Gmail Account Create বা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম।
মানুষের দৈনন্দিন প্রয়োজনে স্মার্টফোন ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে স্মার্টফোন ব্যবহার করার জন্য বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ প্রয়োজন হয়। বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপ লগইন করার জন্য জিমেইল একাউন্ট প্রয়োজন হয়। বিভিন্ন সফটওয়্যার আপডেট দেওয়ার জন্য জিমেইল দিয়ে প্লে স্টোর লগইন করতে হয়। তাই প্রতিনিয়ত জিমেইলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। অনেকের জিমেইল একাউন্ট প্রয়োজন হলে অন্য কাউকে দিয়ে একাউন্ট তৈরি করে। জিমেইল একাউন্ট তৈরি করার জন্য আপনি নিজে চেষ্টা করুন। আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে নিচের ধাপ অনুসরণ করুন এবং সম্পূর্ণভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন। জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ক্লিক করুন ক্লিক করার পর নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ )
জিমেইল অ্যাকাউন্ট তৈরি/Gmail account create |
এই লিংকে যাওয়ার পর আপনার ক্রোম ব্রাউজার প্রথমে ডেক্সটপ সাইট করে নিন। ডেক্সটপ সাইড করার জন্য উপরের ডানপাশে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। এরপর মেনুবার ওপেন হবে, মেনুবার ওপেন হওয়ার পর Desktop site লেখার পাশে টিক বক্স এ টিক মার্ক দিন। টিক মার্ক দেওয়ার পর আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ডেক্সটপ মুডে হয়ে যাবে। আপনার ক্রোম ব্রাউজার ডেক্সটপ মোড হওয়ার পর,
Get Gmail লেখা বাটনে ক্লিক করুন।
এরপর
(first name নামের প্রথম অংশ)
( last name নামের শেষ অংশ)
Example: Abdul প্রথম অংশ)
Alim শেষ অংশ)
আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিন।
এখন আপনি আপনার ইউজার নেম দিন,
ইউজার নেম কি?
Username হচ্ছে জিমেইল এড্রেস, এটি একবার দিলে আর পরিবর্তন করা যায় না, এই অ্যাড্রেসে আপনার সঙ্গে প্রয়োজনীয় তথ্যের জন্য লোকজন যোগাযোগ করতে পারবেন, বা কোন অফিশিয়াল কাজে এই ইউজারনেম ব্যবহার হয়, পুরো gmail জুড়ে সারাবিশ্বে একই জিমেইল এড্রেস শুধু একটি হবে । তাই আপনার পছন্দ অনুযায়ী একটি ইউজার নেম দিন, এবং এই ইউজার নেম যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে আপনি ওই নাম বা অ্যাড্রেস আর দিতে পারবেন না। অন্য কেউ ব্যবহার করছে কিনা বা এই নামে কোন জিমেইল এড্রেস আছে কিনা জানতে আপনার জিমেইল এড্রেস লিখুন এবং কিবোর্ডে ইন্টার বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া ইউজারনেম যদি কেউ ব্যবহার করে তাহলে নিচে লেখা আসবে
This username is taken,try another
এই ইউজার নেম বা ইমেইল এড্রেসটি অন্য একজন ব্যবহার করছে, তাই আরেকটি দেখার জন্য বলা হচ্ছে। ইউজারনেম পরিবর্তন করে দিন এবং এন্টার বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া ইউজার নেম যদি অন্য কেউ ব্যবহার না করে তাহলে পরবর্তী ধাপ। (২ ধাপ)
জিমেইল অ্যাকাউন্ট তৈরি/Gmail account create |
আপনার ইউজার নেম বা ইমেইল এড্রেস দেওয়ার পর পাসওয়ার্ড সেট আপ করতে হবে। পাসওয়ার্ড কমপক্ষে 8 সংখ্যার হতে হবে। অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড বেছে নিবেন।
যেমনঃ Lion$#11 এখানে ব্যবহার করা হয়েছে, ইংরেজি বড় অক্ষর, ইংরেজি ছোট অক্ষর, নাম্বার ও স্পেশাল ক্যারেক্টার। সব সময় পাসওয়ার্ড দেওয়ার সময় এভাবে শক্তিশালী পাসওয়ার্ড বেছে নিবেন। আপনার পাসওয়ার্ড সেট করার আগে কোথাও পাসওয়ার্ডটি লিখে নিন।
পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমে ৮ সংখ্যা বা তার বেশি সংখ্যা পাসওয়ার্ড দিন, পাশের বক্সে একই পাসওয়ার্ড আবার লিখুন। পাসওয়ার্ড একি হয়েছে কিনা দেখার জন্য show password লেখা বক্সে টিক মার্ক দিন। টিক মার্ক দেওয়ার পর পাসওয়ার্ড দেখতে পাবেন। পাসওয়ার্ড একি কিনা মিলিয়ে দেখুন । পাসওয়ার্ড একি হলে Next বাটনে ক্লিক করুন।
এরপর অপশন,
Verify your phone number.
আপনার ফোন নাম্বার যাচাই করুন।
জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় ফোন নাম্বার অ্যাড করা খুবই জরুরী। কারণ পাসওয়ার্ড ভুলে গেলে Recovery করার জন্য প্রয়োজন। ফোন নাম্বার দিন এবং নেক্সট বাটনে ক্লিক।
Next বাটনে ক্লিক করার পর আপনার দেওয়া মোবাইল নম্বরে ছয় সংখ্যার ওটিপি কোড আসবে। আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি যদি মোবাইলের সঙ্গে সংযুক্ত থাকে তাহলে অটোমেটিক ভেরিফাই হবে। আর যদি মোবাইল নম্বরটি সংযুক্ত না থাকে তাহলে ওটিপি কোড ওটিপি ঘরে বসিয়ে দিন। ৬ সংখ্যার ওটিপি কোড সঠিকভাবে দেওয়ার পর (verify) বাটনে ক্লিক করুন। আপনার ওটিপি ভেরিফাই হওয়ার পর পরবর্তী অপশন।
(৩ ধাপ)
জিমেইল অ্যাকাউন্ট তৈরি/Gmail account create |
এখন দেখুন আসছে,
Abdul welcome to Google.
01847******
Google will use this number only for account security. Your number won't be visible to others. You can choose letter whether to use for other purposes.
অর্থাৎ এখানে বলতে চাচ্ছে ,
google শুধুমাত্র একাউন্ট নিরাপত্তার জন্য এই নাম্বারটি ব্যবহার করবে। আপনার নম্বর অন্যদের কাছে দৃশ্যমান হবে না। আপনি অন্য উদ্দেশ্যে ব্যবহার করবেন কিনা চয়ন করতে পারেন।
এরপর এখানে Recovery email চাচ্ছে। ইমেইল যেহেতু নাই তাহলে ইমেইল দেওয়ার দরকার নেই। অন্য ইমেইল থাকলে দিতে পারেন।
এরপর আপনার জন্ম তারিখ দিতে হবে, জন্ম তারিখ ভোটার আইডি অনুযায়ী বা আপনার নিজের ইচ্ছামত দিন।
প্রথমে মাস/দিন/বছর
জন্ম তারিখ দেওয়ার পর
লিঙ্গ বাছাই করুন,
পুরুষ, মহিলা
লিঙ্গ বাছাই করার পর Next বাটনে ক্লিক করুন।
এর পরের অপশনে আপনি skip করে পরবর্তী অপশনে যান। এবং এখানে I agree বাটনে ক্লিক করুন।
আপনার জিমেইল অ্যাকাউন্ট সম্পন্নভাবে তৈরি হয়েছে। আপনি এখন এই জিমেইল অ্যাকাউন্ট আপনার প্রয়োজনীয় কাজে ওয়েব ব্রাউজার বা অফিশিয়াল অ্যাপ লগইনে ব্যবহার করতে পারবেন।
ভবিষ্যৎ প্রয়োজনে লগইন করার জন্য আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটি লিখে রাখুন।
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান
Nagad/নগদ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয় কি
জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা
Post a Comment