আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম

Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম

নগদ কি? 

নগদ হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং সেবা যার মাধ্যমে আপনি সহজেই টাকা লেনদেন করতে পারবেন। সবচেয়ে কম খরচে আপনি নগদে টাকা পাঠাতে পারবেন। নগদ অ্যাপ থেকে টাকা পাঠানো একদম ফ্রি আর কোড দিয়ে টাকা পাঠালে সেন্ড মানি খরচ মাত্র 5 টাকা।বর্তমানে প্রায়ই অধিকাংশ মানুষের কাছে নগদ একাউন্ট আছে। সরকারি ভাবে ছাত্র ছাত্রীদের টাকা আসে নগদে, বৃদ্ধ ভাতা সহ আরো অনেক কিছুর টাকা আসে নগদে।  আপনার নগদ একাউন্টে টাকা আছে এখন এই নগদ একাউন্ট থেকে আপনি আরেকটি নগদ একাউন্টে টাকা কিভাবে পাঠাবেন?

আপনি যদি না জানেন তাহলে এই পোস্ট থেকে সহজে জানতে পারবেন।

নগদ অ্যাপ থেকে ফ্রি সেন্ড মানি করার নিয়ম।(১ ধাপ)

Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম
Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম

 আপনার নগদ পিন নম্বর দিয়ে আপনার নগদ অ্যাপে লগইন করুন। লগইন করার পর প্রথমে আপনার ব্যালেন্স দেখুন তারপর Send money শুরু করুন। প্রতি বার লেনদেন করার আগে এবং পরে আপনার ব্যালেন্স চেক করুন। ব্যালেন্স দেখার জন্য উপরে (ব্যালেন্স দেখতে ট্যাপ করুন) লেখায় ক্লিক করুন। আপনার Send money শুরু করার জন্য প্রথমে সেন্ড মানি লেখা আইকনে ক্লিক করুন। এরপর (প্রাপক) আপনি যে মোবাইল নম্বরে টাকা পাঠাতে চান সেই নম্বরটি দিন এবং  তীর বাটনে ক্লিক করুন। এরপর (পরিমাণ) আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণ টাকা দিন এবং  পরবর্তী বাটনে ক্লিক করুন।(২ ধাপ)

Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম
Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম

এখন দেখাচ্ছে এখানে 500 টাকার জন্য কোন ফি চার্জ করা হয় নাই। নিচে আপনার নগদ পিন নম্বর দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। এখন আপনার Send money করার সব তথ্য দেখানো হচ্ছে। Send money সম্পন্ন করার জন্য নিচে (ট্যাপ করে ধরে রাখুন) এখন সেন্ড মানি সফল হয়েছে।এখানে আপনার সেন্ড মানি করার সব তথ্য দেখানো হচ্ছে । নিচে হোমে ফিরে যান বাটনে ক্লিক করুন আপনার হোমে ফিরে আসবে।

কিপ্যাড মোবাইলে *167# দিয়ে নগদে সেন্ড মানি করার নিয়ম।

যারা স্মার্টফোন ব্যবহার করেন না বাটন মোবাইল আছে এবং নগদ একাউন্ট আছে তারা কিভাবে নগদের সেন্ড মানি করতে পারবেন তা নিচের ধাপ অনুসরণ করে জানতে পারবেন।(১ ধাপ)

Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম
Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম

প্রথমে আপনার মোবাইলের ডায়ালে যান এবং টাইপ করুন       ( *167# ) এবং call বাটন চাপুন। এরপর অপশন 2.Send money (2) দিয়ে Send করুন। এরপর অপশন Enter Receiver Number. আপনি যে মোবাইল নম্বরে টাকা পাঠাতে চান সেই নম্বরটি দিন এবং Send করুন। তারপর Enter Amount,  আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণ টাকা দিন এবং Send করুন।(২ ধাপ)

Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম
Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম

এখন Enter Reference এখানে আপনি 1 দিয়ে Send করুন। এরপর Enter PIN আপনার নগদ পিন নম্বর দিন এবং Send করুন। এখন মেসেজের মাধ্যমে আপনার সেন্ড মানি টাকা এবং ফি সহ আপনার সর্বমোট টাকা দেখাচ্ছে, মেসেজের মাধ্যমে আপনাকে জানাবে আপনার টাকা পাঠানো সফল হয়েছে কিনা। Send money successful টাকা, ফি, ট্রানজেকশন আইডি সহ আপনার বর্তমান ব্যালেন্স দেখানো হচ্ছে।

(সতর্কতা)

সেন্ড মানি করার সময় নাম্বার ভালো করে যাচাই করে দেখুন, কারণ নম্বর ভুল হলে টাকা চলে যাবে অন্য লোকের কাছে।


জন্ম নিবন্ধন আবেদনের 

 বর্তমান অবস্থা 


জাতীয় পরিচয় পত্র ডাউনলোড 


জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা 


জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয় কি 


আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি?
















Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post