মানুষের স্মার্ট ফোন ব্যবহার এবং অনলাইনের প্রয়োজনে জিমেইল একাউন্ট প্রয়োজন হয়। অনেকেই জিমেইল ব্যবহার করেন বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ লগইন করার জন্য। আবার ব্যবসায়িক কাজেও জিমেইল ব্যবহার করা হয়। অনেকে জিমেইল নিজে খুলেছেন বা অন্যকে দিয়ে খুলেছেন। সেখানে আপনার নাম এবং তথ্য ভুল আছে, বা আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, রিকভারি নাম্বার অ্যাড করতে চান। আপনি কিভাবে আপনার তথ্য পরিবর্তন করবেন তা এখান থেকে জানতে পারবেন। জিমেইল জুড়ে আপনি যে ইউজারনেম বা জিমেইল এড্রেস ব্যবহার করেন তা কিন্তু পরিবর্তন করা সম্ভব না। এটি ছাড়া আপনি সমস্ত কিছু পরিবর্তন করতে পারবেন। ইউজার নেম মানে হচ্ছে, example123@gmail.com
এই ইউজার নেম বা জিমেইল এড্রেস টি ছাড়া আর সমস্ত তথ্য পরিবর্তন করতে পারবেন। আপনার প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ)
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
আপনার জিমেইল একাউন্ট এর তথ্য পরিবর্তন করার জন্য প্রথমে আপনার google প্লে স্টোরে যান। এবং উপরে ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর Google Account লেখায় ক্লিক করুন। এখন Get started বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করবেন।প্রবেশ করার পর (Personal info)
লেখা পেজে ক্লিক করুন।(২ ধাপ)
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
Add a photo to personalize your account এখানে সবুজ প্রোফাইল আইকনে ক্লিক করুন। এখন (profile photo)
আপনার প্রোফাইল ফটো সবার কাছে দৃশ্যমান।
অর্থাৎ আপনার প্রোফাইল ফটো সকলের কাছে প্রদর্শিত হবে।
( Set profile photo ) লেখায় ক্লিক করুন।
(প্রোফাইল ছবি সেট করুন)
Take photo . (ফটো তুলুন)
Choose photo.(আপনার মোবাইল থেকে বাছাই করুন) সরাসরি ফটো তুলতে চাইলে (Take photo) লেখাতে ক্লিক করুন। এবং ছবি তুলুন ছবি তোলার পর টিক মার্কে ক্লিক দিয়ে (Accept) বাটনটিতে ক্লিক করুন। আপনার প্রোফাইল সেভ হবে। আপনার সেভ করা ছবি প্রোফাইল আইকনে দেখতে পাবেন।
জিমেইল একাউন্টের নাম পরিবর্তন
অনেকে জিমেইল একাউন্ট খোলার সময় নাম ভুল হয়েছে বা অন্য নাম হয়েছে। এখন আপনি আপনার জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করবেন।জিমেইল একাউন্টের নাম পরিবর্তন করতে পোস্টটি অনুসরণ করুন।(১ ধাপ )
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
প্রথমে আপনার নামের উপর ক্লিক করুন। এরপর পেন্সিলে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার first name,last name পরিবর্তন করুন। আপনার নাম পরিবর্তন করার পর সেভ বাটনে ক্লিক করলেই আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। Nickname দিতে চাইলে পাশে পেন্সিল বাটনে ক্লিক করে দিতে পারেন।
জিমেইল একাউন্টের বয়স পরিবর্তন
আপনি যদি আপনার জিমেইল একাউন্টে দেওয়া বয়স পরিবর্তন করতে চান তাহলে সহজেই পরিবর্তন করতে পারবেন। জিমেইল একাউন্ট পরিবর্তন করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
জিমেইল একাউন্ট এর বয়স পরিবর্তন করার জন্য আগে জিমেইলে দেওয়া বয়সে ক্লিক করুন। এরপর আপনার বয়স পরিবর্তন করুন, মাস, দিন, বছর দিন। আপনার বয়স যদি পাবলিকের কাছে দৃশ্যমান করতে চান তাহলে only you, anyone, এখানে আপনি anyone করে দিন তাহলে সকলেই দেখতে পাবে। এরপর Save বাটনে ক্লিক করুন। এখন ( Confirm birthday ) Confirm বাটনে ক্লিক করুন। আপনার জন্ম তারিখ পরিবর্তন হবে।
লিঙ্গ পরিবর্তন
কেউ যদি ভুলক্রমে Male Female পরিবর্তন করে ফেলেন তাহলে কিভাবে চেঞ্জ করবেন তা দেখানো হলো।(১ ধাপ )
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
Gender লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনার লিঙ্গ নির্বাচন করুন। Male,Female, যেটা হয় সেটাতে ক্লিক করুন। এটি যদি আপনি পাবলিকের কাছে দৃশ্যমান করতে চান তাহলে, নিচে Anyone করে দিন। আপনার লিঙ্গ পরিবর্তন হয়ে যাবে।
রিকভারি জিমেইল যোগ
আপনারা অনেকে জিমেইলে রিকভারি অ্যাড করেননি । রিকভারি হচ্ছে, পাসওয়ার্ড রিকভারি, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে রিকভারি করার জন্য এই জিমেইলটি কাজে লাগবে। তাই রিকভারি জিমেইল যোগ করা খুবই প্রয়োজন। (১ ধাপ)
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
রিকভারি gmail যোগ করার জন্য আপনার জিমেইল এ ক্লিক করুন। এরপর (Add recovery email) লেখা বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার জিমেইল পাসওয়ার্ড চাইবে। আপনার বর্তমান জিমেইল পাসওয়ার্ড দিন এবং Next বাটনে ক্লিক করুন।(২ ধাপ)
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
পাসওয়ার্ড দেওয়ার পর জিমেইল দেওয়ার অপশন। এখানে আপনি যে জিমেইলটি রিকভার এর জন্য দিতে চান সেই জিমেইলটি দিন। জিমেইলটি যেন আপনার নিজের হয় এবং লগইন থাকে। জিমেইল দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া জিমেইলে ৬ সংখ্যার ওটিপি কোড আসবে। ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড বক্সে দিন এবং ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করুন। আপনার দেওয়া ওটিপি সঠিক হলে আপনার রিকভারি জিমেইল যোগ হবে।
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন
যারা জিমেইল একাউন্টে এক পাসওয়ার্ড দীর্ঘদিন ব্যবহার করছেন কিন্তু পরিবর্তন করতে পারছেন না। দীর্ঘদিন একই পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়। তাই আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।পাসওয়ার্ড পরিবর্তন করতে নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ )
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
gmail একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য পাসওয়ার্ড এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার বর্তমান পাসওয়ার্ড দিন। আপনার পাসওয়ার্ড দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার নতুন পাসওয়ার্ড দিন। নতুন পাসওয়ার্ড আবার দিন। নতুন পাসওয়ার্ডটি লিখে রাখুন ভবিষ্যৎ লগইন প্রয়োজনে। এরপর (change password) বাটনে ক্লিক করুন। Password change successfully.
(close) বাটনে ক্লিক করুন। আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে।
রিকভারি ফোন নাম্বার যোগ
রিকভারি মোবাইল নাম্বার যোগ করা জিমেইলে দরকার। কারণ আপনি যদি জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার পাসওয়ার্ড পুনরায় রিকভারি করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে। আপনি পাসওয়ার্ড ভুলে গেলে আপনার দেওয়া মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফিকেশন হবে এবং নতুন পাসওয়ার্ড যোগ করতে পারবেন। মোবাইল নাম্বার রিকভারি হিসেবে যোগ করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ)
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
রিকভারি মোবাইল নম্বর যোগ করার জন্য মেনুবার থেকে Security অপশন বেছে নিন। এরপর
(পুনরুদ্ধারের ফোন)
Add a mobile phone number লেখায় ক্লিক করুন। এখন (Add recovery phone) লেখা বাটনে ক্লিক করুন।(২ ধাপ)
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change |
এখন আপনার নিজস্ব একটি মোবাইল নাম্বার দিন এবং Next বাটনে ক্লিক করুন। এখন Get Code লেখায় ক্লিক করুন। আপনার দেওয়া মোবাইল নম্বরে ছয় সংখ্যার ওটিপি কোড আসবে। ওটিপি কোড Enter the code লেখা বক্সে দিন এবং verify বাটনে ক্লিক করুন। আপনার ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর আপনার রিকভারি ফোন নম্বর যোগ হবে।
জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত বিষয়
আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি?
মৃত্যু নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
জন্ম তথ্য সংশোধনের আবেদন পত্র প্রিন্ট
Post a Comment