আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Transitive verb কাকে বলে?কত প্রকার ও কি কি

Transitive verb কাকে বলে?কত প্রকার ও কি কি

 সম্মানিত পাঠক পাঠিকা বৃন্দ                   (আসসালামু আলাইকুম) 
আশা করি সকলে ভালো আছেন ।
Verb  বা  ক্রিয়া সম্পর্কে পূর্বে আলোচনা  করা হয়েছে। Transitive verb কি কিভাবে এসেছে এবং এর আগের প্রকারভেদ জানতে হলে আগের পোস্ট দেখুন। আগের পোস্ট দেখার জন্য এখানে ক্লিক করুন। আগের পোস্ট যদি দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন।  



Transitive verb বা  সকর্ম ক্রিয়া কাকে বলে?  


যে  সব  ক্রিয়ার কর্ম আছে বা থাকে অর্থাৎ যেসব verb একাকী Sentence এর অর্থ সম্পূর্ণ করতে পারে না। অন্য কোন Word  এর সাহায্য গ্রহণ করতে হয় সেগুলোকে Transitive verb বা সকর্ম ক্রিয়া বলে। 

I eat rice - আমি ভাত খাই। 


Transitive verb চার প্রকার। যথাঃ

  1. Factitive verb 
  2. Reflexive verb 
  3. Reciprocal verb 
  4. Quasi passive verb  


Transitive verb কাকে বলে?কত প্রকার ও কি কি
Transitive verb কাকে বলে? কত প্রকার ও কি কি 


Factitive verb কাকে বলে? 

যে সব transitive verb এর object ছাড়াও অন্য আরেকটি word এর সাহায্য নিয়ে বাক্যের অর্থ পরিপূর্ণ করতে হয় তাকে Factitive verb বলে।এবং যে নতুন word টি ব্যবহার করতে হয় তাকে Factitive object  বলে। 

যেমনঃ 

We call  him  a fool. 

Allah made him great 
উপরের বাক্যে  call  ,made Transitive verb। এদের কাজগুলো object him দ্বারা নিষ্পন্ন হচ্ছে না, তাই যথাক্রমে great,fool  এর ব্যবহার প্রয়োজন হয়েছে। তাই উপরোক্ত  verb গুলোকে Factitive verb বলে ।


Reflexive verb কাকে বলে? 


যে সব verb এর subject ও object একই ব্যক্তি বা বস্তু হয়,তাকে Reflexive Verb বলে।

যেমনঃ

  •  She killed herself - সে নিজেকে হত্যা করেছে বা আত্মহত্যা করেছে।
  • He laid himself down - সে নিজেকে শুইয়ে দিল বা শয়ন করল

 উপরের sentence গুলোর subject ও object একই ব্যক্তি। তাই laid, killed Reflexive Verb. 


Reciprocal verb কাকে বলে। 


যে Transitive verb টি পরস্পর subject ও object এর মাধ্যমে নিষ্পন্ন হয় বা বোঝায় তাকে Reciprocal  verb বলে। 

যেমনঃ
They are helping one another -  তারা একে অপরকে সাহায্য করছে। এই sentence এ কাজটি একজন আরেকজনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। 


Quasi - passive verb    কাকে বলে? 


যে সব verb দেখতে Active, কিন্তু passive   এর অর্থ প্রকাশ করে তাকে Quasi - passive verb বলে।  

যেমনঃ   
Rice sells cheap - Rice is sold cheap etc.   



Intransitive verb আবার তিন প্রকার। যথাঃ- 

  1. Causative verb 
  2. Prepositional বা group verb 
  3. Incomplete verb  



Causative verb কাকে বলে ? 

 

কর্তা যখন নিজে কাজ না করে অন্যজন কর্তৃক কৃত কর্মের ফল ভোগ করে  তখন তাকে, Causative verb বলে। 

সাধারণ Adjective এর শেষে en যোগ করে Causative verb গঠন করা হয়। 

যেমনঃ
 sweet + en = sweeten 
Ripe + en = Ripen 
Black + en = Blacken 


 Prepositional  বা Group verb  কাকে বলে? 


Intransitive verb এর পরে preposition যোগে Transitive verb হলে  একে prepositional বা group verb বলে।  

যেমনঃ  

  •  He laughed at me  
  • They dispaired  of success 

 আলোচ্য বিষয় হচ্ছে  Laughed ও dispaired  verb দ্বয় Intransitive, কিন্তু  preposition at,of যোগে Transitive হয়েছে । তাই এরা Prepositional verb । 


Incomplete verb কাকে বলে? 


যে সব Intransitive verb অন্য শব্দের সাহায্য ব্যতীত sentence  এর অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারেনা , তাকে Incomplete verb বলে। যে সব শব্দ যোগ করে অর্থ পরিপূর্ণ করা হয়, তাকে Complement বলা হয়।

যেমনঃ 

He is a boy -  সে একজন বালক
Rahul is my student - রাহুল আমার ছাত্র।

এই বাক্য দুটিতে boy ও Student যুক্ত না হলে verb অর্থ প্রকাশ করতে পারত না। তাই এক্ষেত্রে is হচ্ছে Compliment verb । 










প্রিয়  viewers  এই পোস্টে কোন রকম ভুল হয়ে থাকলে অনুগ্রহ করে সংশোধনের পরামর্শ দিবেন। 








Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post