জাতীয় পরিচয় পত্র বা national ID card একজন নাগরিকের জন্য ১৮ বছর পূর্ণ হওয়ার পর একটি অতি প্রয়োজনীয় পরিচিতি। জাতীয় পরিচয় পত্র একজন নাগরিকের নাগরিকত্ব প্রমাণের বিশেষ একটি অংশ। বিভিন্ন কাজে ব্যবসা-বাণিজ্যে শিক্ষায় চাকরিতে বিভিন্ন পেশায় জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়। তাই এই জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল আইডি কার্ড খুবই নির্ভুল হওয়া চাই কারণ আপনার জাতীয় পরিচয়পত্র যদি ভুল হয় তাহলে আপনার বিভিন্ন প্রয়োজনে এগুলো জমা দেওয়ার সময় অনেক সমস্যা হয়ে থাকে। তাই জাতীয় পরিচয় পত্র আপনার নিজের নাম পিতামাতার নাম বয়স ঠিকানা সমস্ত তথ্য ঠিক আছে কিনা দেখুন। অনেকের জাতীয় পরিচয় পত্রে ভুল আছে জানেন কিন্তু সংশোধন করছেন না হয়তো প্রয়োজন নেই তাই, কিন্তু জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে প্রয়োজন হওয়ার আগেই সংশোধন করা উচিত। আর যদি সংশোধন না করেন তাহলে যখন আপনার প্রয়োজন হবে তখন সংশোধন করতে গেলে আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে এবং সময় লাগবে। সুতরাং আপনার প্রয়োজন এখন না হলেও ভবিষ্যতে যে আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন করার প্রয়োজন হবে না তা কিন্তু নয়। তাই আপনার জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হওয়ার আগে ভুল সংশোধন করে নিন।
জাতীয় পরিচয় পত্রের সংশোধন কিভাবে করবেন?যাদের জাতীয় পরিচয় পত্রে নিজের নাম, বয়স, পিতা মাতার নাম আরো বিভিন্ন তথ্য ভুল হয়েছে তারা মোবাইল দিয়ে সহজে সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আপনার নিজ নাম/বয়স সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- এসএসসি /সমমান সার্টিফিকেট
- জন্ম সনদ/নাগরিকত্ব সনদ
- ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট
- নিজের নাম এবং বয়স প্রমাণের আরো প্রয়োজনীয় কাগজপত্র
পিতা-মাতার নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র
- আপনার এসএসসি/সমমান সনদ
- জন্ম নিবন্ধন
- ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট
- আপনার পিতা মাতার নাম প্রমাণের আরও প্রয়োজনীয় কাগজপত্র
ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ভুল ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- আপনার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রে যদি সঠিক ঠিকানা থাকে তাহলে আপনার পিতা মাতার জাতীয় পরিচয় পত্র
- সঠিক ঠিকানার অনলাইন জন্ম নিবন্ধন
- নাগরিক সনদপত্র
- স্থায়ী ঠিকানা প্রমাণের আরো প্রয়োজনীয় কাগজপত্র
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে প্রথমে এখানে ক্লিক করে এনআইডি ওয়ালেট অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন। NID wallet app টি ইনস্টল করার পর এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর নির্বাচন কমিশন ওয়েব সাইটে নিয়ে যাবে সেখানে যাওয়ার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করে আপনার আবেদন সম্পন্ন করুন।(১ ধাপ )
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন |
অ্যাকাউন্ট নেই? আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে,তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর রেজিস্টার অপশন আসবে। (একাউন্ট রেজিস্টার) জাতীয় পরিচয় পত্র নম্বর/ফর্ম নম্বর। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিন, এরপর আপনার জন্ম তারিখ, জন্ম তারিখ দেওয়ার পর ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। কোডটি প্রবেশ করানোর পর সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপ।(২ধাপ )
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন |
আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য আপনাকে একাউন্ট রেজিস্টার করতে হবে একাউন্ট রেজিস্টার করার জন্য বহাল বাটনে ক্লিক করুন।বহাল বাটনে ক্লিক করার পর রেজিস্টার অপশন। (একাউন্ট রেজিস্টার)(বর্তমান ঠিকানা) প্রথমে ঠিকানা নির্বাচন করুন আপনার বিভাগ /আপনার জেলা/ উপজেলা/এরপর স্থায়ী ঠিকানা, বিভাগ/ জেলা/উপজেলা নির্বাচন করার পর সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপ।(৩ ধাপ)
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন |
আপনার মোবাইল নম্বর দিন। এখানে আপনার নিজস্ব মোবাইল নম্বর দিন। মোবাইল নম্বর দেওয়ার পর বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার দেওয়া নম্বরে ওটিপি আসবে । ওটিপি দেওয়ার পর পরবর্তী ধাপ। Tap to open NID wallet লেখা লাল বাটনে ক্লিক করুন ক্লিক করার পর আপনার মোবাইলে ইন্সটল করা এনআইডি ওয়ালেটে নিয়ে যাবে, এনআইডি ওয়ালেট ওপেন হওয়ার পর তিনটি ধাপে আপনার মুখমণ্ডল স্ক্যান করুন। প্রথমে মুখ সোজাসুজি তারপর ডানে বামে, আপনার মুখমণ্ডল সঠিকভাবে স্ক্যান করা হলে তিনটি ধাপে টিক মার্ক আসবে। আপনার মুখমন্ডল স্ক্যান করা সম্পন্ন হলে পরবর্তী ধাপ।(৪ ধাপ)
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন |
মুখমন্ডল স্ক্যান করার পর, please press ok to close the app and go back to browser, ok ওকে বাটনে ক্লিক করার পর আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। প্রোফাইলে প্রবেশ করার পর লেখা আসছে, (আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। আপনি যদি কোনও পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার একাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরায় আবৃত্তি করতে হবে। আপনি যদি পাসওয়ার্ড সেট করেন তাহলে আপনার প্রোফাইলে লগইন করতে পারবেন ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে। আর যদি পাসওয়ার্ড সেট না করেন তাহলে আপনার প্রোফাইলে প্রবেশ করার জন্য আপনাকে আবার রেজিস্টার করতে হবে। পাসওয়ার্ড সেট করতে না চাইলে এড়িয়ে যান। আর পাসওয়ার্ড সেট করতে চাইলে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন পাসওয়ার্ড সেট বাটনে ক্লিক করার পর প্রথমে ইউজারনেম দিন (Nm34$#) আপনার ইচ্ছামত, এরপর আপনার ইচ্ছা মত পাসওয়ার্ড সেট করুন, একই পাসওয়ার্ড আবার লিখুন। লেখার পর পাসওয়ার্ড সেট আপ বাটনে ক্লিক করুন পাসওয়ার্ড সেট করে আপনার প্রোফাইলে প্রবেশ করার পর আপনার ক্রোম ব্রাউজার ডেক্সটপ সাইট করে নিন। আপনার প্রোফাইলে প্রবেশ করার পর (৫ ধাপ)
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন |
আপনার প্রোফাইলের নিচে বিস্তারিত প্রোফাইল বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর ডান পাশে উপরে এডিট বাটনে ক্লিক করুন। এডিট বাটনে ক্লিক করার পর লেখা আসছে (ফিস /চার্জ) আপনি জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন করার জন্য ফি কিভাবে দিবেন তা জানিয়ে দেওয়া হয়েছে।
আপনি যদি জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। সংশোধন বা পুনরায় পেতে ফি এর পরিমান এই লিঙ্ক থেকে জানা যাবে। ফি এর পরিমাণ বিস্তারিত জানতে লিংকটিতে ক্লিক করুন।
এরপর লেখা আছে ফি প্রদানের নিন্যতম ৩০ মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন ।
কিসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধনের ফি প্রদান করবেন তা নিচে দেওয়া হলোঃ
- ডাচ্- বাংলা ব্যাংক এবং মোবাইল রকেট ব্যাংকিং এর মাধ্যমে।
- ওয়ান ব্যাংক লিমিটেড এবং ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
- ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এবং টি ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
- মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন |
এখন এডিট অপশন দেখতে পাচ্ছেন প্রথমে ব্যক্তিগত তথ্য আপনি যদি আপনার নাম, পিতা মাতার নাম, আপনার বয়স যা যা সংশোধন করতে চান তাতে টিক মার্ক দিন টিক মার্ক দিলে এডিট অপশন আসবে এডিট অপশন আসলে যেটা শুদ্ধ হবে সেটা লিখুন। আপনি যদি অন্যান্য তথ্য বা শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করতে চান তাহলে ব্যক্তিগত তথ্য লেখায় ক্লিক করুন সেখান থেকে আপনার ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য ও ঠিকানা পরিবর্তন করলে এডিট অপশন আসবে সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য এডিট করতে পারবেন আপনার প্রয়োজনীয় তথ্য এডিট করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন। পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার বর্তমান তথ্য এবং আপডেট তথ্য দেখানো হবে সেখানে আপনি মিলিয়ে নিন যদি ভুল হয় পিছনে গিয়ে সংশোধন করে আসুন সঠিক হলে পরবর্তী বাটনে ক্লিক করুন। পরবর্তী অপশনে ক্লিক করার পর ট্রানজেকশন অপশন, এখানে শূন্য টাকা ডিপোজিট আছে এখানে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করার জন্য আবেদনের ধরন নির্বাচন করুন। এরপর বিতরণের ধরন নির্বাচ আপনার যদি জরুরী ভাবে সংশোধনের প্রয়োজন হয় তাহলে আর্জেন্ট আর না হলে রেগুলার নির্বাচন করুন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদানের নিয়ম জানতে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখানো ধাপ অনুসরণ করে বিকাশ এবং রকেটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান করুন। জাতীয় পরিচয়পত্রের জন্য ফি প্রদান করার ৩০ মিনিট পর আবেদন সম্পন্ন করুন। আপনার প্রোফাইলে আবেদন ফি জমা হওয়ার পর করণীয়।(৭ ধাপ)
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন |
কাগজপত্র আপলোড করুন। এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। প্রথমে আপনি কি কাগজপত্র আপলোড করবেন তা উপর থেকে নির্বাচন করুন। নির্বাচন করার পর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার জন্য আপলোড বাটনে ক্লিক করুন।আপলোড সাইজ ১ এমবি কাগজপত্র আপলোড করার পর পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার এডিট করার সমস্ত তথ্য দেখানো হচ্ছে এখানে সমস্ত তথ্য সঠিক কিনা যাচাই করে দেখুন। সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হলে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি নির্বাচন কমিশনে সাবমিট হবে। এরপর আবেদন পত্র ডাউনলোড করুন। আবেদনপত্র ডাউনলোড করার জন্য বিস্তারিত প্রোফাইল বাটনে ক্লিক করুন এবং সেখানে ডাউনলোড অপশন থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিন। আবেদনপত্র প্রিন্ট করে রাখুন এবং এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে রাখুন। আপনার আবেদনটি অনলাইনে সংশোধিত হবে সংশোধিত হওয়ার পর আপনার দেওয়া মোবাইল নম্বরে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং আপনি স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন। আপনার মূল জাতীয় পরিচয় পত্র এবং আবেদনপত্র সঙ্গে নিয়ে যাবেন। আপনি চাইলে সংশোধিত জাতীয় পরিচয় পত্র অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।
নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট
Post a Comment