আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Degree/Comparison of adjective বিশেষণ এর তুলনা

Degree/Comparison of adjective বিশেষণ এর তুলনা

 Degree of Adjective কাকে বলে? 


কোন ব্যক্তি,বস্তু বা অবস্থার তুলনায় Adjective  এর যে ভিন্ন ভিন্ন রূপ হয়, তাকে degree of Adjective বলে। 

Degree of  Adjective ৩ প্রকার।যথাঃ- 

1.  Positive degree - সাধারণ মান।
2. Comparative - তুলনামূলক মান।
3. Superlative  - পরম মান । 

Degree/Comparison of Adjective বিশেষণ এর তুলনা
Degree/Comparison of Adjective বিশেষণ এর তুলনা 



Positive degree কি?  


এটি হচ্ছে Adjective এর রূপ। অর্থাৎ Positive degree তে কোন ব্যক্তি, বস্তু বা অবস্থার তুলনা করা হয় না। ফলে Adjective এর কোন পরিবর্তন হয় না। যেমনঃ Kamal is a good student. এখানে good এর কোন পরিবর্তন হয়নি। Good, Better, Best ইত্যাদি।


Comparative degree কাকে বলে?


যখন দু জন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন Adjective এর Comparative degree হয়। 
মনে রাখতে হবে, Comparative degree এর পরে then বসে। যেমনঃ Kulsum  is (better than) Liza. 
(কুলসুম লিজার চেয়ে ভালো)


Superlative পরম মান কি? 


তিন বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন। Adjective বা বিশেষণ এর যে তুলনা হয় তাকে Superlative বলা হয়। 
 মনে রাখতে হবে Superlative degree  এর পরে of এবং আগে the বসে। 
যেমনঃ Kulsum is the best student of class five.


Adjective এর comparative ও Superlative degree গঠন করার নিয়ম।

 ১ Syllable বিশিষ্ট Adjective এর শেষে "er" যোগ  করে Comparative এবং 'est' যোগ করে Superlative degree গঠন  করা হয়।

উদাহরণঃ 

( Positive degree - সাধারণ মান ) 

Rich - ধনী 
 Small - ছোট
Great - মহান  
Hard - কঠিন
Poor -  গরিব
Black - কালো 
Bright -  উজ্জ্বল
High -  উচ্চ
Dear -  প্রিয় ইত্যাদি।

এই Adjective  গুলোর সঙ্গে 'er' যোগ করে, Comparative degree এবং 'est' যোগ করে Superlative degree গঠন করা হয়।

(Comparative degree - তুলনামূলক মান ) 

  • Richest 
  • Smaller
  • Greater
  • Harder 
  • Poorer 
  • Blacker
  • Brighter 
  • Higher 
  • Taller 
  • Dearer  ইত্যাদি Comparative degree । 

( Superlative degree - পরম মান ) 

  • Richest 
  • Smallest 
  • Greatest 
  • Hardest 
  • Poorest 
  • Blackest 
  • Brightest 
  • Highest 
  • Tallest 
  • Dearest  ইত্যাদি Superlative degree.

উদাহরণস্বরূপঃ 

  • Rich - richer - richest
  • Small - smaller - smallest 
  • Great - greater- greatest etc.


মনে রাখার বিষয় হচ্ছে, positive degree এর শেষে 'e' হলে 'er' ও 'est' যোগ না করে শুধুমাত্র 'r' এবং 'st' যোগ করে Comparative এবং Superlative degree গঠন করতে হয়।

যেমনঃ 

( Comparative  তুলনামূলক মান)

  • Brave+ r = Braver 
  • True + r = truer 
  • Nice + r = nicer 
  • Ripe + r = riper 
  • Noble + r = nobler 
  • Fine + r = finer ইত্যাদি।

( Superlative degree - পরম মান) 

Brave + st = Bravest 
True + st = truest 
Nice + st = nicest 
Ripe + st = ripest 
Noble + st = noblest
 Fine + st = finest ইত্যাদি।


আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, Adjective এর শেষে "y" থাকলে এবং "Y" এর পূর্বে Consonant থাকলে "y" এর স্থানে  "I" বসাতে হয় এবং তারপর "er"যোগ করে comparative ও "est" যোগ করে Superlative degree গঠন করতে হবে। 

উদাহরণঃ 

( Comparative - তুলনামূলক মান ) 

  • Busy - Busi + er =  busier 
  • Heavy - Heavi + er = heavier Lazy - lazi + er = Lazier 
  • Happy - happi + er = happier 
  • Easy - easi + er = easier 

( Superlative -  পরম মান )

  • Busy - busi + est = busiest 
  • Heavy - Heavi + est = Heaviest 
  • Lazy - Lazi + est = laziest 
  • Happy - happi + est = happiest 
  • Easy - easi + est = easiest 

 

আবার 'y' এর পূর্বে vowel থাকলে y ঠিক রেখে শেষে 'er'  যোগ করে Comparative ও 'est' যোগ করে Superlative degree গঠন করতে হবে। 

উদাহরণঃ 

( Comparative -  তুলনামূলক মান) 

Gr"e"y  + er = greyer 
J'o'y  +  er  = joyer 

 

( Superlative - পরম মান ) 

Gr'e'y + est  = greyest 
J'o'y + est = joyest 


আবার কতগুলো Adjective এর Comparative এবং Superlative degree গঠন করার নির্দিষ্ট কোন নিয়ম নেই। 

যেমনঃ 

Good - better - best 
Little - less - least 
Many - more - most 


দুই বা তার চেয়ে বেশি Syllable বিশিষ্ট adjective এর আগে more অথবা less যোগ করে Comparative এবং most অথবা lest যোগ করে  Superlative degree গঠন করতে হয়। যেমনঃ 

Active -More active - most active
Claver - more claver - most claver 


  Adjective এর শেষে যদি Consonant থাকে এবং তার পূর্বে মাত্র একটি vowel থাকে  তবে Consonant টির দ্বিত্ব হয় এবং শেষে 'er' ও 'est' যোগ করে Comparative এবং Superlative degree গঠন করতে হবে। 
যেমনঃ 

Big - bigger- biggest
Fat - fatter - fattest 
Hot - hotter - hottest


কিন্তু Consonant  এর পূর্বে যদি দুটি vowel থাকে তাহলে consonant টির দ্বিত্ব হবেনা। যেমনঃ 

Broad - broader - broadest 
Cool -  Cooler - Coolest 
Deep - deeper - deepest 


আরো দেখুন 👇👇👇





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post