আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম

Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট তৈরি করার নিয়ম

রকেট মোবাইল ব্যাংকিং কি? 

রকেট মোবাইল ব্যাংকিং হচ্ছে একটি অনলাইন সুবিধা যার মাধ্যমে খুবই সহজে টাকা লেনদেন করা যায়। দেশের সর্বপ্রথম ডাচ বাংলা ব্যাংক রকেট মোবাইল ব্যাংকিং শুরু করেন। রকেটের মাধ্যমে আপনি বিভিন্ন বিল পরিশোধ সহজে করতে পারবেন আপনার স্মার্ট ফোন দিয়ে। রকেটের মাধ্যমে অ্যাপ দিয়ে সেন্ড মানি ফ্রি।USSD(*322#) কোডের মাধ্যমে সেন্ড মানি করলে ১.১০ টাকা ফি।

রকেট অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে সার্চ বক্সে লিখুন Rocket অথবা এখানে ক্লিক করে সরাসরি রকেট অ্যাপ ডাউনলোড অপশনে যান আর রকেট অ্যাপ ডাউনলোড অপশন এ যাওয়ার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করে রকেট অ্যাপ ডাউনলোড করে নিন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করে রকেট একাউন্ট তৈরি করুন। (১ ধাপ)

Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম
Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট অ্যাপ ইনস্টল হওয়ার পর অ্যাপ ওপেন করুন অ্যাপ ওপেন করার পর রেজিস্ট্রেশন শুরু করুন। (২ ধাপ)

Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম
Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম

প্রথমে ভাষা নির্বাচন করুন। আপনি যদি বাংলা ভাষায় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চান তাহলে বাংলা নির্বাচন করুন। আর যদি ইংলিশে সম্পন্ন করতে চান তাহলে ইংলিশ নির্বাচন করুন। ভাষা নির্বাচন করার পর Next  বাটনে ক্লিক। Next বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর দিন। আপনি যে নম্বর দিয়ে রকেট একাউন্ট খুলতে চান সেই নম্বরটি এখানে দিন। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করুন। Next বাটনে ক্লিক করার পর লেখা আসছে (Info) you are not registered to mobile banking. Do you want to register?

অর্থাৎ আপনি মোবাইল ব্যাংকিংয়ের জন্য নিবন্ধিত নন। আপনি কি রেজিস্টার করতে চান?

রেজিস্টার করার জন্য yes  বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর পরবর্তী ধাপ। (৩ ধাপ)

Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম
Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম

আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন তার অপারেটর নির্বাচন করুন। রবি, এয়ারটেল,গ্রামীণ, বাংলালিংক, অপারেটর নির্বাচন করার পর Next বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি কল আসবে। কলে বলা হবে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ আপনার একটি ইউজার খোলা হচ্ছে ৪ ডিজিট এর পিন নম্বর দিন না চাইলে কলটি বাতিল করুন। অর্থাৎ আপনাকে পিন সেটআপ করার জন্য বলা হচ্ছে ৪ ডিজিট এর পিন নম্বর সেটআপ করুন। পিন নম্বর দেওয়ার পর আপনার দেওয়া মোবাইল নম্বরে সিকিউরিটি কোড আসবে সিকিউরিটি কোড অটোমেটিক নিয়ে নেবে। সিকিউরিটি কোড অটোমেটিক নেওয়ার পর আপনার পিন  নম্বর দিন। পিন নম্বর দেওয়ার পর verify বাটনে ক্লিক করুন। Verify করার পর লগইন অপশন আসবে আপনার পিন নম্বর দিয়ে লগইন করুন। রকেট অ্যাপে লগইন করার পর আপনার কেওয়াইসি আপডেট করতে হবে। (৪ ধাপ)

Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম
Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম

আপনার কেওয়াইসি আপডেট করার জন্য প্রথমে update your KYC লেখা লাল বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর রকেট একাউন্ট তৈরি করার এবং ব্যবহার করার বিভিন্ন শর্ত দেখতে পাবেন।

Terms and condition (স্বীকৃতি)

আমি ঘোষণা করছি যে, উপরোক্ত সকল তথ্য সত্য, সঠিক ও পূর্ণাঙ্গ এবং আমি কোন তথ্য গোপন করিনি। আমি আরো ঘোষণা করছি যে, আমি উপরে বর্ণিত শর্তাবলী পড়েছি, বুঝেছি এবং মেনে চলতে সম্মতি প্রদান করছি। I agree বাটন ক্লিক করুন। ক্লিক করে সম্মতি প্রদান করার পর পরবর্তী পদক্ষেপ। (Take  NID photo) জাতীয় পরিচয় পত্রের ছবি তুলুন। প্রথমে জাতীয় পরিচয় পত্রের সামনের দিক তুলুন তোলার পর খুবই দ্রুত এডিট করে ফেরেমের মধ্যে রাখুন এবং ওকে দিন। এরপর জাতীয় পরিচয়পত্রের পেছনের সাইট তুলুন তোলার পর এডিট অপশন থেকে ফেরেমের মধ্যে রেখে ওকে দিন। জাতীয় পরিচয় পত্রের ফটো সামনের দিক এবং পিছনের দিক পরিষ্কারভাবে তোলা হলে Next বাটনে ক্লিক করুন এরপর পরবর্তী ধাপ। (৫ ধাপ)

Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম
Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম

জাতীয় পরিচয় পত্র ছবি তোলার পর আপনার সমস্ত তথ্য দেখানো হচ্ছে সমস্ত তথ্য মিলিয়ে দেখুন সঠিক কিনা। এরপর আপনাকে আরো তথ্য ম্যানুয়ালই দিতে হবে। Name in Bangla এখানে আপনার বাংলা নাম দিন। এরপর district এবং area নির্বাচন করুন এগুলো দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন। এখন অন্যান্য তথ্য দিন। [Other information] প্রথমে Gender নির্বাচন করুন, marriage status, বিবাহের বর্তমানে অবস্থা, religion ধর্ম, occupation পেশা, শেষে আপনি কিসের জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তা নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপ। (৬ ধাপ)

Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম
Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম

Take customer photo. 

  • Make sure there is enough light . নিশ্চিত করুন  আপনি যেখানে ছবি তুলছেন সেখানে পর্যাপ্ত আলো আছে।
  • Please customer face with in the frame. কাস্টমারের মুখ ফেরেমের মধ্যে রাখুন।
  • Follow the instruction and image will be captured  automatically. নির্দেশনা অনুসরণ করুন ছবি অটোমেটিকলি নিয়ে নেবে।

এখন আপনার ছবি তুলুন next বাটনে ক্লিক করুন। আপনার ছবি তোলার জন্য আপনার মুখ বৃত্তের মাঝখানে রাখুন এবং চোখ টিপটিপ করুন। আপনার মুখ সঠিকভাবে স্ক্যান করা হলে পরবর্তীতে আপনার দেওয়া সমস্ত তথ্য দেখানো হবে সমস্ত তথ্য সঠিক থাকলে confirm বাটনে ক্লিক করুন। কনফার্ম বাটনে ক্লিক করার পর লেখা আসছে(info) your request successfully submitted. Please wait for verification. অর্থাৎ আপনার তথ্য সাবমিট করা সফল হয়েছে। আপনার তথ্য যাচাই করার জন্য অপেক্ষা করুন। এরপর এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার রকেট একাউন্ট গৃহীত হয়েছে এবং তৈরি হয়েছে। আপনার একাউন্ট তৈরি হওয়ার পর পরবর্তী পদক্ষেপ। (৭ ধাপ)

Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম
Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম

আপনার কেওয়াইসি সম্পন্ন হলে কেওয়াইসি লাল বাটন টি আর দেখতে পাবেন না। আপনি যদি আপনার রকেট একাউন্টে আপনার ছবি বা যে কোন ছবি যোগ করতে চান তাহলে উপরের বাম পাশে গোল সার্কেলে ক্লিক করুন। ক্লিক করার পর(user profile) আপনি যদি আপনার প্রোফাইলে ছবি যোগ করতে চান তাহলে পেন্সিল বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করে ছবি সংযুক্ত করুন এবং আপনি চাইলে আপনার একাউন্টে নাম পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন সম্পন্ন  করার পর submit বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর লেখা আসছে User  info saved successfully. ব্যবহারকারীর তথ্য সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। 

এখন আপনি আপনার রকেট একাউন্টে টাকা লেনদেন শুরু করতে পারেন সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন, পে বিল, মোবাইল রিচার্জ ও আরো বিভিন্ন প্রকার সেবা গ্রহণ করতে পারেন। রকেট একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে রকেট একাউন্ট থেকে আপনাকে ২৫ টাকা কমিশন দেওয়া হয়েছে। 

(সতর্কতা)

রকেট একাউন্ট খোলার পর বিভিন্ন রকমের বাহানা করে হ্যাকার আপনাকে কল দিবে, কোনভাবেই তাদেরকে আপনার পিন নাম্বার ভেরিফিকেশন কোড দিবেন না। আপনার ব্যক্তিগত তথ্য কোনোভাবেই তাদের সঙ্গে শেয়ার করবেন না। আপনাকে বোনাসের কথা বলে আপনার ব্যক্তিগত তথ্য পিন নম্বর ও সিকিউরিটি কোড হাতিয়ে নেবে। আপনার বোনাস বা কোনরকম লাভের জন্য আপনাকে রকেট মোবাইল ব্যাংকিং থেকে কোন প্রকার কল দেওয়া হবে না। তাই খুবই সাবধান হ্যাকারের কাছ থেকে।(ধন্যবাদ শুভকামনা আপনাদের জন্য)


জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা


 জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয় কি


 আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি


 জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত বিষয়ে





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post