আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Adverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি

Adverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি

 এই পোস্টে আলোচনা করা হয়েছে ইংলিশ গ্রামারের Adverb বিষয় নিয়ে। Adverb কাকে বলে? কত প্রকার ও কি কি 
এই ক্রিয়া বিশেষণ টি parts of speech এর একটি প্রকারভেদ। আরো বিভিন্ন প্রকার সম্পর্কে জানতে আমাদের ব্লগে সার্চ করুন। 

Adverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কিAdverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কিAdverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি
Adverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি 


Adverb বা ক্রিয়া বিশেষণ কাকে বলে?

যে word বা শব্দ কোন verb, adjective বা অপর adverb এর অর্থ বিশেষভাবে প্রকাশ করে,তাকে Adverb বলে।

যেমনঃ

  •  Arif walks slowly -  আরিফ ধীরে ধীরে হাঁটে। 
  • The horse run fast - ঘোড়া দ্রুত দৌড়ায়। 
  • Stand up now - এখন দাঁড়াও।

১ নং বাক্যে slowly শব্দ দ্বারা আরিফ কিভাবে হাঁটে তা বুঝাচ্ছে। 
২ নং বাক্যে fast শব্দ দ্বারা ঘোড়া কিভাবে দৌড়ায় তা বুঝাচ্ছে।
৩ নং বাক্যে now শব্দ দ্বারা ক্রিয়ার  কাজ কখন কিভাবে করা হবে তা বোঝা যাচ্ছে।

fast, slowly,now এ শব্দ গুলো adverb বা ক্রিয়া বিশেষণ। 

Adverb বা ক্রিয়া বিশেষণ তিন প্রকার। যথাঃ 

  1. Simple adverb
  1. Relative or conjunctive adverb 
  1. Interrogative adverb 


Simple adverb কাকে বলে? 


যে adverb শুধু কোন word বা  sentence কে modify করে তাকে simple adverb বলে। 

Simple adverb কে সাত ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ- 

  1. Adverb of time 
  1. Adverb of place
  1. Adverb of manner 
  1. Adverb of quantity or degree or number
  1. Adverb of cause and effect
  1. Adverb of order
  1. Adverb of affirmation and negation   


Adverb of time কাকে বলে? 


যে verb দ্বারা ক্রিয়ার কাল নির্দেশ করে , তাকে  Adverb of time বলে।

যেমনঃ Now, today,tomorrow ইত্যাদি। 


Adverb of place কাকে বলে? 


যে adverb কোন verb এর কার্য সম্পাদন হওয়ার স্থান নির্দেশ করে, তাকে adverb of place বলে। যেমনঃ Here,there,near,every where ইত্যাদি।


Adverb of manner কাকে বলে? 


যে adverb ক্রিয়া নিষ্পন্ন করার অবস্থা নির্দেশ করে, তাকে Adverb of manner বা quality বলে। 

যেমনঃ 
Thus,so,hardly etc. 


Adverb of quantity or degree of number কাকে বলে? 

যে adverb দ্বারা পরিমাণ,কোন কিছুর তারতম্য বা সংখ্যা নির্দেশ করে তাকে, Adverb of quantity or degree of number বলে। 

যেমনঃ almost,much, little,too ইত্যাদি। 


Adverb of cause and effect কাকে বলে? 


যে Adverb কারন ও ফলাফল নির্দেশ করে তাকে, Adverb of cause and effect বলে।

যেমনঃ why,hence, therefore,so ইত্যাদি।


Adverb of order কাকে বলে? 


যে Adverb ক্রম নির্দেশ করে,তাকে Adverb of order বলে। 

যেমনঃ Fast, second, third ইত্যাদি। 

Adverb of affirmation and negation কাকে বলে? 


যে Adverb দ্বারা বাক্যে হাঁ বা না নির্দেশ করে তাকে, Adverb of affirmation and negation বলে।

যেমনঃ Yes,No, really, exactly,may be,not ইত্যাদি।



Adverb বা ক্রিয়া বিশেষণ এর বাকী দুটি প্রকার  নিচে দেওয়া হল।


Relative adverb কাকে বলে?


যে Adverb পূর্ববর্তী কোন noun এর সাথে সম্বন্ধ বা সঙ্গতি রক্ষা করে দুটি  sentence কে যুক্ত করে, তাকে Relative adverb  বলে। Conjunction এর কাজ করে বলে এটিকে conjunctive adverb ও বলে।

 যেমনঃ
 He knows where I live - সে জানে আমি কোথায় থাকি।
I know what he eats -  আমি জানি সে কি খায়। 
বাক্য দুই টিতে where ও what relative adverb । 


Interrogative adverb কাকে বলে? 

যে Adverb দ্বারা কোন কিছু জিজ্ঞেস করা হয়, তাকে Interrogative Adverb বলে। 

যেমনঃ 
How are you?  তুমি কেমন আছো। 
What did you do? তুমি কি করেছিলে।
How,what এই শব্দ দ্বারা জিজ্ঞেস করা হয়েছে, তাই How এবং What Interrogative Adverb



আরো দেখুন 👇👇👇 


Verb বা ক্রিয়া কাকে বলে?কত প্রকার ও কি কি উদাহরণসহ  


Transitive verb কাকে বলে? কত প্রকার ও কি কি  


Degree / comparison of adjective বিশেষণ এর তুলনা  


Pronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কি 






 




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post