ফেসবুক প্রোফাইল লক কি?
ফেসবুক প্রোফাইল লক হচ্ছে নিজের প্রোফাইলকে অন্য ইউজারদের থেকে লক করে রাখা। এই প্রোফাইল লক এর সুবিধা হচ্ছে যদি কেউ প্রোফাইল লক করে তাহলে ওই প্রোফাইল শুধু তার ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুরা দেখতে পাবে। প্রোফাইল লক করা ফেসবুক একাউন্টে প্রবেশ করতে গেলে ফ্রেন্ডলিস্টে যারা নাই তারা ওই প্রোফাইলে প্রবেশ করতে পারবে না। এতে করে ওই প্রোফাইলের অডিও ভিডিও সেলফি এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে।
বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যারা ফেসবুক প্রোফাইল তৈরি করে এবং বিভিন্ন পোস্ট করে এবং তারা চাই যে এই পোস্টগুলো তার ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুরা ছাড়া আর অন্য কেউ যেন না দেখে। তাহলে এই প্রোফাইল লক করলে তার ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুরা ছাড়া আর কেউ তার পোস্ট দেখতে পাবেনা। এতে করে একজন মহিলার একজন ফেসবুক ব্যবহারকারীর বিভিন্ন তথ্য নিরাপদ থাকে। তাই নিজের ফেসবুক প্রোফাইলের তথ্য নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য আপনার ফেসবুক প্রোফাইল লক করুন। আপনার যখন ইচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল লক এবং আনলক করতে পারবেন। আপনার ফেসবুক প্রোফাইল লক করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ )
আপনার ফেসবুক প্রোফাইল লক করার জন্য প্রথমে আপনার ফেসবুক একাউন্ট ওপেন করুন। এরপর উপরে মেনু বারে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন উপরে সেটিংস অপশন এই সেটিংস অপশনে ক্লিক করুন। এখন দেখতে পাবেন Profile Setting লেখা এই লেখাতে ক্লিক করুন। এই লেখাতে ক্লিক করার পর দেখবেন
আপনার ফেসবুক প্রোফাইল লক করার জন্য প্রথমে আপনার ফেসবুক একাউন্ট ওপেন করুন। এরপর উপরে মেনু বারে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন উপরে সেটিংস অপশন এই সেটিংস অপশনে ক্লিক করুন। এখন দেখতে পাবেন Profile Setting লেখা এই লেখাতে ক্লিক করুন। এই লেখাতে ক্লিক করার পর দেখবেন
(Profile locking)
limit who can see your photos, posts and more in one step আপনি এই লেখার উপর ক্লিক করুন।(২ ধাপ)
দেখুন এখানে লেখা আছে, (Lock your profile)
Make your photos and posts more private in one step.
এখানে বলা হচ্ছে
(আপনার প্রোফাইল লক করুন) আপনার ফটো এবং পোস্টগুলিকে একধাপে আরও ব্যক্তিগত করুন।
- Only friends will see the photos, posts stories on your profile.
- Only friends will see your full-size profile picture and cover photo.
- People will still be able to search for you and send you friend request.
- শুধুমাত্র বন্ধুরা আপনার প্রোফাইলে ফটো,পোস্ট গল্প দেখতে পাবেন।
- শুধুমাত্র বন্ধুরা আপনার সম্পূর্ণ প্রোফাইল ছবি ও কভার ছবি দেখতে পাবেন।
- লোকেরা এখনো আপনাকে অনুসন্ধান করতে এবং আপনাকে বন্ধুর অনুরোধ পাঠাতে সক্ষম হবে।
এখন আপনার প্রোফাইল লক করার জন্য নিচের
(Lock your profile) লেখা বাটনে ক্লিক করুন। আপনার প্রোফাইল লক হয়ে যাবে।
(You locked your profile) only your friend can see the photos,posts and stories on your profile
(আপনি আপনার প্রোফাইল লক করেছেন)
শুধুমাত্র বন্ধুরা আপনার প্রোফাইলে ফটো পোস্ট গল্প দেখতে পারবে।
ফেসবুক প্রোফাইল আনলক করার নিয়ম
আপনি চাইলে আবার আপনার প্রোফাইল আনলক করতে পারবেন। আপনি যদি চান যে আপনার প্রোফাইল আনলক করবেন তাহলে নিচের লেখা অনুসরণ করুন।(১ ধাপ)
আপনার ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য উপরে মেনুতে ক্লিক করুন। এরপর আপনার প্রোফাইল ছবি এবং নামের উপর ক্লিক করুন। এখন আপনার প্রোফাইল ওপেন হয়েছে, নিচের দিকে দেখতে পাবেন
(you locked your profile)
আপনি এই লেখার উপর ক্লিক করুন। এখন দেখতে পাবেন Unlock অপশন, Unlock অপশনে ক্লিক দিন।(২ ধাপ )
এখন দেখুন আপনাকে বলা হচ্ছে
More people May see the photos,posts and stories on your profile
More people May see your full-size profile picture and cover picture
You can share photos, posts and stories with any one
আরো মানুষ আপনার প্রোফাইলে ফটো,পোস্ট এবং গল্প দেখতে পারে।
আরো মানুষ আপনার সম্পূর্ণ প্রোফাইল ছবি ও কভার ছবি দেখতে পারে।
এখন আপনি আপনার প্রোফাইল আনলক করার জন্য (Unlock your profile) লেখা বাটনে ক্লিক করুন। আপনার প্রোফাইল Unlock হয়ে যাবে। (You unlocked your profile)
More people May see the photos, posts and stories on your profile.
আপনার প্রোফাইলে আরো মানুষ ফটো,পোস্ট এবং গল্প দেখতে পারে।
এখন আপনার ফেসবুক প্রোফাইলটি সকল ফেসবুক ব্যবহারকারীদের কাছে উন্মুক্ত। এখন যে কেউ আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে পারবে এবং আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে।
আরো প্রয়োজনীয় পোষ্ট দেখুন👇👇👇
প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম
ফেসবুক একাউন্টের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন
ফেসবুক প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন
Post a Comment