আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Grammar Parts of Speech-পদ প্রকরণ

Grammar Parts of Speech-পদ প্রকরণ

English  Grammar এর আরেকটি প্রয়োজনীয় বিষয়।
Parts of Speech  পদ প্রকরণ কাকে বলে।Parts of Speech কত প্রকার ও কি কি উদাহরণস্বরূপ।

Grammar Parts of Speech,পদ প্রকরণ Grammar Parts of Speech, Grammar Parts of Speech,পদ প্রকরণ,
Grammar Parts of Speech পদ প্রকরণ 


Parts of Speech বা পদ প্রকরণ কাকে বলে?


 ইংরেজি ভাষায় অনেকগুলি word বা শব্দ আছে। এ Word বা শব্দগুলো  Sentence এ ব্যবহারিত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এদের কোন Word দ্বারা নাম বুঝায়, কোন Word বা শব্দ নামের পরিবর্তে বসে। কোন কোন Word কাজের অবস্থা বা প্রকৃতি নির্ণয় করে, কোন Word দুটি Word বা Sentence কে যুক্ত করে, কোনোটি বাক্যের অপরাপর Word এর সাথে সম্পর্ক প্রকাশ করে। আবার কোন শব্দ মনের আবেগ, আনন্দ অনুভূতি প্রকাশ করে।
তাই বলা যায়, Sentence বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক Word বা শব্দ কে Parts of Speech বা পদ প্রকরণ বলে।
যেমনঃ 
 Kamal  has a pen = (কামালের একটি কলম আছে)
এখানে কামাল একজন ব্যক্তির নাম, এবং কলম একটি বস্তুর নাম প্রকাশ করেছে।
 Kamal is a good boy = ( কামাল  একজন ভাল ছেলে। 
এখানে Good দিয়ে কামাল কেমন লোক তা বুঝাচ্ছে। Good এবং Kamal Parts of Speech  বা পদ প্রকরণ। 
Sentence বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি  অর্থবোধক শব্দ Parts of Speech বা পদ প্রকরণ। 

Parts of Speech বা পদ প্রকরণ কত প্রকার ও কি কি? 

Parts of Speech ৮  প্রকার। যথাঃ 

  1. Noun           =  বিশেষ্য
  1. Pronoun     =  সর্বনাম
  1. Adjective   =  বিশেষণ
  1. Verb            =  ক্রিয়া
  1. Adverb        = ক্রিয়া বিশেষণ
  1. Preposition =  সম্বন্ধ সূচক অব্যয়
  1. Conjunction = সংযোজক অব্যয়
  1.  Interjection =  আবেগ সূচক অব্যয়।

নিচে  এই আটটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

 1.Noun বা বিশেষ্য কাকে বলে? 

কোন  কিছুর নাম বুঝালে ,তাকে  Noun বলে।

উদাহরনঃ Kamal has a pen এখানে Kamal একজন মানুষের  নাম,   Pen একটি বস্তুর নাম। 

2.Pronoun বা সর্বনাম কাকে বলে?

Noun  এর  পরিবর্তে যে word বা শব্দ ব্যবহৃত হয়, তাকে Pronoun বা সর্বনাম বলে।
যেমনঃ   He has two brothers =তার দুটি ভাই আছে।
এখানে একজন ব্যক্তির পরিবর্তে, He বসেছে। 

3. Adjective বা বিশেষণ কাকে বলে? 

যেসব   Word বা শব্দ Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি বুঝায়, তাকে Adjective বলে। 
যেমনঃ Kamal is a good boy=কামাল  একজন ভালো ছেলে।
এখানে কামাল কেমন ছেলে তা, Good শব্দের মাধ্যমে তার গুণ বুঝাচ্ছে। 

4. Verb বা ক্রিয়া  কাকে বলে? 

যে Word  বা শব্দ দ্বারা কোন কিছু হওয়া, করা বা থাকা বুঝায়, তাকে Verb বা ক্রিয়া বলে।
যেমনঃ He  goes home = এখানে goes শব্দ দ্বারা সে কি করে বুঝাচ্ছে। goes হচ্ছে Verb.

5. Adverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে?

যে Word  বা শব্দ কোন Verb, Adjective বা অন্য কোন Adverb এর অর্থ কে সুস্পষ্ট করে, তাকে Adverb বা ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ  Kamal Walk fast = কামাল দ্রুত হাঁটে। এখানে কামাল কিভাবে হাঁটে তা fast শব্দ দ্বারা বুঝাচ্ছে। তাই fast শব্দটি Adverb।

6.Preposition বা সম্বন্ধ সূচক অব্যয় কাকে বলে। 

যে Word  বা শব্দ কোন Noun বা Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন Word এর সাথে ঐ Noun বা Pronoun এর সম্বন্ধ বুঝিয়ে দেয়,তাকে Preposition বা  সম্বন্ধ সূচক অব্যয় বলে।
যেমনঃ The pen is on the table =  কলম টি টেবিলের উপর । এখানে On  শব্দটি বই ও টেবিলের মধ্যে সম্বন্ধ স্থাপন করেছে। On শব্দটি preposition. 

7. Conjunction বা সংযোজক অব্যয় কাকে বলে।

যে world  বা শব্দ একাধিক Word বা ‌‌‌‌‌ শব্দ sentence বা বাক্য কে যুক্ত করে তাকে Conjunction বা সংযোজক অব্যয় বলে। 
যেমনঃ Kamal and jamal  two brothers =  কামাল এবং জামাল দুই ভাই।
এখানে And দ্বারা কামাল এবং জামাল এই দুটো শব্দকে যোগ করা হয়েছে। তাই এখানে and Conjunction বা  সংযোজক অব্যয়।

8. Interjection  বা আবেগ সূচক অব্যয় কাকে বলে? 

যে Word  বা শব্দ মনের আবেগ, আনন্দ ,সুখ ,দুঃখ বিস্ময় প্রকাশ করে তাকে Interjection বা আবেগ সূচক অব্যয় বলে। যেমনঃ Alas! I am undone =এখানে alas শব্দটি মনের আবেগ বা দুঃখ প্রকাশ করেছে। তাই Alas শব্দটি interjection  বা আবেগ সূচক অব্যয়।

নিচে  আরও কয়েকটি উদাহরণ দেওয়া গেল।

1. Noun = Alim,Kamal,Dhaka,Cow,Water ইত্যাদি।
2. Pronoun = I,You,He,His,Her ইত্যাদি।
3. Adjective = Good,Bad,Red, Strong  ইত্যাদি।
4. Verb =  Do,Go,Came,Eat,Read ইত্যাদি।
5. Adverb = Past, Quickly,Slowly etc.
6. Preposition = On,In,To,Of, Into  ইত্যাদি।
7. Conjunction = But,And,Or etc.
8. Interjection = Hurrah!,Alas!,  Bravo! ইত্যাদি। 


Read More: 👇👇👇 




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post