Verb বা ক্রিয়া কাকে বলে?
যে word বা শব্দ দ্বারা কোন কিছু হওয়া, করা বা থাকা বুঝায় তাকে verb বা ক্রিয়া বলে।
যেমনঃ He goes home - সে বাড়িতে যায়।
এখানে goes শব্দ দ্বারা সে কি করে তা বুঝাচ্ছে। তাই এখানে goes verb।
Verb বা ক্রিয়া কত প্রকার ও কি কি?
( Classification of verb - ক্রিয়ার শ্রেনী বিভাগ )
Verb বা ক্রিয়া প্রধানত দুই প্রকার। যথাঃ-
- Finite verb
- Non finite verb
Finite verb কাকে বলে ?
যে verb কোন বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এবং Sentence এর Subject এবং Number অনুযায়ী যার রূপ পরিবর্তিত হয়, তাকে finite verb বলে।
যেমনঃ
- Rina reads book - রিনা বই পড়ে।
- Rahim sings a song - রহিম গান গাই ইত্যাদি।
Non finite verb কাকে বলে?
যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয় না এবং Number ও person দ্বারা যার রূপ নির্ণয় করা হয় না তাকে Non finite verb বলে। যেমনঃ
- Arif likes to sing.
- I heard him to singing
Finite verb কে আবার দু ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
- Principal verb - প্রধান বা মূল ক্রিয়া।
- Auxiliary verb - সাহায্যকারী ক্রিয়া।
Principal verb বা প্রধান ক্রিয়া কাকে বলে।
যে verb অন্য verb এর কোন সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে, Principal verb বা প্রধান ক্রিয়া বলে। যেমনঃ
- Hasan drinks tea - হাসান চা পান করে।
- I go to the market - আমি বাজারে যাই।
এখানে ব্যবহৃত drinks,go এই দুটি verb অন্য verb এর কোন সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই এই দুটি Principal verb বা প্রধান ক্রিয়া।
Read, Write,eat,run,laugh,cry, sleep,walk, play,see,sing,hear etc, Principal verb.
Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া কাকে বলে?
যে verb Principal verb কে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে,তাকে Auxiliary verb বলে।
যথাঃ- I am playing , আমি খেলছি)
He has eaten rice - সে ভাত খেয়েছে )
এখানে বাক্য দুটি am,has, verb গুলোর সাহায্য ছাড়া Playing, eaten ইত্যাদি Principal verb গুলো ব্যবহার করা যায় না।
Auxiliary verb, principal verb এর আগে বসে অর্থ প্রকাশে সাহায্য করে।
সুতরাং বোঝা যাচ্ছে,am, is,are,was,were,shall,will,has,have,had ইত্যাদি হল Auxiliary verbs .
এই auxiliary verb গুলোর নিজস্ব কোন অর্থ নেই। অন্য verb এর অর্থ প্রকাশে সাহায্য করাই এদের কাজ।
Principal verb কে আবার দু ভাগে বিভক্ত করা হয়েছে।
- Transitive verb - সকর্মক ক্রিয়া।
- Intransitive verb - অকর্মক ক্রিয়া।
Transitive verb সকর্মক ক্রিয়া কাকে বলে?
যে সব ক্রিয়ার কর্ম আছে বা থাকে অর্থাৎ যেসব verb বা ক্রিয়া একাকী sentence এর অর্থ সম্পন্ন করতে পারে না। অন্য কোন Word এর সাহায্য গ্রহণ করতে হয় সেগুলোকে Transitive verb বা সকর্মক্রিয়া বলে।
যেমনঃ I eat rice - আমি ভাত খাই । এই sentence এ eat, verb টির পরে Rice,Noun টি বসিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয়েছে। অতএব Rice,Noun টিকে object বা কর্ম বলে। এখানে eat verb টি Transitive.
Intransitive verb বা অকর্ম ক্রিয়া কাকে বলে?
যে ক্রিয়ার কর্ম নেই বা থাকে না অর্থাৎ, যে verb অন্য কোন Word এর সাহায্য ছাড়া sentence এর অর্থকে সম্পূর্ণ করতে পারে, তাকে Intransitive verb বা অকর্ম ক্রিয়া বলে।
যেমনঃ He goes - সে যায় ।
এ sentence এ 'goes ' verb টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। অতএব এখানে এই goes verb টি Intransitive।
Transitive verb বা সকর্ম ক্রিয়া চার প্রকার।যথাঃ-
- Factitive verb
- Reflexive verb
- Reciprocal verb
- Quasi passive verb
এই verb গুলোর আরো বিভিন্ন প্রকারভেদ রয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Post a Comment