ফেসবুক একাউন্ট খোলার নিয়ম/Facebook Account create |
Facebook কি?
ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক সম্পর্কে কমবেশ সকলেই পরিচিত। অনেকে ফেসবুক ব্যবহার করছেন বা অনেকে ফেসবুক নাম শুনেছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করার জন্য একটি অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করতে হয়।অনেকে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল নিজে খুলতে না পারলে অন্যকে দিয়ে খুলেন।
এখন আপনি যদি ফেসবুক একাউন্ট বা প্রোফাইল তৈরি করতে না পারেন তাহলে এই পোস্টটি আপনার জন্য facebook একাউন্ট তৈরি করার জন্য সহায়ক হবে। আপনি খুবই সহজে আপনার স্মার্টফোন দিয়ে ফেসবুক একাউন্ট তৈরি বা প্রোফাইল তৈরি করতে পারবেন। এই পোস্ট থেকে জানতে পারবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করবেন কিভাবে আপনার একটি ইমেজ প্রোফাইলে যোগ করবেন যাতে আপনার বন্ধুরা সহজে আপনাকে চিনতে পাই । এবং আপনার আরো তথ্য কিভাবে প্রোফাইলে যোগ করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। কিভাবে ফ্রেন্ড খুঁজে নিবেন এবং যোগ করবেন।তা বিস্তারিত জানতে পারবেন এই পোস্ট থেকে। (১ ধাপ)
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম/Facebook Account create |
আপনার ডিভাইসে যদি ফেসবুক অ্যাপ থাকে তাহলে সরাসরি ওপেন করুন। আর যদি ফেসবুক অ্যাপ না থাকে তাহলে ফেসবুক একাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপ ওপেন করুন। এরপর সার্চ বারে লিখুন Facebook এরপর সার্চ দিন। Facebook লেখায় ক্লিক করুন ক্লিক করার পর ফেসবুক অ্যাপ আসবে, এরপর install লেখায় ক্লিক করুন। আপনার ফেসবুক অ্যাপ টি ইনস্টল হলে Open লেখায় ক্লিক করুন। আপনার ফেসবুক অ্যাপটি Open হবে। অথবা এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড অপশনে যান। এরপর
(নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন)
লেখায় ক্লিক করুন।(২ ধাপ)
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম/Facebook Account create |
এখন Next বাটনে ক্লিক করুন। Allow Facebook to access your contacts?
এখানে (Allow) বাটনে ক্লিক করুন।
আবার Allow Facebook to make and manage phone calls? এখানেও Allow বাটনে ক্লিক করুন।
এখন আসছে what's your name আপনার নাম কি?
এখন আপনি যে নামে ফেসবুক একাউন্ট তৈরি করতে চান সেই নামটি দিন। প্রথমে (first name নামের প্রথম অংশ) এরপর
( last name নামের শেষ অংশ) দিয়ে Next বাটনে ক্লিক করুন।(৩ ধাপ)
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম/Facebook Account create |
এখন আপনার জন্ম তারিখ দিন আইডি কার্ড অনুযায়ী বা আপনার প্রয়োজন ইচ্ছে অনুযায়ী। আপনার জন্ম তারিখ দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন। এরপর
আপনার লিঙ্গ কি?
এখন আপনার লিঙ্গ বাছাই করুন Next বাটনে ক্লিক করুন। এরপর আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিন Next বাটনে ক্লিক করুন। এখন (Choose a password) আপনার ফেসবুক একাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডটি কমপক্ষে ছয় সংখ্যার হতে হবে। পাসওয়ার্ড দেওয়ার আগে পাসওয়ার্ডটি লিখে রাখুন ভবিষ্যৎ লগইন প্রয়োজনে কাজে লাগবে। শক্তিশালী একটি পাসওয়ার্ড দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন।(৪ ধাপ)
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম/Facebook Account create |
এখন আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য Sign up বাটনে ক্লিক করুন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার একাউন্ট তৈরি হচ্ছে। এখন বলা হচ্ছে আপনি কি আপনার তথ্য সেভ করতে চান?
আপনার তথ্য যদি সেভ করেন তাহলে পরবর্তীতে আপনার ফেসবুক একাউন্ট এক ক্লিকে লগইন করতে পারবেন। সেভ করার জন্য Save password বাটনে ক্লিক করুন।আর সেভ করতে না চাইলে Not Now বাটনে ক্লিক করুন। এখন আপনার দেওয়া মোবাইল নাম্বারে এসএমএস কোড আসবে আপনার মোবাইল নাম্বার যাচাই করার জন্য আপনার মোবাইল নাম্বারে কোড আসার পর।(৫ ধাপ)
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম/Facebook Account create |
আপনার মোবাইলে আসা ভেরিফিকেশন কোড দিয়ে (Confirm) বাটনে ক্লিক করুন। এখন আপনার ফেসবুক প্রোফাইলের জন্য একটি ছবি বাছাই করুন আপনার মোবাইল থেকে। এই ছবিটি ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত হবে এবং এটি দিয়ে সহজে লোকজন আপনাকে চিনতে পারবে। আপনি যদি প্রোফাইল ছবি যোগ করতে না চান তাহলে নিচে স্কিপ বাটনে ক্লিক করুন। আর যদি আপনি প্রোফাইল ছবি যোগ করতে চান তাহলে নিচের Add Picture বাটনে ক্লিক করুন।
ফেসবুককে আপনার ডিভাইসে ফটো এবং মিডিয়া অ্যাক্সেস করার অনুমতি দেবেন?
এখানে আপনি (Allow) বাটনে ক্লিক করুন। Allow বাটনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি বাছাই করুন। ছবি বাছাই করার পর আপনার প্রোফাইলে দেখা যাবে done বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলে ছবি সংযুক্ত করুন। আর যদি আরেকটি পরিবর্তন করতে চান তাহলে (change picture) বাটনে ক্লিক করুন।(৬ ধাপ)
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম/Facebook Account create |
এরপর (Turn on) বাটনে ক্লিক করুন। আপনার Facebook একাউন্ট এখন সম্পূর্ণ তৈরি হয়েছে।
প্রোফাইল তৈরি করার পর বন্ধু যোগ করুন
ফেসবুক প্রোফাইলে বন্ধু যোগ করার জন্য আপনার প্রোফাইলে উপরে মেনু বারে ক্লিক করুন। এরপর (Find Friend) লেখায় ক্লিক করুন। এরপর (৭ ধাপ)
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম/Facebook Account create |
এখন সার্চ বাড়ে আপনার চিনা জানা একটি নাম লিখুন এবং সার্চ দিন। নিচে আপনার সার্চ দেওয়া নামের তালিকা দেখতে পাবেন। আপনার সার্চ দেওয়া নামের মধ্যে ক্লিক করুন।এরপর আপনার পরিচিত ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল দেখতে পাবেন। পরিচিত ফেসবুক ব্যবহারকারীদের আপনার ফ্রেন্ডলিস্টে যোগ করতে (Add Friend) লেখায় ক্লিক করুন আপনার বন্ধু যোগ হবে।
প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে 👇👇👇
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয় কি
জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা
জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত বিষয়
আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি?
মৃত্যু নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
Post a Comment