ইংলিশ গ্রামারের আরেকটি প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। একজন মানুষের গ্রামার সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হলে এই বিষয়গুলো জানার খুবই দরকার। পোস্টটি খুব ভালোভাবে পড়ে ইংলিশ গ্রামারের বিষয় জানতে পারবেন। Subject বা উদ্দেশ্য , Predicate বা বিধেয় এই দুটি বিষয় গ্রামারে গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি গ্রামার ভালোভাবে বুঝতে চায় তাহলে গ্রামারের প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে হবে। একজন মানুষ যদি ইংরেজি শিখতে চায় তাহলে গ্রামারের এই বিষয়গুলো খুবই ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। Subject = (উদ্দেশ্য ) Predicate = ( বিধেয় ) এই দুটি বিষয় নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Subject-Predicate উদ্দেশ্য এবং বিধেয় গ্রামার
Subject বা উদ্দেশ্য কাকে বলে?
Sentence বা বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে Subject বা উদ্দেশ্য বলে। যেমনঃ 1.Arif is playing = (আরিফ ফুটবল খেলছে) 2.Dogs bark at night = (কুকুর রাতে ঘেউ ঘেউ করে) এখানে Arif এবং Dog Subject বা উদ্দেশ্য।
Predicate বা বিধেয় কাকে বলে?
Subject বা কর্তা সম্পর্কে Sentence বা বাক্যের যে অংশে কিছু বসে, তাকে Predicate বা বিধেয় বলে। যেমনঃ (Arif is playing football) আরিফ ফুটবল খেলছে।
এখানে (Arif= Subject বা উদ্দেশ্য ) is playing football =Predicate বা বিধেয় )।
( You write a letter)= তুমি একটি চিঠি লেখ। এখানে, (You = Subject বা উদ্দেশ্য) write a letter = Predicate বা বিধেয়) কোন বাক্যে Subject কে Naming Part বা নামের অংশ এবং Predicate কে Telling Part বা বক্তব্যের অংশ হিসেবে উল্লেখ করা যায়। নিচে আরো কয়েকটি Subject and Predicate উদাহরণ দেওয়া যাক। He reads = ( সে পড়ে ) (He=Subject বা উদ্দেশ্য) (Reads= predicate বা বিধেয়)She Sings = ( সে গান করে) (She =Subject বা উদ্দেশ্য)(Sings =Predicate বা বিধেয়) I write a letter = (আমি চিঠি লিখি ) (I = Subject বা উদ্দেশ্য) (Write a letter = Predicate বা বিধেয়) You read a book = ( তুমি বই পড়) (You = Subject বা উদ্দেশ্য) (read a book = Predicate বা বিধেয়)
এই পোস্টে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে তা সংশোধনের জন্য পরামর্শ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আশা করি সবাই ভালো রেটিং দিবেন।
Post a Comment