এই পোস্টে আলোচনা করা হবে, গ্রামার Word+Syllable+Sentence নিচে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
Word = শব্দ
Syllable = শব্দাংশ
The Sentence = বাক্য
Word বা শব্দ কাকে বলে?
কতগুলো বর্ণ পাশাপাশি বসালে শব্দ হয় না। দুই বা ততোধিক Letter বা বর্ণ পাশাপাশি সঠিকভাবে সাজালে যখন তা কোন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে Word বা শব্দ বলে।যেমনঃ T+O+P = TOP, এই তিনটি Letter মিলে Top হয়েছে। এবং এই শব্দ দিয়ে লাটিম বুঝাচ্ছে ।
C+o+w=Cow এ তিন টি Letter মিলে Cow যার অর্থ গরু, একটি প্রাণীকে বুঝাচ্ছে।
তাহলে আমরা জানতে পারি যে, দুই বা ততোধিক Letter পাশাপাশি বসে সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে Word বা শব্দ বলে ।
শুধুমাত্র কতগুলো বর্ণ পাশাপাশি থাকলে Word বা শব্দ হয় না। একটি Word কোন না কোন অর্থ প্রকাশ করবেই। উদাহরণঃ
Letter বা বর্ণ =B+o+x
Word বা শব্দ =Box (বাক্স)(অর্থ প্রকাশ করেছে)
Not Word শব্দ না = OXB ইত্যাদি।
Word-Syllable-Sentence কাকে বলে? বিস্তারিত আলোচনা
Syllable বা (শব্দাংশ) কাকে বলে ?
কোন Word বা শব্দে যতটুকু অংশ
একবারে উচ্চারণ করা যায়, সে অংশকে Syllable বলে। প্রত্যেক Syllable এর সাথে এক বা একাধিক Vowel থাকে।কোন Vowel ছাড়া Syllable ভাগ করা যায় না।
একটি Word এ এক বা একাধিক Syllable থাকতে পারে।
একটি Syllable নিয়েও Word গঠিত হয়।
একটি Syllable এ কমপক্ষে একটি Vowel থাকতেই হবে। শুধু উচ্চারণে সাহায্য করাই Syllable এর কাজ। Syllable ভাগ করার সময় প্রত্যেকটি অংশের মাঝে Hyphen (-) ব্যবহার করতে হয়। Syllable চার প্রকার যথাঃ-
Mono-Syllable
Di- Syllable
Tri-Syllable
Poly-syllable
1.Mono-Syllable কাকে বলে?
যে Word এ একটি মাত্র Syllable থাকে, তাকে Mono-Syllable বলে।যেমনঃ Dog,Cow,Boy ইত্যাদি।
2.Di- Syllable কাকে বলে?
যে Word এ দুটি Syllable থাকে,তাকে Mono-Syllable বলে। উদাহরণঃ Fa-ther=Father,Gram-mar=Grammar
3.Tri-Syllable কাকে বলে?
যে Word এ তিনটি Syllable থাকে, তাকে Tri-syllabble বলে।যেমনঃCa+pi+tal=Capital
4.Poly-syllable কাকে বলে?
যে Word এ তিনটির অধিক Syllable থাকে, তাকে Poly- Syllable বলে।
যেমনঃCon+ver+sa+tion=conversation (কনভারস্যাশন)
( The Sentence)
Sentence বা বাক্য কাকে বলে?
কয়েকটি অর্থবোধক Word বা শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে, তাকে Sentence বা বাক্য বলে।
যেমনঃ I a letter write =এই এলোমেলো অগোছালো শব্দগুলো দ্বারা কোন অর্থ প্রকাশ করছে না বা এতে বক্তার মনের কোন ভাব বোঝা যাচ্ছে না। তাই এগুলো কোন অর্থবোধক Sentence বা বাক্য নয়। অর্থবোধক বাক্য যেমনঃ I write a letter = আমি একটি পত্র লিখি। এখানে এই শব্দগুচ্ছ গোছানোভাবে লেখায় এখানে একজন ব্যক্তির মনের ভাব প্রকাশ করা হয়েছে।
তাই সহজভাবে বলা যায়, Group of words বা অর্থবোধক শব্দসমষ্টিকে Sentence বা বাক্য বলে।
কোন কোন ক্ষেত্রে একটিমাত্র শব্দ দ্বারাও Sentence গঠন করা যায়। Sentence বা বাক্যে আদেশ বুঝালে এরকমটি হয়। এক্ষেত্রে যাকে আদেশ করে কিছু বলা হয় সে -ই Subject বা কর্তা Silent বা ঊহ্য থাকে।
যেমনঃGo (যাও) play (খেল) এখানে You ঊহ্য আছে।
আবার কোন প্রশ্নের জবাব দিতে যদি একটিমাত্র Word বা শব্দে দিতে হয়, তাহলে সে Word বা শব্দকেও Sentence বলা যেতে পারে।
যেমনঃ Are you happy? = তুমি কি সুখী? (উত্তর= yes).
What is your father?=
তোমার পিতা কি করেন?[উত্তর=Farmer]
মনে রাখতে হবে, Sentence এ আল্লাহ,কোন ব্যক্তি, দেশ,নদ- নদী,পাহাড়,পর্বত ইত্যাদির নাম থাকলে প্রথম অক্ষর Capital letter হয়।
Post a Comment