নগদ একাউন্টের পিন নম্বর পরিবর্তন করার নিয়ম
অনেকে নগদ একাউন্ট ব্যবহার করেন নগদ একাউন্ট খোলেছেন দোকান থেকে বা অন্য কাউকে দিয়ে। অনেক দিন হলো ব্যবহার করছেন কিন্তু পিন নম্বর পরিবর্তন করেননি বা আপনি করতে পারছেন না। দীর্ঘদিন একই পিন নম্বর ব্যবহার করা সমস্যার কারন হতে পারে বা আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। কিছুদিন পরপর আপনার নগদ একাউন্টের পিন নম্বর পরিবর্তন করা উচিত। তাই আপনার নগদ একাউন্টের পিন নম্বর পরিবর্তন করুন। আপনার নগদ একাউন্টের পিন নম্বর পরিবর্তন করার আগে আপনার নতুন পিন নম্বর খাতায় লিখে রাখুন। কারন আপনার পিন নম্বর আপনি ভুলে যেতে পারেন। আপনার পিন নম্বর পরিবর্তন করার জন্য সিরিয়াল ভাবে এরকম পিন নম্বর দিবেন না (1234)। এভাবে আপনার পিন নম্বর দিলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে সহজেই। আপনার পিন নম্বর দেওয়ার সময় শূন্য দিয়ে পিন নম্বর দিবেন না। অবশ্যই ৪ ডিজিটের পিন নম্বর (9274)এভাবে দিবেন। এভাবে দিলে আপনার পিন নম্বর শক্তিশালী একটি পিন নম্বর হবে। আপনার পিন নম্বর কিভাবে পরিবর্তন করবেন অ্যাপ দিয়ে এবং *167# USSD কোড ব্যবহার করে তা নিচের ধাপ অনুসরণ করে জানতে পারবেন। নিচের ধাপ অনুসরণ করে সহজে আপনার পিন নম্বর পরিবর্তন করুন। (১ ধাপ)
Nagad/নগদ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম |
অ্যাপ দিয়ে নগদের পিন নম্বর পরিবর্তন করতে প্রথমে আপনার নগদ পিন নম্বর দিয়ে আপনার নগদ অ্যাপ লগইন করুন। নগদ অ্যাপে লগইন করার পর একদম নিচে ডান পাশে (আমার নগদ) আইকন দেখতে পাচ্ছেন এখন আমার নগদ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর মেনুবার থেকে পিন পরিবর্তন অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর পরবর্তী ধাপ।(২ধাপ)
Nagad/নগদ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম |
এখন প্রথমে আপনি যে পিন নম্বর দিয়ে টাকা লেনদেন করছেন সেই পিন নম্বর দিন।এরপর ৪ র নতুন কোড আগে খাতায় লিখে রাখুন। খাতায় লেখার পর ৪ সংখ্যার নতুন কোড (নতুন পিন) লেখার এখানে দিন। এরপর আবার (নতুন পিন) (পুনরায়) এখানে আপনি নতুন পিন আবার লিখুন। নতুন পিন নম্বর সঠিকভাবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন (সফল )পিন নম্বর পরিবর্তন সফল। আপনার পিন নম্বর পরিবর্তন সফল হয়েছে। এখন পরবর্তী বাটনে ক্লিক করে আপনার হোমে ফিরে আসুন।
বাটন মোবাইলে *167# ডায়াল করে নগদ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম ।
অনেক মানুষ স্মার্টফোন ব্যবহার করেন না বাটন মোবাইল ব্যবহার করেন। বাটন মোবাইল দিয়ে নগদে লেনদেন করেন। দীর্ঘদিন ধরে নগদে একই পিন নম্বর ব্যবহার করছেন। আপনি পরিবর্তন করছেন না বা আপনি জানেন না। আপনি যদি না জানেন তাহলে আপনার নগদ পিন নম্বর পরিবর্তন করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)
Nagad/নগদ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম |
আপনার নগদ পিন নম্বর পরিবর্তন করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়ালে যান। এবং টাইপ করুন *167# টাইপ করার পর Call বাটনে ক্লিক করুন। এরপর মেনুবার থেকে বেছে নিন।
(Nagad)
1.Cash Out
2.Send Money
3.Mobile Recharge
4.Payment
5.Bill Pay
6.EMI Payment
7.My Nagad
8.PIN Reset (পিন পরিবর্তন)
এখন আপনি নগদ পিন নম্বর পরিবর্তন করার জন্য 8 নম্বর অপশন বেছে নিন। আপনি (8) নম্বর দিয়ে Send বাটনে ক্লিক করুন। এরপর অপশন আসলো,
1. Forgot PIN
2.Change PIN (পিন পরিবর্তন)
0.Main Menu
এখন আপনি পিন পরিবর্তন করার জন্য 2 নম্বর অপশন বেছে নিন। 2 দিয়ে Send করুন এবং পরবর্তী অপশনে যান।( 2 ধাপ )
Nagad/নগদ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম |
এখন অপশন আসছে Enter Current PIN, অর্থাৎ আপনি বর্তমানে যে পিন নম্বর দিয়ে টাকা লেনদেন করতেছেন সেই ৪ ডিজিটের পিন নম্বরটি দিন। আপনার বর্তমান পিন নম্বর দিয়ে Send করুন। এখন Enter New PIN, এখন আপনাকে নতুন পিন দেওয়ার জন্য বলা হচ্ছে। নতুন পিন খাতায় লিখে রাখুন। ৪ ডিজিটের নতুন পিন নম্বর দিয়ে Send করুন। সেন্ড করার পর, Confirm New PIN, অর্থাৎ আপনি যে নতুন পিন নম্বর দিয়েছেন তা আবার নিশ্চিত করুন। নতুন পিন নম্বর আবার দিয়ে Send বাটন ক্লিক করুন। Send বাটনে ক্লিক করার পর PIN Changed, এরপর Send বাটন ক্লিক করে কাজ শেষ করুন।
মনে রাখবেন আপনি নগদ একাউন্টে লেনদেন করার সময় ভুলক্রমে আগের পিন নম্বর দিবেন না যদি দেন তাহলে তিনবারের পরে আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেলে আপনার একাউন্টের পিন নম্বর রিসেট করতে হবে।
👇👇👇
নগদে ক্যাশ আউট বা টাকা তোলার নিয়ম
নগদে মোবাইল রিচার্জ করার নিয়ম
বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম
Post a Comment