আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

রপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is export

রপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is export

এই পোস্টে আলোচনা করা হবে রপ্তানি কি? একটি দেশের জন্য রপ্তানি কেন প্রয়োজন, উদাহরণসহ বিস্তারিত।

রপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is exportরপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is exportরপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is exportরপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is exportরপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is exportরপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is exportরপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is exportরপ্তানি কাকে বলে? সংজ্ঞা What is export
রপ্তানি কাকে বলে?What is export 


Export বা রপ্তানি কাকে বলে?

রপ্তানি = Export   
আল্লাহর এই সৃষ্টিজগতে, যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে সবগুলো রাষ্ট্র কিন্তু একই নয়। জলবায়ু, ভূ-প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ, এবং ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে একটি দেশ এক একরকম হয়। তাই সব দেশে সব রকমের পণ্য উৎপাদন হয় না। কোন দেশে একটি পণ্য উৎপাদন হলে, এটি দেখা যাচ্ছে আরেকটি দেশের উৎপাদন হয় না, একটি রাষ্ট্রে মানুষের প্রয়োজনীয় কিছু পণ্য উৎপাদন হয়, এবং আরো প্রয়োজনীয় কিছু পণ্য অন্যান্য দেশে উৎপাদন হয়। কিন্তু মানুষের প্রয়োজন কিছুই বুঝতে চাই না, একজন মানুষ বা একটি রাষ্ট্রের প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় পণ্য অবশ্যই দরকার।

 তাই নিজের এবং দেশের প্রয়োজন মেটাতে সুযোগ-সুবিধা অনুযায়ী নিজের দেশে যে পণ্য উৎপাদন করা যায় সে পণ্য উৎপাদনের চেষ্টা করে। কিন্তু যে প্রয়োজনীয় পণ্য নিজের দেশে উৎপাদন করা যায় না সে পণ্য অন্য দেশ থেকে সংগ্রহ করতে হয়। আবার যে পণ্য অন্য দেশ উৎপাদন করতে পারে না সে পণ্য উৎপাদনশীল দেশ রপ্তানি করতে পারে।
পণ্য উৎপাদনের এরূপ বিশেষায়ণ  ফলে পৃথিবীর একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল হয়। এ ধরনের পারস্পরিক প্রয়োজনীয়তা থেকে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের বাণিজ্য তৈরি হয়।  
সুতরাং, সহজ ভাবে বলা যায় যে, কোন একটি উৎপাদনশীল দেশ, তার দেশের একটি উৎপাদন বা সেবা সামগ্রী অন্য একটি দেশে বিক্রয় করে, তাকে রপ্তানি বলে। এ ধরনের বিক্রয়কে রপ্তানি বা রপ্তানি বাণিজ্য বলা হয়।

 দুটি দেশের মধ্যে এরূপ লেনদেন হলে তাহলে একটি দেশ তার প্রয়োজন মেটাতে পারে। এ কারণে দুটি দেশের মধ্যে পণ্য দব্যের আদান-প্রদান হয়। এ আদান-প্রদান দেশীয় ও আন্তর্জাতিক নিয়ম-নীতি অনুসরণ করে সম্পন্ন করতে হয়। 

কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আইন অনুযায়ী অন্য দেশে পণ্য বিক্রয় করে তাহলে তাকে রপ্তানি কারক বলে। 
এই রপ্তানির মাধ্যমে একটি উৎপাদনশীল দেশ অন্য একটি দেশে তার পণ্য সামগ্রী রপ্তানি করে অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। এই বৈদেশিক মুদ্রা অর্জনের ফলে একটি দেশ উন্নতির দিকে অগ্রসর হয়। 
আবার যে দেশ তার প্রয়োজনীয় পণ্য উৎপাদন করতে পারে না, সেই দেশ অন্য দেশ থেকে তার প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে তার দেশের জনগণের প্রয়োজন মেটাতে পারে। 
সুতরাং রপ্তানি বাণিজ্য একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে দেশ নিজের দেশে পণ্য উৎপাদন করে, এবং নিজের দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশে পণ্য রপ্তানি করে সে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং দেশকে উন্নত করতে পারে। 

আমাদের দেশে বিভিন্ন রপ্তানি খাত রয়েছে, যেমনঃ 

সবচেয়ে বড় খাত হচ্ছে, পোশাক শিল্প, এরপর রয়েছে টেক্সটাইল, চামড়া ও চামড়া জাত পণ্য, ওষুধ, বাইসাইকেল, প্লাস্টিক পণ্য, কৃষি পণ্য, পাট ও পাটজাত পণ্য ইত্যাদি। এছাড়াও আরো বিভিন্ন প্রয়োজনীয় পণ্য রপ্তানি খাত রয়েছে। ভবিষ্যতে আরও প্রয়োজনীয় পণ্য রপ্তানি খাত তৈরি হবে ইনশাআল্লাহ। 

এই পোস্টে কোনরকম লেখা ভুল হলে অনুগ্রহ করে সংশোধনের পরামর্শ দিন। 


আপনার আরো প্রয়োজনীয় বিষয় দেখুন👇👇👇 




















Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post