বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম |
সম্মানিত বিকাশ এজেন্ট বৃন্দ (আসসালামুয়ালাইকুম)
আপনারা অনেকে নতুন এজেন্ট পেয়েছেন বা কেউ নতুন এজেন্ট এর জন্য আবেদন করেছেন। আপনারা এজেন্ট পাওয়ার পর এজেন্ট এ কিভাবে লেনদেন করবেন তা এই পোস্ট থেকে জানতে পারবেন। আপনারা কিভাবে প্রথম এজেন্ট হওয়ার পর গ্রাহককে ক্যাশ ইন করে দিবেন। প্রথমে নতুন এজেন্ট হলে USSD কোড ব্যবহার করে গ্রাহককে টাকা ক্যাশ ইন করে দিতে হয়। এক মাস পর অ্যাপ আসলে তখন গ্রাহককে অ্যাপ দিয়ে ক্যাশ ইন করে দিতে পারে। নগদ এজেন্ট হওয়ার পর USSD কোড ব্যবহার করে ক্যাশ ইন করলে কমিশন ৩.৭০ -৩.৯০ টাকা। আর অ্যাপ দিয়ে ক্যাশ ইন করলে কমিশন ৪.১০ টাকা। কোড দিয়ে কিভাবে বিকাশ পার্সোনাল এ ক্যাশ ইন করতে হয় তা দেখানো হলো।(১ ধাপ )
বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম |
বিকাশ এজেন্ট নম্বর দিয়ে সেন্ড মানি করার জন্য প্রথমে আপনার মোবাইলে ডায়ালে যান। এবং টাইপ করুন *247# এরপর Call বাটন ক্লিক করুন। এরপর মেনুবার অপশন থেকে বেছে নিন।
bKash
1.Cash in (গ্রাহকের নম্বরে টাকা পাঠানোর অপশন)
2.SA Transfer
3.B2B Transfer
4. Pay Bill
5.My bkash
6. Helpline
গ্রাহকের পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা পাঠাতে ক্যাশ ইন করতে হবে, 1 দিয়ে Send করুন । এরপর অপশন Enter Customer bKash Account No. এখানে কাস্টমারের যে নম্বরে ক্যাশ ইন করতে চান সেই নম্বরটি দিন এবং Send বাটনে ক্লিক করুন। এরপর Enter Amount , এখানে যে পরিমাণ টাকা ক্যাশ ইন করতে চান সেই পরিমাণ টাকা দিন এবং Send করুন।(২ ধাপ )
বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম |
এখন দেখাচ্ছে Enter Menu PIN to Confirm পিন নম্বর দিয়ে কনফার্ম করার আগে মোবাইল নম্বরটি ভালো করে চেক করে নিন কোন ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে টাকা অন্য নাম্বারে চলে যাবে, তাই ক্যাশ ইন করার সময় খুবই সাবধান। এরপর ৫ ডিজিটের বিকাশ পিন নম্বর দিন এবং Send করুন। দেখুন Cash in Successful (Ok) ক্লিক করুন। ক্যাশ ইন সফল হওয়ার পর মেসেজের মাধ্যমে আপনার লেনদেন দেখতে পাবেন।
এভাবে এক মাস ব্যবহার করার পর আপনার এজেন্ট অ্যাপ লগইন করতে পারবেন।
এজেন্ট অ্যাপ দিয়ে ক্যাশ ইন করার সিস্টেম
এজেন্ট অ্যাপ দিয়ে ক্যাশ ইন করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ )
বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম |
প্রথমে আপনার বিকাশ এজেন্ট অ্যাপ ইন্সটল করে নিন। এজেন্ট অ্যাপ ইন্সটল করার জন্য প্লে স্টোরে যান এবং bKash Agent লিখে সার্চ করুন অথবা এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড অপশনে যান। bKash agent app লেখায় ক্লিক করুন। এরপর বিকাশ এজেন্ট অ্যাপ দেখতে পাবেন। এখন ইন্সটল লেখায় ক্লিক করে ইন্সটল শুরু করুন। আপনার অ্যাপ ইনস্টল হওয়ার পর Open লেখায় ক্লিক করুন। আপনার অ্যাপ ওপেনে গেলে লেখা আসবে
(অনুমতি দিন)
বিকাশ অ্যাপ ব্যবহার করার জন্য আপনার সিম কার্ড সংযোগ, সিম কার্ড রিড ও এসএমএস পড়ার অনুমতি প্রয়োজন। অনুগ্রহ করে সিম কার্ড প্রবেশ করান এবং সিম কার্ড ও এসএমএস করার অনুমতি দিন।
সেটিংসে ক্লিক করুন(২ ধাপ)
বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম |
প্রথমে Permission লেখায় ক্লিক করুন। এরপর ছবিতে দেখানো অনুযায়ী পারমিশন দিন। পারমিশন দেওয়ার পর পুনরায় অ্যাপে প্রবেশ করুন।
মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। এখানে আপনার এজেন্ট মোবাইল নম্বরটি দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। এরপর আপনার সিমের অপারেটর বাছাই করুন। আপনি যে সিম দিয়ে এজেন্ট অ্যাকাউন্ট খুলেছেন রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক টেলিটক ।(৩ ধাপ)
বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম |
আপনার অপারেটর দেওয়ার পর আপনার নম্বরে ওটিপি আসবে। ওটিপি আসলে Allow বাটন ক্লিক করে দিন। এখন আপনার বিকাশ এজেন্ট পিন নম্বর দিন এবং লগ ইন বাটনে ক্লিক করুন।
এখন (স্ট্যাটাস পরিবর্তন) পরিবর্তন করুন বাটনে ক্লিক করুন। আপনার অ্যাপ লগইন হয়েছে, প্রথমে ব্যালেন্স দেখুন, ব্যালেন্স দেখতে উপরে ব্যালেন্স জানতে ট্যাপ করুন লেখায় ক্লিক করে আপনার ব্যালেন্স দেখুন।
গ্রাহকের নম্বরে ক্যাশ ইন করার জন্য, ক্যাশ ইন লেখা আইকনে ক্লিক করুন।(৪ ধাপ)
বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম |
এখন আপনি যে নম্বরে টাকা ক্যাশ ইন করতে চান সেই নম্বরটি দিন এবং (পরবর্তী ধাপে এগিয়ে যান) বাটনে ক্লিক করুন। এবার আপনি যে পরিমাণ টাকা ক্যাশ ইন করতে চান সে পরিমাণ টাকা দিন। টাকা দেওয়ার পর (পরবর্তী ধাপে এগিয়ে যান) বাটনে ক্লিক করুন। (নিশ্চিত করুন)
নিশ্চিত করার আগে গ্রাহকের নাম্বারটি ভালো করে যাচাই করে দেখুন। নাম্বার সঠিক হওয়ার পর (নিশ্চিত করুন) বাটনে ক্লিক করুন।(৫ ধাপ)
বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম |
এখন আপনার গ্রাহকের নাম্বার এবং টাকার পরিমান ঠিক থাকলে নিচের বাটনে (ক্যাশ ইন করতে ট্যাপ করে ধরে রাখুন) এখানে দেখবেন আপনার ক্যাশ ইন ট্রান্সফার সফল হয়েছে। (হোমে ফিরে যাই) বাটনে ক্লিক করুন। মেসেজের মাধ্যমে ও বিস্তারিত জানতে পারবেন।
(সর্তকতা)
ফোনে কাউকে ব্যক্তিগত তথ্য বা এজেন্টের তথ্য শেয়ার করবেন না। হ্যাকার থেকে সাবধান, কৌশলে এজেন্টের পিন নাম্বার ও ওটিপি
bKash/বিকাশ এজেন্ট একাউন্ট খোলার জন্য করনীয়
নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
বিকাশ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম
Nagad/নগদে মোবাইল রিচার্জ করার নিয়ম
bKash/বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম
Nagad/নগদে সেন্ড মানি করার নিয়ম
Post a Comment