জাতীয় পরিচয় পত্র কি? জাতীয় পরিচয় পত্র হচ্ছে একজন নাগরিকের পরিচিতি। একজন নাগরিক ১৮ বছর পূর্ণ হলে তার জাতীয় পরিচয়পত্র পায়। বিভিন্ন প্রয়োজনে জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়। ব্যবসা-বাণিজ্যে শিক্ষা চাকরিতে পাসপোর্ট তৈরি করার সময় আরো বিভিন্ন প্রয়োজনে জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়।যাদের এখনো জাতীয় পরিচয় পত্র হয়নি এবং সরকারিভাবে ভোটার তালিকা করার সময় আপনার জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করার সুযোগ হয়নি। তারা জাতীয় পরিচয় পত্রের জন্য সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর স্থানীয় নির্বাচন কমিশন অফিসে আবেদন পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা করুন। জাতীয় পরিচয় পত্রের আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- অনলাইন জন্ম নিবন্ধন/পাসপোর্ট
- নাগরিক সনদপত্র
- এসএসসি সার্টিফিকেট যদি থাকে
- পিতা/মাতার জাতীয় পরিচয় পত্র
- জমির খতিয়ান
- বিলের কপি
- এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
প্রথমে পুরো নাম (ইংরেজিতে)
এখানে আপনার নাম ইংরেজিতে টাইপ করুন আপনার এসএসসি সার্টিফিকেট/জন্ম নিবন্ধন অনুযায়ী। সবকিছু এসএসসি সার্টিফিকেট অনুযায়ী করা সবচেয়ে ভালো। সঠিকভাবে আপনার ইংরেজি নাম টাইপ করুন। এরপর আপনার জন্ম তারিখ দিন। জেএসসি/এসএসসি/জন্ম নিবন্ধন অনুযায়ী।
( ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান ) এখানে উপরে লেখাটি সঠিকভাবে মিলিয়ে লিখুন। লেখাটি বুঝতে না পারলে ডান পাশে ক্লিক করে লেখাটি পরিবর্তন করে দিন। এরপর বহাল বাটনে ক্লিক করুন বহাল বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপ।(তৃতীয় ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
তৃতীয় ধাপে আপনার মোবাইল নম্বর দিন। এখানে আপনার বর্তমান মোবাইল নম্বরটি সরবরাহ করুন। এই নাম্বারটি পরবর্তীতে ব্যবহারের জন্য দরকার হতে পারে। আপনার পরিবারের কারো মোবাইল নম্বর আপনি ব্যবহার করতে পারেন। সঠিক মোবাইল নম্বর দেওয়ার পর বার্তা পাঠান বাটনে ক্লিক করুন বার্তা পাঠান বাটনে ক্লিক করার পর আপনার দেওয়া মোবাইল নম্বর ওটিপি আসবে। (চতুর্থ ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
পঞ্চম ধাপে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করুন। প্রথমে ইউজারনেম দিন আপনার নামের সঙ্গে মিলিয়ে বা যে কোন একরকম, এরপর পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড লিখ, ইউজারনেম এবং পাসওয়ার্ড খাতায় লিখে রাখুন আপনার প্রোফাইল তৈরি হওয়ার পর, আপনার প্রোফাইলে লগইন করার জন্য প্রয়োজন হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করার পর বহাল বাটনে ক্লিক করুন বহাল বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপ।(ষষ্ঠ ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
এখন আপনার প্রোফাইল প্রস্তুত। এখানে আপনার আরো প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আপনার আরো প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য বিস্তারিত প্রোফাইল বাটনে ক্লিক করুন। বিস্তারিত প্রোফাইল বাটনে ক্লিক করার পর এখানে প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করতে হবে।(সপ্তম ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
প্রথমে ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ঠিকানা। এগুলো সম্পূর্ণ করতে ডান পাশে এডিট বাটনে ক্লিক করুন। এডিট বাটনে ক্লিক করার পর তথ্য এডিটের অপশন আসবে। (অষ্টম ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
এডিট বাটনে ক্লিক করার পর ব্যক্তিগত তথ্য। প্রথমে নাম বাংলায় এবং ইংরেজি সার্টিফিকেট অনুযায়ী/জন্ম নিবন্ধন/পাসপোর্ট অনুযায়ী টাইপ করুন। এরপর লিঙ্গ নির্বাচন করুন, আপনার যদি রক্তের গ্রুপ জানা থাকে এবং ডাক্তারি পরীক্ষার কাগজপত্র থাকে সে অনুযায়ী রক্তের গ্রুপ নির্বাচন করুন। এরপর জন্ম নিবন্ধন নম্বর দিন। জন্ম তারিখ সার্টিফিকেট অনুযায়ী/জন্ম নিবন্ধন/ পাসপোর্ট অনুযায়ী। জন্মস্থান নির্বাচন করুন। এরপর পিতার তথ্য। (নবম ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
যদি পিতা মৃত হয় তাহলে মৃত সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। প্রথমে পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে টাইপ করুন শুদ্ধভাবে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী/জন্ম নিবন্ধন /পাসপোর্ট অনুযায়ী।
পিতার এনআইডি নাম্বার, না দিলেও সমস্যা নেই। ভোটার নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে) (দশম ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
মাতার তথ্য প্রথমে মাতার নাম বাংলা এবং ইংরেজিতে টাইপ করুন, জেএসসি/এসএসসি সার্টিফিকেট অনুযায়ী, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট অনুযায়ী/যেটা শুদ্ধ সেই নাম টাইপ করুন। এরপর মাতার এনআইডি নাম্বার দিন না দিলে সমস্যা নেই, মাতার ভোটার নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে) অর্থাৎ দিলে দিতে পারে না দিলে কোন সমস্যা নেই। মাতা যদি মৃত হয় তাহলে মৃত নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। এরপর ভাই বোনের তথ্য দিলে দিতে পারেন না দিলে কোন সমস্যা নেই। (১১ ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
(স্বামী-স্ত্রীর তথ্য) বৈবাহিক অবস্থা নির্বাচন করুন, বাকিগুলা করলে করতে পারেন না করলে সমস্যা নেই।(১২ ধাপ )
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
প্রথমে আপনার শিক্ষাগত যোগ্যতা বাছাই করুন। এরপর পেশা স্টার মার্ক দেওয়া দিতে হবে। অসমর্থতা সনাক্তকরণ চিহ্ন তিন নাম্বার ড্রাইভিং লাইসেন্স নম্বর পাসপোর্ট নম্বর এগুলো চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নেই star চিহ্ন দেওয়া নেই। ধর্ম অবশ্যই নির্বাচন করতে হবে। টেলিফোন নম্বর মোবাইল নম্বর দিলে দিতে পারেন না দিলে কোন সমস্যা নেই।(১৩ ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
(আপনার বর্তমান ঠিকানা) প্রথমে বিভাগ নির্বাচন করুন, তারপর জেলা,উপজেলা, বাছাই করুন। সিটি কর্পোরেশন অথবা পৌরসভা এটা না দিলেও সমস্যা নেই। এরপর ইউনিয়ন,মৌজা মহল্লা, গ্রাম/রাস্তা, বাসা হোল্ডিং নম্বর (বাংলা)। পোস্ট অফিস (বাংলা)
এরপর (স্থায়ী ঠিকানা) নির্বাচন করুন। এ ফরমটাতে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো পূরণ করুন বাকিগুলো না করলে কোন সমস্যা নেই সবকিছু পূরণ করে পরবর্তী ধাপ। (১৪ ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
(কাগজপত্র) নতি সরবরাহ করুন। নিচে লেখা (কাগজপত্রের প্রয়োজন নেই) এই আবেদনটি করার জন্য কোন কাগজপত্রের প্রয়োজন নেই। এ আবেদনটি করার জন্য কোন কাগজপত্র আপলোড করা প্রয়োজন নেই। কোন কিছু ভুল হলে পেছনে। এবং সবকিছু ঠিকঠাকভাবে হলে পরবর্তী বাটনে ক্লিক করুন। (১৫ ধাপ)
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন |
(নিশ্চিত করুন ধাপ) আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। আপনার পরিবর্তনগুলো সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদনটি নির্বাচন কমিশন অফিসে জমা হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে এবং ডাউনলোড অপশন থেকে আপনার আবেদনটি ডাউনলোড করে নিন এবং এখানে আপনার দেওয়া তথ্য গুলো ভালো করে যাচাই করে দেখুন কোন ভুল হলে আবার আবেদনের ফর্ম তৈরি করুন। আর যদি আপনার আবেদন সঠিক হয় তাহলে স্থানীয় ইউনিয়ন সদস্যের সিগনেচার নিয়ে এবং এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে জমা করুন। স্থানীয় নির্বাচন কমিশন অফিসের জমা করার পর তারা আপনাকে পরবর্তীতে ডেট দিয়ে আপনার আঙ্গুলের ছাপ মুখমণ্ডল স্ক্যান করে আপনার প্রোফাইল সম্পন্ন করবে। আপনার প্রোফাইল সম্পন্ন হওয়ার পর আপনি প্রোফাইল তৈরি করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেখানে লগইন করে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
জন্ম নিবন্ধন দিয়ে টিকা সনদ ডাউনলোড
Post a Comment