আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

কার্ড মিটারে রিচার্জ করার নিয়ম

 কার্ড মিটার কি?

বর্তমান যুগে সারাবিশ্বে ডিজিটাল পদ্ধতির অগ্রগতি খুব বৃদ্ধি পাচ্ছে।আমাদের দেশে ও ডিজিটাল পদ্ধতির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মানুষের কাজ করা যেমন সহজ হচ্ছে তেমনি সময়ও লাগছে কম। এই ডিজিটাল যুগে বিভিন্ন ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মধ্যে প্রিপেইড মিটার একটি অংশ।


আগের এনালগ মিটার থেকে এই ডিজিটাল মিটারের ভিন্নতা হচ্ছে। বিদ্যুৎ জ্বালাতে হলে আগে ওই প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করা থাকতে হবে। এনালগ মিটারে সিস্টেম ছিল বিদ্যুৎ জ্বালালে মাসে মাসে বিল আসে এবং সে বিল মাসে মাসে পরিশোধ করতে হয়। মাসে মাসে পরিশোধ না করলেও বকেয়া থাকলেও বিদ্যুৎ চালানো যেত। কিন্তু প্রিপেইড মিটারে যদি রিচার্জের টাকা শেষ হয়ে যায় তাহলে বিদ্যুৎ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই মিটারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আপনার মিটারে টাকা শেষ হয়ে গেলে আপনি ওখান থেকে জরুরী ব্যালেন্স নিতে পারবেন।

ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পরও জরুরী মুহূর্তে আপনার বিদ্যুৎ চলে গেছে। আপনার প্রিপেইড মিটারে টাকা শেষ, এখন রিচার্জ করা খুবই প্রয়োজন। আপনার কাছে বিকাশ একাউন্ট আছে,কিন্তু আপনি রিচার্জ করতে জানেন না‌। বা আপনি কোনরকম ভয়ে রিচার্জ করতে চাচ্ছেন না। আপনি যদি এই পোস্ট অনুসরণ করেন তাহলে প্রিপেইড মিটারের টাকা শেষ হয়ে গেলে সহজেই বিকাশ দিয়ে রিচার্জ করতে পারবেন। বিকাশ অ্যাপ দিয়ে প্রিপেইড মিটারে রিচার্জ করা একদম সহজ। বিকাশ অ্যাপ এ রিসিট এবং মিটার টোকেন সহজে নিতে পারেন। বিকাশ অ্যাপ দিয়ে প্রিপেইড মিটারে রিচার্জ করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ)

কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম, Prepaid meter recharge, Prepaid meter recharge,Card meter recharge,card meter recharge, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom ctg, Alim Telecom, আলিম টেলিকম,
কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

প্রিপেইড মিটারে রিচার্জ করার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপ লগইন করুন। এরপর (পে বিল) লেখা আইকনে ক্লিক করুন। এখন আবার বিদ্যুৎ লেখা বাটনে ক্লিক করুন। এখন আপনি কোন কোম্পানির প্রিপেইড মিটার ব্যবহার করছেন তা নিচে তালিকা থেকে বেছে নিন। আমি (BPDB Prepaid) মিটারে রিচার্জ করে দেখাচ্ছি। BPDB Prepaid মিটারে রিচার্জ করার জন্য। ( BPDB Prepaid ) লেখায় ক্লিক করুন। এরপরের অপশন থেকে আপনি চাইলে স্যাম্পল লেখায় ক্লিক করে কার্ডের স্যাম্পল দেখতে পারেন।(২ ধাপ)

কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম, Prepaid meter recharge, Prepaid meter recharge,Card meter recharge,card meter recharge, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom ctg, Alim Telecom, আলিম টেলিকম,
কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

স্যাম্পল দেখার পর প্রথমে আপনার মিটার নাম্বার দিন। মিটার নাম্বার হচ্ছে কার্ডে যে নাম্বারটি দেওয়া থাকে ওই নাম্বারটি। এরপর কাস্টমারের মোবাইল নাম্বার বা আপনার নিজের মোবাইল নাম্বার দিন। এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নাম্বারে মিটারের টোকেন আসবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে (পে বিল করতে এগিয়ে যান) বাটনে ক্লিক করুন। এখন আপনি কি পরিমান টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণ টাকা দিন এবং তীর বাটনে ক্লিক করুন। এখন টাকার পরিমান,অ্যাকাউন্ট নাম্বার, একাউন্টের নাম,বিস্তারিত দেখাচ্ছে, নিচে (পরের ধাপে যেতে ট্যাপ করুন লেখা লাল বাটনে ক্লিক করুন। এখানে আপনার টাকার পরিমান এবং ফি দেখাচ্ছে। আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে তীর বাটনে ক্লিক করুন।(৩ ধাপ)

কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম, Prepaid meter recharge, Prepaid meter recharge,Card meter recharge,card meter recharge, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom ctg, Alim Telecom, আলিম টেলিকম,
কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

এখন আপনার প্রিপেইড মিটারে রিচার্জ সম্পন্ন করার জন্য (পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন ) বাটনে চেপে ধরে রাখুন। দেখুন আপনার পে বিল সফল হয়েছে। এখানে আপনার রিচার্জের পরিমাণ ফি, তারিখ এবং বর্তমানে ব্যালেন্স দেখাচ্ছে। পরবর্তী বাটনে ক্লিক করে আপনার রিসিট ডাউনলোড করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় আপনার রিচার্জ সফল হওয়ার সঙ্গে সঙ্গে মেসেজের মাধ্যমে আপনাকে টোকেন দেওয়া হয়েছে। টোকেন কিভাবে নিবেন তা দেখুন।(৪ ধাপ )

কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম, Prepaid meter recharge, Prepaid meter recharge,Card meter recharge,card meter recharge, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom ctg, Alim Telecom, আলিম টেলিকম,
কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

রিসিট এবং টোকেন এর জন্য আবার পে বিল আইকনে ক্লিক করুন। এরপর একটু নিচে দেখতে পাবেন রিসিট এবং টোকেন লেখা, এই লেখাতে ক্লিক করুন। এরপর দেখবেন আপনি যে বিল দিয়েছেন তার একটি তালিকা সেখান থেকে আপনি যে বিলের রিসিট  ডাউনলোড করতে চান তার পাশে (ডাউনলোড করুন ) লেখায় ক্লিক দিলে রিসিট ডাউনলোড হয়ে যাবে।(৫ ধাপ)

কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম,কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম, Prepaid meter recharge, Prepaid meter recharge,Card meter recharge,card meter recharge, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom ctg, Alim Telecom, আলিম টেলিকম,
কার্ড মিটারে বা প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

এখন আপনি যে ২০ সংখ্যার টোকেন নাম্বারটি মিটারে প্রবেশ করাবেন সেটি কোথায় পাবেন। টোকেন নাম্বারটি নেওয়ার জন্য  বিল রিসিট এর পাশে দেখবেন, প্রিপেইড টোকেন লেখা এই লেখাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে মিটারে রিচার্জ করেছেন সেই মিটার নাম্বারটি দিন এবং তীর বাটনে ক্লিক করুন। এখন আপনি যে মিটারে রিচার্জ করেছেন সেই মিটারের টোকেন নাম্বার দেখতে পাবেন। এছাড়াও রিচার্জ করার সঙ্গে সঙ্গে আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে, মিটার টোকেন নামে সেখানে ২০ সংখ্যার টোকেন নাম্বারটি দেখতে পাবেন। এখন এই ২০ সংখ্যার নাম্বার আপনার প্রিপেইড মিটারে প্রবেশ করলেই রিচার্জ হবে।


 আপনি আরো দেখুন👇👇👇



ফেসবুক একাউন্টের প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন 


ফেসবুক একাউন্টের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন


গুগল প্লে স্টোর কি/প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login 


ফেসবুক একাউন্ট খোলার নিয়ম-Facebook Account create


জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change 


ফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহার 


জিমেইল কি? জিমেইল পরিচিতি ও প্রয়োজনীয়তা এবং ব্যবহার 


জিমেইল অ্যাকাউন্ট তৈরি/Gmail account create


 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post