আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

bKash/বিকাশ দিয়ে মোবাইল রিচার্জ করার পদ্ধতি

bKash/বিকাশ দিয়ে মোবাইল রিচার্জ করার পদ্ধতি

জরুরি মুহূর্তে আপনার মোবাইলে কল কেটে যায়। আপনার মোবাইলে ব্যালেন্স শেষ কিন্তু কথা বলা খুবই জরুরী। এই মুহূর্তে রিচার্জ করার খুবই দরকারি কিন্তু আশেপাশে কোন দোকান পাচ্ছেননা মোবাইল রিচার্জ করার জন্য খুবই সমস্যা।  সমস্যা সমাধান করার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি সহজে আপনার মোবাইল নম্বরে রিচার্জ করতে পারবেন। এবং বিকাশ অ্যাপ থেকে আপনি বিভিন্ন রকমের অফার বাছাই করে সেগুলো উপভোগ করতে পারবে। বিভিন্ন অফার থেকে ক্যাশব্যাক ও পাবেন। বিকাশের মাধ্যমে কিভাবে মোবাইল রিচার্জ করবেন এবং অফার উপভোগ করবেন তা নিচে দেওয়া হলো। শুধু অ্যাপ থেকে নয় আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে বা বিকাশ অ্যাপ ওপেন করা না থাকে তাহলেও কোড ব্যবহার করে আপনি মোবাইল রিচার্জ সম্পন্ন করতে পারবেন। মোবাইল রিচার্জ শুরু করার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপ লগইন করুন। বিকাশ অ্যাপ লগইন করার পর (১ধাপ)


মোবাইল রিচার্জ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর দিন এবং তীর বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর অপারেটর নির্বাচন করুন। আপনি যে নম্বরে রিচার্জ করতে চান তা নির্বাচন করুন। এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি, স্কিটো, টেলিটক যে নম্বরে রিচার্জ করতে চান।(২ধাপ)

অপারেটর দেওয়ার পর অ্যামাউন্ট দেওয়ার অপশন। এখানে আপনি আপনার রিচার্জের টাকার পরিমান দিন, আপনি যে পরিমাণ টাকা রিচার্জ করতে চান বা যে পরিমাণ টাকা অনুযায়ী অফার কিনতে চান সে পরিমাণ টাকা দিন। এরপর উপরে বাম পাশে অফার দেখুন বাটন এ ক্লিক করুন। এখানে আপনি আপনার টাকার পরিমান অফার দেখতে পাবেন। এরপর আপনি আরো অফার দেখতে পারবেন। উপরের অফার মেনু থেকে আপনি যে অফার দেখতে চান ইন্টারনেট, মিনিট,কলরেট,বান্ডেল,মাই অফার একটিতে ক্লিক করে আপনার অফার দেখুন। অফার পছন্দ হলে অফারের উপর ক্লিক করুন। (৩ ধাপ)

অফারে ক্লিক করার পর  আপনার অফারের তথ্য দেখাচ্ছে। এরপর আপনার পিন নম্বর দিন এবং তীরে ক্লিক করুন এখানে আপনার রিচার্জের সকল তথ্য দেখাচ্ছে রিচার্জ সফল করতে নিচের লাল বাটনে ট্যাপ করে ধরে রাখুন। রিচার্জ সফল হয়েছে  । আপনি যদি কোনও অফার ছাড়া সরাসরি রিচার্জ করতে চান তাহলে(৪ ধাপ)

আপনার এমাউন্ট দিন এরপর তীরে ক্লিক করুন। এখন আপনার বিকাশ পিন নম্বর দিন এবং তীর বাটনে ক্লিক করুন। এরপর মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনার রিচার্জ সফল হয়েছে দেখতে পাবেন।

বিকাশের USSD কোড দিয়ে মোবাইল রিচার্জ করার নিয়ম 

যাদের কাছে স্মার্টফোন নেই কিন্তু নরমাল মোবাইল আছে এবং বিকাশ একাউন্ট খোলা আছে তারা নিচের ধাপ অনুসরণ করে মোবাইল রিচার্জ করুন। (১ ধাপ )

প্রথমে আপনার মোবাইলের ডায়ালে লিখুন(*247#) এবং কল বাটন চাপুন। এরপর মেনুবার থেকে mobile recharge বেছে নিতে 3 দিয়ে Send করুন। আপনি কোন নম্বরে রিচার্জ করতে চান তা বাছাই করে নিন। আমি রবি রিচার্জ করে দেখাচ্ছি।রবি রিচার্জ করার জন্য  1 দিয়ে Send করুন ।(২ধাপ)

এরপর মেনুবার থেকে আপনার সিম টি prepaid নাকি postpaid  তা বাছাই করুন। 1  Prepaid বাছাই করে Send করুন। এরপর Enter Robi Mobile no. আপনি যে রবি মোবাইল নম্বরে রিচার্জ করতে চান সেই নম্বরটি দিন এবং Send করুন। এখন আপনি যে পরিমাণ টাকা রিচার্জ করতে চান তা দিয়ে Send করুন।(৩ ধাপ)

এরপর Enter Menu PIN to Confirm মোবাইল রিচার্জ সফল করার জন্য আপনার বিকাশ পিন নম্বর দিন এবং Send করুন। এখন বলছে please wait for confirmation, মোবাইল রিচার্জ সফল হয়েছে কিনা তার জন্য অপেক্ষা করুন। এরপর আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন। মেসেজের মাধ্যমে  আপনার মোবাইলে রিচার্জ সফল হয়েছে তা জানতে পারবেন। 

( সতর্কতা ) 

বিকাশ পিন নম্বর ও ওটিপি কাওকে দিবেন না। বিকাশ লেনদেন করার সময় ভালো করে নম্বর দেখে তার পর Send করুন। 


আরো প্রয়োজনীয় বিষয়।👇👇👇


bKash/বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম


Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম


 জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান 


জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন











Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post