আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

নগদ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম

নগদ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম

নতুন নগদ এজেন্ট বা উদ্যোক্তার জন্য এই পোস্টটি। অনেকে নতুন নগদ উদ্যোক্তা হয়েছেন বা নগদ উদ্যোক্তার জন্য আবেদন করেছেন। নতুন নগদ উদ্যোক্তা  কিভাবে গ্রাহকে টাকা ক্যাশ ইন করে দিবেন তা এই পোস্ট থেকে জানতে পারবেন।  USSD কোড ব্যবহার করে ক্যাশ ইন করলে কমিশন কম, অ্যাপ থেকে ক্যাশ ইন করলে কমিশন একটু বেশি। 

 USSD কোড ব্যবহার করে ক্যাশ ইন করলে কমিশন,

কমিশন হাজারে 3.90 টাকা। 

আর অ্যাপ দিয়ে ক্যাশ ইন করলে কমিশন,

কমিশন হাজারে 4.10 টাকা।

 তাই নতুন উদ্যোক্তার প্রয়োজন এজেন্ট অ্যাপ ব্যবহার করা। নগদ উদ্যোক্তা অ্যাপে ক্যাশ ইন করা খুবই সহজ।


অ্যাপের মাধ্যমে ক্যাশ ইন করার সুবিধা 


অ্যাপ এর মাধ্যমে ক্যাশ ইন করলে সহজে ক্যাশ ইন করা যায়। ক্যাশ ইন করার সময় গ্রাহকের নাম্বার ভালো করে মিলিয়ে দেখা যায়, এতে করে গ্রাহকের নাম্বার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এমাউন্ট এবং কমিশন দেখা যায়, অ্যাপের মধ্যে গ্রাহককে ক্যাশ ইন করে দিলে কমিশন বাড়তি পাওয়া যায় ৪.১০ টাকা। যা USSD কোড ব্যবহার করে কমিশন পাওয়া যায় ৩.৯০ টাকা। অ্যাপের মধ্যে বিস্তারিত তথ্য দেখলে মোবাইল নম্বর এবং এমাউন্ট ঠিক আছে কিনা যাচাই করা যায়। লেনদেনের হিসাব সহজে দেখা যায়, আরো বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সহজে অ্যাপ থেকে করা যায়।


USSD কোড *167# দিয়ে ক্যাশ ইন করলে অসুবিধা 


কোড দিয়ে ক্যাশ ইন করার সময় একটু দেরি হলে কেটে যায়। নাম্বার ভালো করে চেক করে দেখা যায় না চেক করতে গেলে সময় নিলে কেটে যায়। Amount  ঠিকভাবে দেখা যায় না, কমিশন দেখা যায় না, কমিশন দেখা যায় ক্যাশ ইন করার পর, সবচেয়ে বড় সমস্যা নাম্বার ভালো করে চেক করে দেখা যায় না। USSD কোড *167#  ব্যবহার করে ক্যাশ ইন করলে কমিশন কম মাত্র ৩.৯০ টাকা। যেখানে অ্যাপ দিয়ে ক্যাশ ইন করলে কমিশন ৪.১০ টাকা। গ্রাহকের নাম্বার সঠিক না হলে টাকা অন্য নাম্বারে চলে যাবে। সুতরাং উদ্যোক্তা অ্যাপ ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। 


অ্যাপ দিয়ে ক্যাশ ইন করার নিয়ম 


নগদ উদ্যোক্তা অ্যাপ দিয়ে ক্যাশ ইন করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)

নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম, নগদ এজেন্ট একাউন্ট থেকে ক্যাশ ইন করার নিয়ম, নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম,Nagad Uddakta, Nagad Agent,Nagad Uddakta Cash,  in,Nagad Uddakta,Nagad Uddakta Cash in , আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg,
নগদ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম 

অ্যাপ ইন্সটল করার জন্য প্রথমে আপনার মোবাইলের এজেন্ট সিম লাগিয়ে নিন। কারণ সিম ছাড়া অ্যাপ লগইন হয় না, কারন অটো ভেরিফিকেশন হয় না তাই।এখন আপনার  মোবাইলের প্লে স্টোর অ্যাপ ওপেন করুন। এবং Nagad লিখে সার্চ করুন।  এরপর  nagad agent app, লেখায় ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড অপশনে যান। 

নগদ উদ্যোক্তা অ্যাপ দেখতে পাবেন। Install লেখায় ক্লিক করুন। অ্যাপ ইনস্টল হওয়ার পর Open দেখতে পাবেন। Open এ ক্লিক করুন এবং আপনার অ্যাপ এ যান।(২ ধাপ )

নগদ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম 

 নগদ উদ্যোক্তা অ্যাপে যাওয়ার পর, নগদ একাউন্ট নাম্বার দিন। আপনার যে নম্বরটি নগদ উদ্যোক্তা একাউন্ট সেই নম্বরটি দিন এবং তীর বাটনে ক্লিক করুন। 

এখন

উদ্দক্তাকে ফোন কল করতে এবং পরিচালনা করতে দেবেন? (Allow) বাটনে ক্লিক করুন। এখন দেখাচ্ছে , আপনার একাউন্ট টি সক্রিয় রয়েছে। লগইন করতে আপনার পিন নাম্বার টি দিন। নিচে পিন নাম্বার দিয়ে পরবর্তী ধাপে যান। এখন আপনার নগদ উদ্যোক্তা  নম্বরটি অটো ভেরিফাই করা হবে। অটো ভেরিফাই হওয়ার পর পরবর্তী ধাপ।(৩ ধাপ )

নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম, নগদ এজেন্ট একাউন্ট থেকে ক্যাশ ইন করার নিয়ম, নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম,Nagad Uddakta, Nagad Agent,Nagad Uddakta Cash,  in,Nagad Uddakta,Nagad Uddakta Cash in , আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg,
নগদ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম

অটো ভেরিফাই হওয়ার পর আপনার অ্যাপ সাইন ইন করতে পারবেন।সাইন ইন করার জন্য  আপনার নগদ উদ্যোক্তা একাউন্টের পিন নম্বর দিন এবং সাইন ইন বাটনে ক্লিক করুন।এখন আপনার নগদ একাউন্টে সম্পূর্ণ প্রবেশ করতে পারবেন। আপনার নগদ উদ্যোক্তা অ্যাপ প্রবেশ করার পর প্রথমে আপনার ব্যালেন্স দেখে নিন। ব্যালেন্স দেখার জন্য উপরে(ব্যালেন্স জানতে ট্যাপ করুন) লেখায় ক্লিক করে আপনার ব্যালেন্স দেখুন। প্রতিবার লেনদেন করার আগে এবং পরে আপনার ব্যালেন্স দেখুন। 

ক্যাশ ইন করার জন্য প্রথমে ক্যাশ ইন লেখা আইকনে ক্লিক করুন। 

ক্যাশ  ইন লেখা আইকনে ক্লিক করার পর, মোবাইল নম্বর দিন। 

আপনি যে নাম্বারে টাকা ক্যাশ ইন করতে চান সেই নাম্বার টি দিন। 

এরপর টাকার পরিমান এবং পিন নাম্বার দিন। মোবাইল নাম্বার ভালো করে যাচাই করে দেখুন,৪ ডিজিটের পিন নাম্বার সঠিকভাবে দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর পরবর্তী পদক্ষেপ।(৪ ধাপ)

নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম, নগদ এজেন্ট একাউন্ট থেকে ক্যাশ ইন করার নিয়ম, নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম,Nagad Uddakta, Nagad Agent,Nagad Uddakta Cash,  in,Nagad Uddakta,Nagad Uddakta Cash in , আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg,
নগদ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম

ক্যাশ ইন 

আপনি কি নিম্নলিখিত তথ্য অনুসারে ক্যাশ ইন করতে চান? 

পরিমাণ : 500 

প্রাপক: 01758****** 

  (না)          ‌                    (হ্যাঁ)

হ্যাঁ তে ক্লিক করুন হ্যাঁ তে ক্লিক করার পর দেখবেন। 

  ক্যাশ ইন সফল 

প্রাপক :01758****** 

17 ডিসেম্বর 2022,4.20 PM 

ট্রানজেকশন আইডি.

পরিমাণ. 500

  ফি.0 টাকা 

কমিশন. 2.5 

এবং উদ্যোক্তা একাউন্টের বর্তমান ব্যালেন্স। পরবর্তী বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলে ফিরে যান। 

আবার মেসেজের মাধ্যমেও আপনার ক্যাশ ইন করার বিস্তারিত তথ্য জানতে পারবেন। 


 নগদ USSD কোড *167# ব্যবহার করে ক্যাশ ইন করার নিয়ম 


নতুন উদ্যোক্তা যদি USSD কোড *167# ডায়াল করে ক্যাশ ইন করতে চান তাহলে নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ )

নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম, নগদ এজেন্ট একাউন্ট থেকে ক্যাশ ইন করার নিয়ম, নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম,Nagad Uddakta, Nagad Agent,Nagad Uddakta Cash,  in,Nagad Uddakta,Nagad Uddakta Cash in , আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg,
নগদ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম

ইউএসএসডি কোড ব্যবহার করে ক্যাশ ইন করতে, প্রথমে আপনার মোবাইলের ডায়ালে যান এবং টাইপ করুন *167# এবং কল বাটন চাপুন। এরপর মেনুবার থেকে বেঁচে নিন, 

  Nagad 

1. Cash in (গ্রাহকের মোবাইলে টাকা পুরানো অপশন)

2. Register customer

3.B2B 

4. Pay Bill 

5.EMI Payment 

6.My Nagad  

গ্রাহকের মোবাইলে ক্যাশ ইন করার জন্য 1 দিয়ে Send করুন। 

এরপর 

  Enter Account Number 

আপনি গ্রাহকের যে নাম্বারে ক্যাশ ইন করতে চান সেই নাম্বার টি দিন। এবং Send করুন।

 এখন 

 Enter Amount 

আপনি যে পরিমাণ টাকা গ্রাহকের নাম্বারে ক্যাশ ইন করতে চান সেই পরিমাণ টাকা দিন এবং Send করুন।(২ ধাপ ) 

নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম, নগদ এজেন্ট একাউন্ট থেকে ক্যাশ ইন করার নিয়ম, নগদ উদ্যোক্তা ক্যাশ ইন করার নিয়ম,Nagad Uddakta, Nagad Agent,Nagad Uddakta Cash,  in,Nagad Uddakta,Nagad Uddakta Cash in , আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg
নগদ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম

এখন দরকার

   Enter PIN 

আপনার নগদ উদ্যোক্তা একাউন্টের ৪ ডিজিটের পিন নাম্বার দিয়ে Send করুন। 

সেন্ড করার পর ক্যাশ ইন  successful দেখতে পাবেন। সেখানে আপনার কমিশন দেখতে পাবেন। এরপর মেসেজে ও আপনার ক্যাশ ইন করার বিস্তারিত তথ্য, ট্রানজেকশন আইডি, মোবাইল নাম্বার, কমিশন, তারিখ, বর্তমান ব্যালেন্স সহ সব তথ্য দেখতে পাবেন। 

( সতর্কতা)

গ্রাহকের মোবাইলে ক্যাশ ইন করার সময় নাম্বার ভালো করে যাচাই করে দেখুন।সঠিক থাকলে ক্যাশ ইন সম্পন্ন করুন। 

প্রতারক থেকে সাবধান মোবাইলে কাউকে আপনার ব্যক্তিগত তথ্য দিবেন না। ফোনে ভেরিফিকেশন কোড ও পিন নাম্বার কাউকে দিবেন না।


bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম 


Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম 


bKash/বিকাশ দিয়ে মোবাইল রিচার্জ করার পদ্ধতি 


Electric bill/বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম  


Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম 


bKash/বিকাশে ফ্রী সেন্ড মানি করার নিয়ম





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post