নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম।
আপনার নগদ একাউন্ট আছে। আপনার নগদ একাউন্টে কেউ টাকা পাঠিয়েছে। ছাত্র-ছাত্রীদের টাকা এসেছে নগদ একাউন্টে। এখন কেউ টাকা পাঠিয়েছে আপনার কাছে কিন্তু মেসেজ না আসলেও টাকা এসেছে। এখন আপনার একাউন্টে টাকা এসেছে কিনা চেক করে দেখা দরকার। আপনি যদি কাউকে দিয়ে টাকা পাঠান বা ক্যাশ আউট করেন এরপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা প্রয়োজন। আপনি আপনার একাউন্ট চেক করতে পারেন না তাই অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা আছে দেখতে পাচ্ছেন না। আপনি স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু আপনার কাছে নগদ অ্যাপ নেই। নগদ অ্যাপে একাউন্ট ব্যালেন্স চেক করা খুবই সহজ। কিভাবে নগদ অ্যাপ ইন্সটল করে তারপর ওপেন করে আপনার নগদ একাউন্ট ব্যালেন্স চেক করবেন তা নিচের লেখা থেকে জানতে পারবেন। আর আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে তাহলে বাটন মোবাইল দিয়ে কিভাবে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করবেন তা দেখানো হলো। প্রথমে অ্যাপ দিয়ে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম দেখানো হলো। যে মোবাইলে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে চান সেই মোবাইলে আপনার নগদ একাউন্ট করা সিমটি অবশ্যই লাগানো থাকতে হবে(১ ধাপ )
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম |
নগদ অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে আপনার স্মার্ট ফোনে Play store App ওপেন করুন। অথবা এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড শুরু করুন। এরপর সার্চ বাড়ে লিখুন Nagad এরপর Nagad App লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর ইন্সটল অপশন আসলে install বাটন ক্লিক করুন। নগদ অ্যাপ ইনস্টল হওয়ার পর দেখবেন Open । Open এ ক্লিক করুন ক্লিক করার পর পরবর্তী ধাপ।(২ ধাপ )
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম |
ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর চাচ্ছে। প্রথমে ডান পাশে উপরে ভাষা বাছাই করার অপশন থেকে ভাষা বাছাই করুন। আপনি যদি বাংলায় প্রবেশ করতে চান তাহলে বাংলা আর ইংলিশে প্রবেশ করতে চাইলে ইংলিশ বাছাই করুন। এখন আপনি যে মোবাইল নম্বর দিয়ে নগদ একাউন্ট খোলে চেন সেই নম্বরটি দিন। এবং Login বাটনে ক্লিক করুন। এখন আসছে
(Nagad PIN)
আপনার ৪ ডিজিটের নগদ পিন নম্বর দিন এবং sign in বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নগদ একাউন্ট নম্বরে ওটিপি আসবে ওটিপি অটো নিবে। অটো নেওয়ার পর Verify বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নগদ অ্যাপ এ প্রবেশ করতে পারবেন। নগদ অ্যাপে প্রবেশ করার পরবর্তী অপশন। (৩ ধাপ)
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম |
এখন Continue বাটনে ক্লিক করুন। এখন আপনার নগদ একাউন্টে সম্পূর্ণ প্রবেশ করেছেন। এখন আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখার জন্য আপনার অ্যাপের উপরে (Tap for Balance ) ব্যালেন্স দেখতে ট্যাপ করুন লেখায় ক্লিক করুন। ক্লিক করলে আপনার নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম।
অনেকে স্মার্টফোন ব্যবহার করেন না। কিন্তু নগদ একাউন্ট আছে আপনার। এখন আপনার নগদ একাউন্টে ব্যালেন্স কত তা বাটন মোবাইল দিয়ে সহজে জানতে পারবেন। আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ )
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম |
আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে ডায়ালে যান এবং টাইপ করুন *167# এবং কল বাটন চাপুন। এরপর মেনুবার থেকে বেছে নিন।
Nagad
- Cash Out
- Send Money
- Mobile Recharge
- Payment
- Bill pay
- EMI Payment
- My Nagad (ব্যালেন্স দেখার অপশন)
- PIN Reset
ব্যালেন্স দেখার জন্য 7 নম্বর অপশন (7)দিয়ে Send করুন। এরপর অপশন এসেছে
Nagad
- Balance Enquiry(ব্যালেন্স দেখার জন্য প্রবেশ করুন)
- Mini statement
- Update Operator
- Helpline
- Allow New Device
- Change Account Type
ব্যালেন্স চেক করার জন্য 1 নম্বর অপশন 1 দিয়ে Send করুন।(২ ধাপ)
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম |
এখন আপনার ৪ ডিজিটের নগদ পিন নম্বর দিন এবং Send করুন। আপনার নগদ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন। Send বাটনে ক্লিক করে আপনার কাজ শেষ করুন। এভাবে আপনি খুব সহজেই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। অনেক সময় নগদ একাউন্টে টাকা এসেছে কিন্তু মেসেজ আসে না।তখন আপনি এভাবে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করে জানতে পারবেন।
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
জন্ম নিবন্ধন দিয়ে COVID 19 vaccine registration
Post a Comment