছেন বা যারা জাতীয় পরিচয় পত্র করেছেন তাদের ভুলে আপনার বিভিন্ন তথ্য ভুল এসেছে। তাই এগুলো সংশোধন করা অতি প্রয়োজন। জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন করার সময় ফি প্রদান করতে হয়। জাতীয় পরিচয় পত্র সংশোধনের ফি প্রদান করার জন্য বিভিন্ন পদ্ধতি রেখেছেন নির্বাচন কমিশন। তাই এসব পদ্ধতি অবলম্বন করে খুবই সহজে স্মার্ট ফোন দিয়ে জাতীয় পরিচয় পত্র সংশোধনের ফি প্রদান করতে পারবেন।

মোবাইলের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধনের ফি প্রদান কিভাবে করবেন?

(বিকাশের মাধ্যমে ফি প্রদান) 

 বিকাশের মাধ্যমে ফি প্রদান করার জন্য আপনার মোবাইলে বিকাশ অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করে জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান করুন।

  1.   নিজ নাম পিতা মাতার নাম জন্ম তারিখ রক্তের গ্রুপ সংশোধন করতে চাইলে ফি ২৩০ টাকা, NID info correction
  2.  শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য সংশোধন করার জন্য ফি ১১৫ টাকা। Other info correction.
  3. ঠিকানা পরিবর্তন করতে চাইলে ফি ৩৪৫ টাকা।Both info correction.
  4. Duplicate regular, 230 Tk
  5. Duplicate urgent, 345 Tk

 (১ ধাপ)

আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom, জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, বিকাশ দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, রকেট দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, NID correction fees payment, NID correction fees payment by bkash, NID correction fees payment by rocket,
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান

আপনার বিকাশ অ্যাপ এ লগইন করার পর, পে বিল আইকনে ক্লিক করুন।পে বিল আইকনে ক্লিক করার পর দেখবেন সরকারি ফি আইকন। সরকারি ফি আইকনে ক্লিক করুন, এরপর দেখবেন NID service, সরকারি ফি অপশন এখানে ক্লিক করুন ক্লিক করার পর জাতীয় পরিচয় পত্রের জন্য ফি প্রদানের অপশন আসবে।(২ ধাপ)

আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom, জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, বিকাশ দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, রকেট দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, NID correction fees payment, NID correction fees payment by bkash, NID correction fees payment by rocket,
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান

প্রথমে আবেদন পত্রের ধরন নির্বাচন করুন। আপনার প্রোফাইলে আবেদন করার সময় যে পরিমাণ টাকা দেখিয়েছে সে পরিমাণ টাকা আবেদনপত্রের ধরন নির্বাচন করে মিলিয়ে নিন, মিলানোর জন্য আবেদনপত্রের ধরন নির্বাচন করার পর আপনার ১০ সংখ্যার এনআইডি নম্বর টা দিন। দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এমাউন্ট দেখানো হবে ওয়েবসাইটে দেখানো টাকার পরিমাণ না মিললে পিছনে গিয়ে আবার আবেদন পত্রের ধরন নির্বাচন করুন। আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা দেখানোর পর পরের ধাপে যেতে ট্যাপ করুন বাটনে ক্লিক করুন। এরপর আপনার বিকাশ পিন নম্বর দিয়ে পে বিল সম্পন্ন করুন। (৩ ধাপ)

আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom, জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, বিকাশ দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, রকেট দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, NID correction fees payment, NID correction fees payment by bkash, NID correction fees payment by rocket,
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান

এখন পে বিল সম্পন্ন করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনার পে বিল সম্পন্ন হলে পরবর্তী বাটনে ক্লিক করুন, রিসিট ডাউনলোড করুন অপশন থেকে রিসিট ডাউনলোড করুন। 

(রকেট এর মাধ্যমে ফি প্রদান)

আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধনের ফি প্রদান করুন রকেট অ্যাপের মাধ্যমে খুবই সহজে। রকেট অ্যাপের মাধ্যমে ফি প্রদান করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ)

আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom, জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, বিকাশ দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, রকেট দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, NID correction fees payment, NID correction fees payment by bkash, NID correction fees payment by rocket,
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান

প্রথমে আপনার রকেট অ্যাপে লগইন করুন। লগইন করার পর পে বিল আইকনের ক্লিক করুন। পে বিলে যাওয়ার পর সার্চ বক্সে লিখুন 1000/অথবা EC Bangladesh লিখে সার্চ দিন। নিচে নির্বাচন কমিশনের ফি প্রদানের সেবাটি দেখতে পাবেন। অপশনটিতে ক্লিক করুন। (২ ধাপ)

আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom, জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, বিকাশ দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, রকেট দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, NID correction fees payment, NID correction fees payment by bkash, NID correction fees payment by rocket,
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান

যে আইডি কার্ডটি সংশোধন করতে চান সেই আইডি কার্ডের ১০ বা ১৭ ডিজিটের নম্বর দিন। এরপর এপ্লিকেশন টাইপ অপশনটিতে ক্লিক করুন ক্লিক করলে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন সেখানে আপনার সংশোধন যেটির সঙ্গে মিলে সেই নম্বরটি নিচে বসিয়ে দিন। আপনার যদি নিজের হয় তাহলে self আর অন্যের হলে other সিলেক্ট করে মোবাইল নম্বর দিন।VALIDATE বাটনে ক্লিক করুন ক্লিক করলে আপনার এমাউন্ট দেখানো হবে।আপনার আবেদন করার সময় টাকার পরিমান মিল হলে ওকে বাটনে ক্লিক করুন। আর যদি টাকার পরিমান না মিলে তাহলে আবার এপ্লিকেশন টাইপে ক্লিক করে এপ্লিকেশন টাইপ নির্বাচন করুন। আপনার টাকার পরিমান সঠিক হলে ওকে বাটনে ক্লিক করুন। Confirm bill pay বিল পরিশোধ কনফার্ম করুন। নিচের বাটনটি টাইপ করে ধরে রাখুন বিল পেমেন্ট সম্পন্ন হলে রিসিট ডাউনলোড করুন।(৩ ধাপ)

আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom, জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, বিকাশ দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, রকেট দিয়ে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান, NID correction fees payment, NID correction fees payment by bkash, NID correction fees payment by rocket,
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান

রিসিট ডাউনলোড করার জন্য পে বিল আইকনে ক্লিক করুন। এরপর উপরে ডান পাশে bill receipt বাটনে ক্লিক করে রিসিট ডাউনলোড করুন।

এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আরো বিভিন্ন পন্থার মাধ্যমে এনআইডি সংশোধনের ফি পরিশোধ করতে পারবেন। যেমনঃ  

  1. ডাচ্- বাংলা ব্যাংক এবং মোবাইল রকেট ব্যাংকিং এর মাধ্যমে।
  2. ওয়ান ব্যাংক লিমিটেড এবং ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
  3. ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এবং টি ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
  4. মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।
  5. বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
  6. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।     
সবচেয়ে সহজ পদ্ধতি হলো বিকাশ এবং রকেট অ্যাপ দিয়ে জাতীয় পরিচয়পত্রের ফি প্রদান করা। তাই খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশ এবং রকেট এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান করুন।


দেখুন 


জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন


জন্ম নিবন্ধনের নতুন আপডেট


 জন্ম তথ্য সংশোধনের আবেদন পত্র প্রিন্ট


 জাতীয় পরিচয় পত্র ডাউনলোড




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post