আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

bKash/বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম

bKash/বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম

বর্তমান যুগে অনলাইনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম খুবই সহজে করা যায়। এখন মানুষ সহজেই ঘরে বসে টাকা লেনদেন করতে পারে। টাকা লেনদেন করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে । বিকাশ মোবাইল ব্যাংকিং তার মধ্যে একটি সেবা এই বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা পাঠাবেন কিভাবে তা ছবির নির্দেশনা অনুসরণ করে জানতে পারবেন। বিকাশের মাধ্যমে মাসে ২৫ হাজার টাকা লিমিট পর্যন্ত সেন্ড মানি  চার্জ ৫ টাকা। মাসে ২৫ হাজার টাকার উপরে সেন্ড মানি করলে প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ প্রযোজ্য। আপনি যদি ১০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করেন অ্যাপ এ অথবা USSD ব্যবহার করে তাহলে কোন ফি লাগবেনা, আর যদি ১০০ টাকার উপরে, ১০১.০০ টাকা হয় তাহলে ৫ টাকা সেন্ড মানি ফি কাটা হবে। আপনি চাইলে বিকাশের মাধ্যমে মাসে ২৫ হাজার টাকা ফ্রি সেন্ড  মানি করতে পারবেন পাঁচটি প্রিয় নম্বরে। প্রিয় নম্বর কিভাবে যোগ করবেন তা এই পোস্ট থেকে জানতে পারবেন।

(Transaction limit)

  •  এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন দৈনিক ১০ টি , ৩০,০০০ টাকা পর্যন্ত।
  • এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন মাসে ১০০ টি, ২ লক্ষ টাকা পর্যন্ত লিমিট।
  • সেন্ড মানি করতে পারবেন দৈনিক ৫০ টি, ২৫ হাজার টাকা পর্যন্ত লিমিট।
  • সেন্ড মানি করতে পারবেন মাসে ১০০ টি, ২ লক্ষ টাকা পর্যন্ত লিমিট।

বিকাশের   মাধ্যমে সেন্ড মানি করার জন্য প্রথম ধাপ।(১ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

টাকা পাঠানোর জন্য আপনার বিকাশ অ্যাপ ইন্সটল করে ওপেন করুন। ইন্সটল করার পর লগ ইন বাটনে ক্লিক করুন এবং আপনার অ্যাকাউন্ট নম্বর দিন। দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করুন পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নম্বরে ওটিপি আসবে। ওটিপি আসলে Allow বাটনে ক্লিক করুন। Allow বাটনে ক্লিক করার পর পরবর্তী অপশন।(২ ধাপ)

এলাও বাটনে ক্লিক করার পর আপনার কোড অটোমেটিক নিয়ে নেবে। কোড অটোমেটিক নেওয়ার পর কনফার্ম করুন বাটনে ক্লিক করুন। এবং আপনার পিন নম্বর দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন। আপনার অ্যাপ ওপেন হয়েছে। আপনার অ্যাকাউন্ট চেক করুন। আপনার একাউন্ট চেক করার জন্য উপরে ব্যালেন্স দেখুন এ ক্লিক করুন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে  পাবেন ।(৩ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

সেন্ড মানি শুরু করার জন্য সেন্ড মানি লেখা আইকনে ক্লিক করুন। এরপর আপনি যে বিকাশ নম্বরে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নম্বরটি দিন এবং তীর বাটনে ক্লিক করুন। এরপর টাকার পরিমান দিন। টাকার পরিমান দেওয়ার পর তীর বাটনে ক্লিক করুন।(৪ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

এখন আপনার টাকা এবং ফি দেখানো হচ্ছে সর্বমোট অ্যামাউন্ট দেখানো হচ্ছে আপনার পিন নম্বর দিন এবং তীর বাটনে ক্লিক করুন। আপনার সর্বমোট সেন্ড মানি দেখাচ্ছে এবং আপনার নতুন ব্যালেন্স দেখানো হচ্ছে। সেন্ড মানি সম্পন্ন করতে নিচে লাল বাটন এ ট্যাপ করে ধরে রাখুন। আপনার সেন্ড মানি সফল হয়েছে। এখানে আপনার সেন্ড মানি করার সময় ট্রানজেকশন আইডি সর্বমোট ব্যালেন্স এবং নতুন ব্যালেন্স দেখানো হচ্ছে নিচে হোমে ফিরে যান বাটনে ক্লিক করলে আপনার হোমে চলে আসবে।

কোন প্রকার চার্জ ছাড়াই  ফ্রি সেন্ড মানি করুন বিকাশ অ্যাপ দিয়ে।

ফ্রি সেন্ড মানি করার নিয়ম জানতে পোস্টটি ভালো করে পড়ুন এবং ধাপে ধাপে অনুসরণ করে ফ্রি সেন্ড মানি করুন। ফ্রি সেন্ড মানি মাসে ২৫০০০ টাকা পর্যন্ত করতে পারবেন পাঁচটি প্রিয় নম্বরে প্রিয় নম্বর কিভাবে সেট করবেন।(১ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

ফ্রি সেন্ড মানি করার জন্য সেন্ড মানি  আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন ফ্রি সেন্ড মানি  জন্য ট্যাপ করুন বাটনে ক্লিক করুন। এরপর দেখতে পাবেন নিচে যোগ করুন  বাটন বাটনটিতে ক্লিক করুন।(২ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

ক্লিক করার পর(প্রিয় নম্বর যোগ করতে নিচের যে কোন অপশন বেছে নিন) এখানে আপনি  নম্বরটিতে ফ্রি টাকা পাঠাতে চান সেই নম্বরটি এখানে দিন। নম্বরটি দেওয়ার পর তীর বাটনে ক্লিক করুন। এরপর (প্রিয় নম্বর যোগ করতে নিচের তথ্য দিন) এখানে আপনি যার নম্বরে ফ্রি টাকা পাঠাতে চান তার নাম দিয়ে সেভ করতে পারেন। নাম দেওয়ার পর  তীর বাটনে ক্লিক করুন। এরপর আপনার পিন নম্বর দিয়ে প্রিয় নম্বর যোগ করুন। আপনি এভাবে মাসে পাঁচটি প্রিয় নম্বর যোগ করতে পারবেন। আপনি যদি নতুন প্রিয় নম্বর যোগ করতে চান তাহলে আগের প্রিয় নম্বর মুছে দিতে হবে।

USSD কোড দিয়ে সেন্ড মানি করার নিয়ম। এবং USSD কোড দিয়ে প্রিয় নম্বর যোগ করে ফ্রি সেন্ড মানি করুন। 

USSD কোড দিয়ে সেন্ড মানি করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়ালে যান এবং টাইপ করুন ( *247# )। এরপর ছবির নির্দেশনা অনুযায়ী সেন্ড মানি করুন। (১ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

প্রথমে ডায়াল প্যাড এ গিয়ে টাইপ করুন *247# এবং কল বাটন চাপুন। এরপর মেনুবার থেকে send money অপশন বেছে নেওয়ার জন্য নিচে ক্লিক করে 1 চাপুন। এরপর send বাটনে ক্লিক করুন। এরপর Enter receiver Bkash account no. এখানে আপনি যে মোবাইল নম্বরে টাকা পাঠাতে চান সেই নম্বরটি দিন। এরপর send বাটন চাপুন।(২ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

এরপর Enter amount আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান তা এখানে দিন দেওয়ার পর send বাটনে ক্লিক করুন। Send দেওয়ার পর  Enter reference এখানে আপনি 1 দিয়ে Send  করুন। এরপর Enter Menu PIN to Confirm . এখন টাকা পাঠানো সম্পন্ন করতে আপনার  ৫ সংখ্যার বিকাশ পিন নম্বর দিন এবং Send বাটনে ক্লিক করুন। এরপর লেখা আসবে send money successful, এখানে আপনার সেন্ড মানি ফি এবং ট্রানজেকশন আইডি সহ আপনার বর্তমান ব্যালেন্স দেখানো হবে।

USSD কোড দিয়ে ফ্রি সেন্ড মানি করার নিয়ম। 

ফ্রি সেন্ড মানি করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

ফ্রি সেন্ড মানি করার জন্য ডায়ালে লিখুন *247# এবং call বাটনে ক্লিক করুন। এরপর মেনুবার থেকে 9 নির্বাচন করুন এবং Send বাটনে ক্লিক করুন। এরপর নম্বর 4 দিয়ে Send করুন।(২ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

1 অপশনে Add priyo  number নিচে 1 লিখে Send করুন। এরপর অপশন Send money 1 দিয়ে Send করুন। Enter customer bKash account no. এখানে আপনি যে নম্বরটি প্রিয় নম্বর যোগ করতে চান সেই নম্বরটি দিন। নম্বরটি দেওয়ার পর Send  করুন।(৩ ধাপ)

বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

 প্রিয় নম্বর নাম দিয়ে সেভ করুন। নাম দিয়ে Send দিন। এরপর প্রিয় নম্বর যোগ করার জন্য আপনার বিকাশ পিন নম্বর দিন এবং Send করুন। এরপর  আসবে congratulation আপনার প্রিয় নম্বর যোগ করা হয়েছে। 

মাসে পাঁচটি প্রিয় নম্বর যোগ করতে পারেন। আগের গুলো ডিলিট করে পুনরায় প্রিয় নম্বর যোগ করতে পারেন। 

(প্রিয় নম্বর ডিলিট করার নিয়ম) 

অ্যাপ থেকে প্রিয় নম্বর ডিলিট করার জন্য অনুসরণ করুন। (১ ধাপ)


বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

প্রিয় নম্বর ডিলিট করার জন্য প্রথমে সেন্ড মানি অপশনে ক্লিক করুন। এরপর ফ্রি সেন্ড মানির জন্য ট্যাপ করুন লেখায় ক্লিক করুন। নিচে যোগ করুন বাটনে ক্লিক করে প্রিয় নম্বর যোগ করতে পারবেন। প্রিয় নম্বর ডিলিট করার জন্য নম্বরের পাশে ডিলিট বা বাদ দিন লেখায় ক্লিক করুন।(প্রিয় নম্বর বাদ দেওয়া নিশ্চিত করুন) 

অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি প্রিয় নম্বরটি বাদ দিতে চান। মনে রাখবেন যে আপনি একটি ক্যালেন্ডার মাসে পাঁচটির বেশি প্রিয় নাম্বার যোগ করতে পারবেন না। (হ্যাঁ) ক্লিক করলে প্রিয় নম্বর ডিলিট হয়ে যাবে। 

USSD( *274# ) কোড ব্যবহার করে প্রিয় নম্বর ডিলিট করুন সহজে।

প্রিয় নম্বর ডিলিট করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)


বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash /বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

প্রথমে ডায়াল করুন *247# এবং কল বাটন চাপুন। এরপর মেনু বার থেকে  9.My bKash এ প্রবেশ করার জন্য 9 দিয়ে send করুন। এরপর 4 . Priyo numbers (4) দিয়ে Send করুন। 1. Send money,(1)দিয়ে Send করুন।(২ ধাপ)



বিকাশে সেন্ড মানি করার নিয়ম, বিকাশে ফ্রি সেন্ড মানি করার নিয়ম, বিকাশ সেন্ড মানি, বিকাশ ফ্রী, বিকাশ প্রিয় নাম্বার, প্রিয় নম্বর যোগ করা, প্রিয় নম্বর ডিলিট করা,bKash free money, bKash free, Priyo number, Priyo no.Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
bKash/বিকাশে ফ্রী সেন্ড  মানি করার নিয়ম

এরপর 2. Remove priyo number.(2) দিয়ে Send করুন। এখন আপনার প্রিয় নম্বর দেখানো হবে। প্রিয় নম্বর দেখানোর পর আপনি যেই নম্বরটি ডিলিট করতে চান সেই নম্বরটি সিরিয়াল নম্বর টাইপ করে সেন্ড করুন। এরপর আপনার বিকাশ পিন নম্বর দিয়ে সেন্ড করলেই আপনার প্রিয় নম্বর successfully remove হবে।

(সতর্কতা) 

আপনার ওটিপি এবং পিন নম্বর কাউকে দিবেন না।

লেনদেন করার সময় নম্বরটি ভালো করে যাচাই করে দেখুন।



জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন


জাতীয় পরিচয় পত্রের জন্য ফি প্রদান 


রকেট একাউন্ট তৈরি


 

 


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post