সম্মানিত পাঠক পাঠিকা বৃন্দ (আসসালামু আলাইকুম)
আশা করি সকলে ভালো আছেন ।
Verb বা ক্রিয়া সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। Transitive verb কি কিভাবে এসেছে এবং এর আগের প্রকারভেদ জানতে হলে আগের পোস্ট দেখুন। আগের পোস্ট দেখার জন্য এখানে ক্লিক করুন। আগের পোস্ট যদি দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন।
Transitive verb বা সকর্ম ক্রিয়া কাকে বলে?
যে সব ক্রিয়ার কর্ম আছে বা থাকে অর্থাৎ যেসব verb একাকী Sentence এর অর্থ সম্পূর্ণ করতে পারে না। অন্য কোন Word এর সাহায্য গ্রহণ করতে হয় সেগুলোকে Transitive verb বা সকর্ম ক্রিয়া বলে।
I eat rice - আমি ভাত খাই।
Transitive verb চার প্রকার। যথাঃ-
- Factitive verb
- Reflexive verb
- Reciprocal verb
- Quasi passive verb
Transitive verb কাকে বলে? কত প্রকার ও কি কি |
Factitive verb কাকে বলে?
যে সব transitive verb এর object ছাড়াও অন্য আরেকটি word এর সাহায্য নিয়ে বাক্যের অর্থ পরিপূর্ণ করতে হয় তাকে Factitive verb বলে।এবং যে নতুন word টি ব্যবহার করতে হয় তাকে Factitive object বলে।
যেমনঃ
We call him a fool.
Allah made him great
উপরের বাক্যে call ,made Transitive verb। এদের কাজগুলো object him দ্বারা নিষ্পন্ন হচ্ছে না, তাই যথাক্রমে great,fool এর ব্যবহার প্রয়োজন হয়েছে। তাই উপরোক্ত verb গুলোকে Factitive verb বলে ।
Reflexive verb কাকে বলে?
যে সব verb এর subject ও object একই ব্যক্তি বা বস্তু হয়,তাকে Reflexive Verb বলে।
যেমনঃ
- She killed herself - সে নিজেকে হত্যা করেছে বা আত্মহত্যা করেছে।
- He laid himself down - সে নিজেকে শুইয়ে দিল বা শয়ন করল।
উপরের sentence গুলোর subject ও object একই ব্যক্তি। তাই laid, killed Reflexive Verb.
Reciprocal verb কাকে বলে।
যে Transitive verb টি পরস্পর subject ও object এর মাধ্যমে নিষ্পন্ন হয় বা বোঝায় তাকে Reciprocal verb বলে।
যেমনঃ
They are helping one another - তারা একে অপরকে সাহায্য করছে। এই sentence এ কাজটি একজন আরেকজনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়।
Quasi - passive verb কাকে বলে?
যে সব verb দেখতে Active, কিন্তু passive এর অর্থ প্রকাশ করে তাকে Quasi - passive verb বলে।
যেমনঃ
Rice sells cheap - Rice is sold cheap etc.
Intransitive verb আবার তিন প্রকার। যথাঃ-
- Causative verb
- Prepositional বা group verb
- Incomplete verb
Causative verb কাকে বলে ?
Post a Comment