আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র পাননি তারা অনলাইন থেকে সহজে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। এবং সেটি আপনার প্রয়োজনীয় সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য

এখানে ক্লিক করুন ক্লিক করার পর সরাসরি জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য রেজিস্টার অপশনে যাবে। এবং রেজিস্টার অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করুন। রেজিস্টার করার আগে এখানে ক্লিক করে এনআইডি ওয়ালেট অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এরপর রেজিস্ট্রেশন করার জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করুন। ছবিতে দেখানো ধাপ অনুসারে সমস্ত কার্যক্রম সম্পন্ন করুন।

 
জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম, NID download, new NID download, NID  download process জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা ,জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয়,জাতীয় পরিচয় পত্র সংশোধন, জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত বিষয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রশ্ন ও উত্তর, জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র, NID service, NID correction, NID correction questions and answer, NID correction, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
                         

নতুন এনআইডি ডাউনলোড করার জন্য অ্যাকাউন্ট রেজিস্টার। জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফরম নম্বর। নতুন জাতীয় পরিচয়পত্রের কাজ সম্পন্ন হলে রেজিস্ট্রেশনের সময় দেওয়া নাম্বারে এসএমএসের মাধ্যমে আপনার এনআইডি নাম্বার জানানো হবে। ফরম নাম্বার দিয়েও জাতীয় পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন করা যায় সে ক্ষেত্রে কোন কোন সময় কাজ করে না। তাই মেসেজ এর মাধ্যমে এনআইডি নাম্বার পাওয়ার পর জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর লেখা এখানে মেসেজের মাধ্যমে পাওয়া জাতীয় পরিচয় পত্র নম্বর দিন। এরপর জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র জন্য ফর্ম এ যে তারিখ দেওয়া হয়েছিল। এরপর ছবি দিয়ে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। উপরে লেখা কুটি সঠিকভাবে এখানে লিখুন। খুঁটি যদি বুঝতে না পারেন তাহলে ডান পাশে ক্লিক করে খুঁটি পরিবর্তন করে দিন। সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন। [দ্বিতীয় ধাপ] 

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম, NID download, new NID download, NID  download process জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা ,জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয়,জাতীয় পরিচয় পত্র সংশোধন, জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত বিষয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রশ্ন ও উত্তর, জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র, NID service, NID correction, NID correction questions and answer, NID correction, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

এরপর বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন। বর্তমান ঠিকানা,প্রথমে আপনার বিভাগ, তারপর জেলা, উপজেলা নির্বাচন করুন। এরপর স্থায়ী ঠিকানা, বিভাগ , জেলা, উপজেলা নির্বাচন করুন। সবকিছু সঠিকভাবে করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।[তৃতীয় ধাপ]

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম, NID download, new NID download, NID  download process জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা ,জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয়,জাতীয় পরিচয় পত্র সংশোধন, জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত বিষয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রশ্ন ও উত্তর, জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র, NID service, NID correction, NID correction questions and answer, NID correction, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

তৃতীয় ধাপে আপনার মোবাইল নম্বর দিন মোবাইল নাম্বার দেওয়ার পর বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার দেওয়া নাম্বারে ওটিপি আসবে পরবর্তীতে ওটিপি বক্সে ওটিপি নাম্বার দিন। [চতুর্থ ধাপ]

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম, NID download, new NID download, NID  download process জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা ,জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয়,জাতীয় পরিচয় পত্র সংশোধন, জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত বিষয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রশ্ন ও উত্তর, জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র, NID service, NID correction, NID correction questions and answer, NID correction, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

ওটিপি না পেলে পুনরায় পাঠান বাটনে ক্লিক করে ওটিপি পাঠান।ওটিপি বক্সে ওটিপি দেওয়ার পর বহাল বাটনে ক্লিক করুন বহাল বাটনে ক্লিক করার পর পরবর্তী।[পঞ্চম ধাপ]

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম, NID download, new NID download, NID  download process জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা ,জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয়,জাতীয় পরিচয় পত্র সংশোধন, জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত বিষয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রশ্ন ও উত্তর, জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র, NID service, NID correction, NID correction questions and answer, NID correction, আলিম টেলিকম, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom, Alim Telecom ctg, Alim Telecom ctg
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

প্রক্রিয়াটি শেষ করতে হলে 

১ আপনার মোবাইলে NID Wallet এপ্লিকেশনটি ইন্সটল  করুন। 

২। QR  স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন।

৩। যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।

আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা না  থাকলে NID wallet লেখায় ক্লিক করলে এনআইডি অ্যাপ ইনস্টল করার জন্য  ইনস্টল অপশনে নিয়ে যাবে। আর যদি আপনার মোবাইলে আগে থেকে এনআইডি ওয়ালেট  অ্যাপ  ইন্সটল করা থাকে তাহলে Tap to open  NID wallet লেখা লাল বাটনে ক্লিক করুন। [ষষ্ঠ ধাপ]

 লাল বাটনে ক্লিক করার পর এনআইডি ওয়ালেট অ্যাপ এ নিয়ে যাবে অ্যাপে যাওয়ার পর আপনার মুখ স্ক্যান করুন প্রথমে সোজাসুজি, এরপর ধীরে ধীরে ডানে, এরপর ধীরে ধীরে বামে,স্ক্যান করা সম্পন্ন হলে তিনটি ধাপে সবুজ টিক মার্ক আসবে, চেহারার যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সরাসরি আপনার প্রোফাইলে নিয়ে যাবে। আর যদি যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন না।



আরো প্রয়োজনীয় বিষয় দেখুন👇👇👇



মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা


জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা


 মৃত্যু নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট


 টিকা সনদপত্র যাচাই

   


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post