ইংরেজি বর্ণ ও বর্ণমালা কি? উদাহরণসহ বিস্তারিত |
ইংরেজি বর্ণ ও বর্ণমালা কি?
LETTER = বর্ণ
ALPHABET = বর্ণমালা
Letter বা বর্ণ কাকে বলে?
মানুষ বিভিন্ন ভাষায় ও বিভিন্ন ধ্বনির সাহায্যে মনের ভাব প্রকাশ করে থাকে। কিন্তু লিখিত ভাষায় এসব প্রকাশ করার জন্য প্রত্যেকটির জন্য নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এসব সাংকেতিক চিহ্নকে বাংলাতে বর্ণ এবং ইংরেজিতে Letter বলে।
সুতরাং ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাদের প্রত্যেকটিকে Letter বা বর্ণ বলা হয়। প্রত্যেকটিকে আবার অক্ষর হিসেবেও বলা যেতে পারে।
( ইংরেজি Letter এর কয়েকটি সমষ্টিকে বর্ণমালা বা Alphabet বলা হয়)
( ইংরেজি ভাষার বর্ণ ২৬ টি )
ইংরেজি Letter বা বর্ণ দুই প্রকার
- Capital letter ( বড় হাতের অক্ষর)
- Small Letter (ছোট হাতের অক্ষ)
Capital letters দুই প্রকারঃ
- ছাপার Capital letters
উদাহরণঃ A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z
2.Capital hand Writing বা script letters
Small letters ও দুই প্রকারঃ
1. ছাপার Small letters
উদাহরণঃ a,b,c,d,e,f,g,h,I,j,k,l,m,n,o,p,q,r,s,t,u,v,w,x,y,z
2. Small hand writing বা script letters
এই ইংরেজি বর্ণ গুলি লেখার জন্য কয়েকটি নিয়ম কানুন আছে। এ বর্ণ সঠিকভাবে পাশাপাশি লিখলে বর্ণমালা তৈরি হয় এবং এটির একটি সঠিক অর্থ প্রকাশ পায়। মানুষ তার মনের ভাব মুখে প্রকাশ করা ছাড়াও লিখে প্রকাশ করতে পারে এই ইংরেজি বর্ণ গুলি দিয়ে।
ইংরেজি বর্ণ ও বর্ণমালা কি? উদাহরণসহ বিস্তারিত |
আমাদের দেশে ইংরেজি বর্ণমালা শেখার প্রয়োজনীয়তা কি?
ইংরেজি বর্ণমালা ইংরেজদের রাষ্ট্রীয় ভাষার অক্ষর। ইংরেজি ভাষা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে স্বীকৃত। বিশ্বের যে কোন মানুষের সঙ্গে কথা বলতে হলে এই ইংরেজি ভাষা জানতে হয় ইংরেজি ভাষা শিখতে হলে বা ইংরেজি পড়তে হলে এই ইংরেজি বর্ণমালা জানতে হবে। এছাড়াও জ্ঞান অর্জনের লক্ষ্যে ইংরেজি বর্ণ এবং বর্ণমালা শেখা প্রয়োজন হয়।
কয়েকটি বর্ণের সমষ্টিকে Alphabet বা বর্ণমালা বলা হয়।
Alphabet উচ্চারণের দিক দিয়ে দুভাবে বিরক্ত করা হয়েছে।
1. Vowel ( স্বরবর্ণ )
2. Consonant (ব্যঞ্জনবর্ণ )
Vowel বা স্বরবর্ণ কাকে বলে?
যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয়, তাদেরকে vowel বা স্বরবর্ণ বলা হয়।
উদাহরণঃ A,E,I,O,U এই পাঁচটি অক্ষর ইংরেজি স্বরবর্ণ বা Vowel. এই পাঁচটি ইংরেজি অক্ষর অন্য কোন অক্ষরের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারণ হতে পারে। এই পাঁচটি অক্ষর উচ্চারণ করার সময় অন্য কোন অক্ষর উচ্চারিত হয় না। যেমনঃ (A)a(E)e(I)I(O)o(U)u এই পাঁচটি অক্ষর উচ্চারণ করার সময় অন্য কোন অক্ষর আসছে না।
Consonant বা ব্যঞ্জনবর্ণ কাকে বলে?
যে সকল বর্ণ Vowel এর সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাদেরকে Consonant বা ব্যঞ্জনবর্ণ বলে।
উদাহরণঃ (B)+e(C)+e(D)+e এই তিনটি অক্ষর উচ্চারণ করার সময় E Vowel বা স্বরবর্ণ উচ্চারিত হয়েছে।
ইংরেজি বর্ণ ২৬ টি পাঁচটি Vowel বা স্বরবর্ণ, বাকি ২১ টি Consonant বা ব্যঞ্জনবর্ণ।
২১ টি Consonant বা ব্যঞ্জনবর্ণ হচ্ছে, B,C,D,F,G,H,J,K,L,M,N,P,Q,R,S,T,V,W,X,Y,Z
আবার Consonant বা ব্যঞ্জন বর্ণের দুটি অক্ষর কখনো কখনো Vowel স্বরবর্ণ ও Consonant বা ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হয়। (W এবং Y ) অতএব W এবং Y দুটি Vowel ও Consonant উচ্চারিত হয় বলে, এদেরকে semi vowel বলা হয়।
VowelSound কাকে বলে?
ইংরেজি বর্ণমালা Vowel -Sound স্বরবর্ণ পাঁচটি a,e,i,o,u প্রত্যেকটি শব্দে ব্যবহার অনুসারে উচ্চারণ ভিন্ন হয় বলে এগুলোকে Vowel -Sound বলে।
Vowel Sound চার প্রকারের উচ্চারণ হয়ে থাকে। যেমনঃ 1.Short Sound ( হ্রস্ব স্বর )
2. Middle Sounds (মধ্য স্বর)
3. Long sound ( দীর্ঘ স্বর )
4.Broad Sound (ব্যপক স্বর)
Diphthong ( যৌগিক স্বর ধ্বনিঃ অনেক সময় দুটি Vowel স্বরবর্ণ একসাথে মিলে উচ্চারিত হয়, তখন তাকে Diphthong বা যৌগিক স্বরধ্বনি বলে।
উদাহরণঃ Rain = বৃষ্টি, Main = প্রধান,। (a+I)=(a+i)
বিকাশে লেনদেনের হিসাব রাখার নিয়ম
ইংলিশ গ্রামার কাকে বলে? গ্রামার শেখার প্রয়োজনীয়তা
Post a Comment