বিকাশ সেভিংস একাউন্ট বাতিল করার নিয়ম। আপনারা যারা বিকাশে সেভিংস একাউন্ট খুলেছেন তারা বিভিন্ন মেয়াদে এই সেভিংস একাউন্ট খুলেছেন। কেউ কেউ দুই বছর পাঁচ বছর এরকম মেয়াদের, মাসিক জমা খিস্তি 500-1000 বা তার চেয়ে বেশি। আপনার সেভিংস একাউন্টে কিছু টাকা সঞ্চয় হয়েছে। সেভিংস একাউন্ট খুলেছেন মাত্র কিছুদিন হয়েছে, আপনার সেভিংস একাউন্টে কিছু টাকা সঞ্চয় হয়েছে। কিন্তু আপনি কোন প্রয়োজনে এই সেভিংস একাউন্ট বাতিল করে ওই টাকা নিতে চান। আপনার এই সেভিংস একাউন্ট থেকে টাকা তোলা খুবই প্রয়োজন। আপনার এই সেভিংস একাউন্টের এখনো পূর্ণ মেয়াদ হয়নি কিন্তু আপনার টাকার প্রয়োজন তাই আপনি এই সেভিংস একাউন্ট বাতিল করতে চান। আপনি খুব সহজে আপনার এই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আপনার সেভিংস একাউন্টের মেয়াদ যদি তিন মাস পার হয় তাহলে আপনার জমানো টাকা আপনি সহজেই তুলতে পারবেন। কিন্তু তিন মাস পার না হলে আপনার সেভিংস থেকে টাকা তুলতে পারবেন না। আপনার এই সেভিংস একাউন্টের টাকা দুই দিনের মধ্যে আপনার বিকাশ একাউন্টে ফিরিয়ে দেবে। কিভাবে আপনার সেভিংস একাউন্টের টাকা তুলবেন।(১ ধাপ)
আপনার বিকাশের সেভিংস বাতিল করার জন্য, প্রথমে আপনার বিকাশ অ্যাপ লগইন করুন। এরপর সেভিংস আইকনে ক্লিক করুন। এখানে আপনার জমানো টাকার বিতরণ দেখতে পাবেন, এই লেখার উপর ক্লিক করুন। এরপর আপনার জমানো টাকা লাভ সহ দেখতে পাবেন। এখানে একটু নিচে দেখতে পাবেন,
জমা হিসাব দেখুন
সেভিংস বাতিল
আপনি যদি আপনার জমানো টাকার বিস্তারিত হিসাব দেখতে চান তাহলে (জমা হিসাব দেখুন) বাটনে ক্লিক করুন। এরপর নিচে ( সেভিংস বাতিল) বাটনে ক্লিক করুন।(২ ধাপ)
আপনি যদি আপনার সেভিংসের নির্দিষ্ট মেয়াদ না হওয়ার আগে যদি আপনার সেটিংস একাউন্ট বাতিল করতে চান তাহলে আপনার সেভিংস একাউন্টে যে মুনাফা যোগ হয়েছে তা আপনি পাবেন না, আপনি শুধু আপনার মূল টাকাটা পাবেন।
এখানে আপনার সেভিংস একাউন্টের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এখন নিচের দিকে দেখতে পাবেন
(নিশ্চিত করুন) বাটন , এই বাটনে ক্লিক করুন। এখন আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিন। এরপর
সেভিংস বাতিল নিশ্চিত করুন
নিচে দেখতে পাবেন
(সেভিংস বাতিল করতে ট্যাপ করে ধরে রাখুন) বাটনে ট্যাপ করে ধরে রাখুন।(৩ ধাপ)
এখন এসেছে আপনার সেভিংস বাতিল রিকোয়েস্ট করা হয়েছে।দেখুন এখানে বলা হয়েছে,
আপনার প্রত্যাশিত টাকার এমাউন্ট আপনার বিকাশ একাউন্টে দুই কার্য দিবসের মধ্যে যোগ হয়ে যাবে। পরবর্তীতে আপনার ব্যালেন্স চেক করুন।
এছাড়াও মেসেজের মাধ্যমে বলা হচ্ছে,
প্রিয় গ্রাহক আপনার IDLC DPS A/C 0161. এর মেয়াদপূর্ব অবসায়নের অনুরোধ আগামী ২ কর্ম দিবসের মধ্যে সম্পন্ন হবে।
আপনার সেভিংস একাউন্টে জমানো টাকা দুই দিনের মধ্যে আপনার বিকাশ একাউন্টে জমা হয়ে যাবে। এবং ম্যাসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সেভিংস একাউন্ট এর টাকা আপনার বিকাশ একাউন্টে যোগ হয়েছে।
দেখুন👇👇👇
ফেসবুক একাউন্টে বিভিন্ন তথ্য যোগ করা
ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড রিকভারি
Post a Comment