ফেসবুক প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন করার নিয়ম।
প্রথমে আলোচনা করব ফেসবুক প্রোফাইল ছবি কি?
Facebook প্রোফাইল ছবি হচ্ছে একটি ফেসবুক ব্যবহারকারীর পরিচিতি। এই ফেসবুক প্রোফাইল ছবির মাধ্যমে একজন ব্যক্তি বা একজন ফেসবুক ব্যবহারকারী আরেকজন ফেসবুক ব্যবহারকারীকে সহজে চিনতে পারে। ফেসবুক জগতে সর্বপ্রথম যে ছবি প্রদর্শিত হয় সেই ছবি ফেসবুক প্রোফাইল ছবি। এই ফেসবুক প্রোফাইল ছবিতে কেউ নিজের ছবি অন্যের ছবি বা অন্য কোন ছবি ব্যবহার করে থাকে।
ফেসবুক প্রোফাইল ফটো সাইজ: 132×132 আপনি যে ছবি আপলোড করেন না কেন এটি বৃত্ত আকারে নির্দিষ্ট সাইজে দেখানো হবে।
ফেসবুক কভার ফটো কি?
ফেসবুক কভার ফটো হলো, ফেসবুক প্রোফাইলের উপরে থাকা একটি বড় ফটো। প্রোফাইলের উপরে এটি দৃশ্যমান হয়। এটি দেখতে হলে কেউ যদি আপনার প্রোফাইলে প্রবেশ করে তাহলে এই কভার ফটো দেখতে পায়।
ফেসবুক কভার ফটো সাইজ: 820×360 পিক্সেল।
৮২০ পিক্সেল চওড়া ৩৬০ পিক্সেল লম্বা। এটি ডেক্সটপ বা ল্যাপটপে পূর্ণরূপ দেখায়। আর স্মার্ট ফোনে এটি কম দেখায়।
এই সাইজে আপনার প্রয়োজনীয় এবং পছন্দের ছবি এডিট করে কভার ফটো হিসেবে যোগ করতে পারেন। এই কভার ফটো ফেসবুক জুড়ে ফেসবুক ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হবে।
ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)
ফেসবুক একাউন্টের প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন |
ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন। আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করার পর, উপরের ডান পাশে মেনু বারে ক্লিক করুন। মেনু বারে ক্লিক করার পর আপনার প্রোফাইল ছবি এবং নাম দেখা যাবে। আপনার নামের উপর ক্লিক করুন। এখন আপনার প্রোফাইল ছবি এডিট করার অপশন আসবে, আপনার প্রোফাইল ছবি পরিবর্তন করার জন্য প্রোফাইল ছবির উপরে ক্যামেরা আইকনে ক্লিক করুন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর একটি মেনু ওপেন হবে, সেখান থেকে আপনি ( Select profile picture) লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখানে থেকে আপনি যে ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে যোগ করতে চান সেটিতে ক্লিক দিন। এরপর আপনি যদি এই ছবিটি প্রোফাইল ছবি হিসেবে ফেসবুক ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান করতে চান তাহলে উপরে Save বাটনে ক্লিক করুন। এখন আপনার নতুন প্রোফাইল পিকচারটি আপলোড হবে এবং এটি ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত হবে।
ফেসবুক প্রোফাইল ছবিতে ফেরেম যোগ করার নিয়ম
কেউ যদি চায় যে নিজের ফেসবুক প্রোফাইল ছবিতে বিভিন্ন রকমের ফেরেম যোগ করবেন। তাহলে আপনি কিভাবে আপনার প্রোফাইল ছবিতে ফেরেম যোগ করবেন তা জানতে নিচের লেখা অনুসরণ করুন।(১ ধাপ)
ফেসবুক একাউন্টের প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন |
আপনার ফেসবুক প্রোফাইলে frame যোগ করার জন্য আপনার ফেসবুক প্রোফাইলের পাশে ক্যামেরা আইকনটিতে ক্লিক করুন। এরপর মেনু থেকে Add frame লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর আসবে আপনি কোন ধরনের ফেরেম ব্যবহার করতে চান তার তিনটি অপশন।
১. Suggested
2. Facebook
3. Flags
এখন আপনি এই অপশন থেকে যে ধরনের ফেরেম ব্যবহার করতে চান সেই লেখার উপর ক্লিক করুন। এছাড়াও আপনি চাইলে উপরে সার্চ বাড় থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি নাম লিখে সার্চ দিতে পারেন। যদি আপনার চার্জ দেওয়া কোন ফেরেম থাকে তাহলে আপনি তা দেখতে পাবেন।এখন আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ফেরেম দেখানো হচ্ছে আপনার প্রোফাইল ছবির সঙ্গে। এখান থেকে আপনি যে ফেরেম প্রোফাইল ছবির সঙ্গে ব্যবহার করতে চান সেইটাতে ক্লিক করুন।ক্লিক করলে আপনার প্রোফাইল ছবির সঙ্গে সংযুক্ত হবে। এখন আপনি প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করার জন্য সেভ বাটনে ক্লিক করুন। এখন এটি আপনার প্রোফাইল ছবি হিসেবে facebook ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হবে।
Facebook cover ছবি পরিবর্তন করার নিয়ম।
আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কভার ছবি পরিবর্তন করতে চান তাহলে কভার ছবির একটি সাইজ তৈরি করে আপনার পছন্দ অনুযায়ী এডিট করে আপনার গ্যালারিতে রাখুন। কভার ফটো সাইজ ৮২০ পিক্সেল চওড়া ৩৬০ পিক্সেল লম্বা। এ আকারের একটি ছবি আপনি এডিট করে আপনার গ্যালারিতে রাখতে পারেন কভার ফটো হিসেবে আপলোড করার জন্য। এছাড়াও আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি আপলোড করতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্টের কভার ছবি পরিবর্তন করার জন্য বা কভার ছবি যোগ করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ)
ফেসবুক একাউন্টের প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন |
ফেসবুক প্রোফাইলে কবার ছবি যোগ করার জন্য দেখুন আপনার প্রোফাইল ছবির পাশে আরেকটি ক্যামেরা আইকন এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর কতগুলো অপশন আসবে সেখান থেকে upload photo লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ছবি কভার ফটো হিসেবে যোগ করতে চান সেটিতে ক্লিক করুন। এটি আপনার কভার ফটো হিসেবে যোগ হবে। এরপর উপরে সেভ বাটনে ক্লিক করে আপনার কভার ফটো আপলোড করুন। এখন আপনার কভার ফটো আপলোড হবে। এই কভার ফটো আপনার ফেসবুক প্রোফাইলে প্রদর্শিত হবে।
আপনার আরো প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।👇👇👇
গুগল প্লে স্টোর কি/প্রয়োজনীয়তা এবং লগইন করার নিয়ম/Google Play store login
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম-Facebook Account create
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্য পরিবর্তন/Gmail account password change
ফেসবুক মানে কি? এবং ফেসবুকের বিভিন্ন ব্যবহার
জিমেইল কি? জিমেইল পরিচিতি ও প্রয়োজনীয়তা এবং ব্যবহার
জিমেইল অ্যাকাউন্ট তৈরি/Gmail account create
বিকাশ এজেন্ট ক্যাশ ইন করার নিয়ম
Post a Comment