আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

ফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহার

ফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহার

ফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহারফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহার
ফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহার

Facebook মানে কি?

 Facebook,এটি একটি ইংরেজি শব্দ। বাংলা ভাষার সঙ্গে এটির কোন পূর্ণাঙ্গ অর্থ হয় না। বা এটির অর্থ বাংলা ভাষার সঙ্গে একত্র করার প্রয়োজন হয় না। বিদেশি কিছু কিছু শব্দ অনেক দিন ধরে বাংলা ভাষায় বা বাংলা ভাষার মানুষের কাছে প্রচলিত আছে। যেগুলোর বাংলা ভাষায় কোন পূর্ণাঙ্গ অর্থ হয় না। তাই সাধারণভাবে বলতে গেলে Face= অর্থ মুখ Book= অর্থ বই দুটো মিলিয়ে একত্র করে দেখলে অর্থ হয় Facebook =অর্থ মুখ বই। আবার এভাবেও বলা যায় Face =অর্থ মুখের ছবি বা চেহারা। Book =অর্থ বই।

 দুটো মিলিয়ে অর্থ হল। মুখচ্ছবির বই বা চেহারার বই। তাই এই শব্দের বাংলা ভাষায় কোন পূর্ণাঙ্গ অর্থ হয় না। Facebook হল একটি নাম । এটি  সংক্ষেপে  fb  বা ফেবু হিসেবে পরিচিত। ফেসবুক হল একটি জনপ্রিয় নাম যা সারা বিশ্বে মানুষের কাছে পরিচিত। এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ এর নাম। এই ওয়েবসাইটের লিংক হল 

www.facebook.com

 ফেসবুক হল একটি জনপ্রিয় এবং দুর্দান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটির মাধ্যমে মানুষের মনে আকাঙ্ক্ষা জ্ঞান বুদ্ধি  বিচার বিবেক আলোচনা সমালোচনা সংবাদ ইত্যাদি সহজেই বন্ধু-বান্ধব এবং ফেসবুক ব্যবহারকারীদের  কাছে পৌঁছে দিতে পারে। দৈনন্দিন জীবনের ইমেজ অডিও ভিডিও মনের খুশি সহজে ছড়িয়ে দিতে পারে লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর কাছে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা কে ? 

   ফেসবুকের প্রতিষ্ঠাতার নামঃ মার্ক ইলিয়ট জাকারবার্গ


তিনি কোন দেশের নাগরিক?

 তিনি একজন আমেরিকান নাগরিক একজন নামকরা প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভলপার। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবিষ্কারক হিসেবে খ্যাতি অর্জন করেন। 

১৪ মে ১৯৮৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।


এটি কত সালে প্রতিষ্ঠিত হয়?


  ফেব্রুয়ারি ২০০৪ সালে এটি প্রথম প্রকাশিত বা প্রতিষ্ঠিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে।


 ফেসবুকের বিভিন্ন ব্যবহার


 ফেসবুকের অনেক প্রকারের ব্যবহার রয়েছে। তার মধ্যে কিছু ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।


১. ফেসবুক প্রোফাইল তৈরি বা অ্যাকাউন্ট তৈরি।


 জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করার জন্য প্রথমে একটি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল তৈরি করতে হবে। ফেসবুক প্রোফাইল তৈরি করার সময় ব্যবহারকারীর ছবি, জন্ম তারিখ, ফোন নম্বর ও ইমেইল এড্রেস দেওয়ার ব্যবস্থা আছে। যা সহজেই পাবলিকের কাছে দৃশ্যমান করা যায়। এছাড়া প্রোফাইলে দেওয়া তথ্য facebook ব্যবহারকারীদের কাছ থেকে গোপন রাখা যায়।


২. Friend request (বন্ধুত্বের অনুরোধ)


 প্রোফাইল তৈরি করার পর অনলাইন জুড়ে নতুন ব্যবহারকারীর পরিচিত বা অপরিচিত  কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর ওই ব্যবহারকারী যদি ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করে তাহলে যে ব্যবহারকারী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তার ফ্রেন্ড লিস্টে যোগ হবে। এবং নতুন ফেসবুক ব্যবহারকারী  যদি কোন পোস্ট করে তাহলে সর্বপ্রথম ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তিদের কাছে প্রদর্শিত হবে। ফ্রেন্ডলিস্টে থাকা ব্যবহারকারীগণ যদি কোন পোস্ট করে তাহলে তা সর্বপ্রথম নতুন ব্যবহারকারীর কাছে প্রদর্শিত হবে।


৩. বন্ধুত্বের অনুরোধ গ্রহণ এবং বাতিল 


কোন ব্যবহারকারী যদি আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনি তা গ্রহণ এবং বাতিল করতে পারবেন। আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেন তাহলে তার পোস্ট করার সমস্ত কিছু আপনার কাছে প্রদর্শিত হবে। এবং আপনি যা পোস্ট করেন তা আপনার বন্ধুর কাছে প্রদর্শিত হবে।

৪. মেসেঞ্জার

মেসেঞ্জার হচ্ছে তথ্য আদান প্রদান করা একটি ইনবক্স। এটি একটি নিরাপদ ও গোপনীয় আলাপ আলোচনার একটি মাধ্যম।এই ইনবক্সের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীগণ তাদের বন্ধুদের সাথে এবং অন্য ব্যবহারকারীদের সাথে কথোপকথন করতে পারে। এই মেসেঞ্জার অ্যাপ শুধু একজন ফেসবুক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। এই মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হয়। ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করার পর তার ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা সমস্ত ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল দৃশ্যমান হবে। এই মেসেঞ্জারের মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী আরেকজন ফেসবুক ব্যবহারকারীকে অডিও কল, ভিডিও কল, ভয়েস মেসেজ, টেক্সট মেসেজ দিতে পারে।


৫. ব্লক লিস্ট 


আপনি যদি চান যে আপনার ফ্রেন্ডলিস্টে আছে এমন বন্ধুর পোস্ট ব্লক করতে চান বা ওই বন্ধুকে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে সরাতে চান। তাহলে তা আপনি সহজে করতে পারবেন  ওই বন্ধুকে ব্লক ও করতে পারবেন। আপনি যদি আপনার বন্ধুকে ব্লক করেন তাহলে সেই বন্ধু আর আপনাকে কোন তথ্য বা পোস্ট শেয়ার করতে পারবে না। 


৬. Post (পোস্ট)

পোস্ট হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য ইমেজ, সেলফি, ভিডিও আপনার জ্ঞান মনোভাব লিখে বন্ধুদের কাছে পৌঁছানো। ব্যবহারকারী যদি কোন ছবি এবং বর্ণনা লিখে পোস্ট করে তাহলে তা তার বন্ধু এবং লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত হবে।


৭. Like (পছন্দ) 


 আপনি যদি কোন পোস্ট করেন তাহলে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুরা তা পছন্দ করতে পারেন। আপনার পোস্ট যদি আপনার বন্ধুদের পছন্দ হয় তাহলে তারা তা প্রকাশ করার জন্য লাইক করতে পারেন। আপনার ফ্রেন্ডলিস্টে  থাকা বন্ধুদের বাইরে অন্য ব্যবহার কারিগণ আপনার পোস্টে লাইক করতে পারেন। আপনার বন্ধুরা যদি কোন পোস্ট করে তাতে আপনিও লাইক করে তাদেরকে উৎসাহ দিতে পারেন। আপনার ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের বাইরে ব্যবহারকারীদের পোস্টেও আপনি লাইক করতে পারেন।লাইক করার জন্য পোষ্টের নিচে একটি লাইক বাটন থাকে। লাইক বাটনে ক্লিক করলেই আপনার করা পোস্টটি বা আপনার বন্ধুর করা পোস্টটি লাইক হয়ে যাবে। আপনি যদি আন লাইক করতে চান তাহলে দ্বিতীয়বার ক্লিক করে আর লাইক বা লাইক ক্যান্সেল করতে পারেন করতে পারেন।


৮. Comment (মন্তব্য)


আপনি যদি কোন পোস্ট করেন তাহলে আপনার বন্ধুরা ও অন্য ফেসবুক ব্যবহারকারীরা তাতে মন্তব্য করতে পারবেন। আপনার পোস্টের ভালো মন্দ দোষ গুণ নিয়ে তারা সমালোচনা করতে পারবেন। কোন ফেসবুক ব্যবহারকারী যদি একটি পোস্টে মন্তব্য করে তাহলে আরেকজন ব্যবহারকারী সহজে সে মন্তব্যের জবাব দিতে পারবেন। আপনার বন্ধুরা বা অন্য ফেসবুক ব্যবহারকারীরা যদি কোন পোস্ট করে তাহলে আপনি সেই পোস্টে সহজেই মন্তব্য করে তার পোস্টের দোষ গুণ নিয়ে সমালোচনা  করতে পারবেন। কোন পোস্টে মন্তব্য করার জন্য পোস্টের নিচে একটি Comment Option বা মন্তব্য অপশন থাকে। সে মন্তব্য অপশনে ক্লিক করে সহজেই ফেসবুক ব্যবহারকারীগণ post সম্পর্কে মন্তব্য করতে পারবেন।

৯. Share (ভাগ করা) 


আপনি যদি কোন পোস্ট করেন সেটি যদি আপনার বন্ধুদের কাছে বা ফেসবুক ব্যবহারকারীদের কাছে পছন্দ হয়। এবং সেই পোস্টে যদি কোন শিক্ষামূলক বা উপকারী এমন কোন কনটেন্ট থাকে তাহলে ফেসবুক ব্যবহারকারীগণ বা আপনার বন্ধুরা তা অন্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে পারবে।

 এবং আপনার বন্ধুরা ও অন্য ফেসবুক ব্যবহারকারীরা যদি কোন পোস্ট করে এবং সেই পোস্ট যদি আপনার পছন্দ হয় তাহলে সেই পোস্টটি আপনি সহজে আপনার বন্ধুদের কাছে বা ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে পারবেন। বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীদের কাছে যে কোন পোস্ট শেয়ার করার জন্য পোস্ট এর নিচে একটি শেয়ার বাটন আছে। শেয়ার বাটনে ক্লিক করে খুবই সহজে যে কোন পোস্ট শেয়ার করে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিতে পারে।

১০. Edit & delete (সংশোধন এবং মুছে দেওয়া)

 কোন ফেসবুক ব্যবহারকারী পোস্ট করার সময় যদি কোন ভুল করে তাহলে সেই পোস্টটি সহজে সংশোধন করতে পারবে। কোন ব্যবহারকারী যদি ভুল কমেন্ট করে সেটি সংশোধন করতে পারবে।

(ডিলিট)

কোন ব্যবহারকারী যদি পোস্ট করে এবং সেটি যদি মুছে দিতে  চায় তাহলে তা সহজে মুছে দিতে পারবে। পোস্টে যদি কোন মন্তব্য করে তাহলে ব্যবহারকারী সেটি মুছে দিতে পারবে। 


১০.প্রোফাইল লক


প্রোফাইল লক হচ্ছে ফেসবুক ব্যবহারকারী তার নিজের প্রোফাইল লক করে দেওয়া। একজন ব্যবহারকারী যদি চান তার ফেসবুক প্রোফাইল লক করতে পারেন। ফেসবুক প্রোফাইল যদি লক করা হয় তাহলে ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হবে কিন্তু আরেকজন ব্যবহারকারী সেই প্রোফাইলে প্রবেশ করতে পারবে না। লক করা ফেসবুক প্রোফাইলে শুধু ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুরা প্রবেশ করতে পারে।

 এছাড়া ফেসবুকের আরো অনেক প্রকারের দিক রয়েছে। যেগুলো ব্যবহার করে মানুষ তার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে।


আপনার আরো প্রয়োজনীয় বিষয় দেখুনঃ 👇👇👇


জিমেইল অ্যাকাউন্ট তৈরি/Gmail account create


জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change 


নগদ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম


জিমেইল কি? জিমেইল পরিচিতি ও প্রয়োজনীয়তা এবং ব্যবহার 


নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম


বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম 


নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম 


bKash/বিকাশ এজেন্ট একাউন্ট খোলার জন্য করনীয়




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post