Preposition বা সম্বন্ধবাচক অব্যয় কাকে বলে?
Pre = পূর্বে
Position = অবস্থান
তাহলে সম্পূর্ণ অর্থ হল pre+position= preposition
অর্থ পূর্বে অবস্থান।
যে word বা শব্দ কোন noun বা pronoun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন word এর সাথে ঐ noun বা pronoun এর সম্বন্ধ বুঝায়, তাকে preposition বা সম্বন্ধবাচক অব্যয় বলে।
যেমনঃ
- The pen is on the table -
- কলমটি টেবিলের উপর।
- The rat is in the tub - ইঁদুরটি টবের ভিতর।
- The cat is under the chair - বিড়ালটি চেয়ারের নিচে।
উপরের ১ নং বাক্যে 'on' এ word টি table এই noun এর আগে বসে pen এর সাথে table এর সম্বন্ধ বুঝাচ্ছে।
২ নং বাক্যে 'in' এ word টি tub এই noun টির আগে বসে rat এর সাথে tub এর সম্বন্ধ বুঝাচ্ছে।
৩ নং বাক্যে 'under' এ word টি chair এই noun এর আগে বসে 'cat' এর সাথে chair এর সম্বন্ধ বুঝাচ্ছে।
সুতরাং on,in, under শব্দগুলো Preposition বা সম্বন্ধবাচক অব্যয়।
নিচে কতগুলো preposition এর উদাহরণ দেওয়া হল।
In - মধ্যে, on,up - উপরে, between - দুয়ের মধ্যে, among - অনেকের মধ্যে, at - দিকে, for - জন্যে, behind -- পেছনে ইত্যাদি।
Preposition বা সম্বন্ধবাচক অব্যয় কাকে বলে? কত প্রকার ও কি কি |
Preposition কত প্রকার ও কি কি?
Preposition ছয় প্রকার। যথাঃ-
- Simple preposition
- Double preposition
- Compound preposition
- Participle preposition
- Phrase preposition
- Disguised preposition
উদাহরণঃ
Simple preposition: একটি মাত্র শব্দে গঠিত। যেমনঃ- at,by, of,to,in,on ইত্যাদি।
Double preposition:- দুটি simple preposition যোগে গঠিত। যথাঃ- in + to = into , up +on = upon , with+in = within ইত্যাদি।
Compound preposition:- Noun , preposition যোগে গঠিত। যেমনঃ by + side = beside , on + ling = along , ইত্যাদি।
Participle preposition:- কতিপয় participle বাক্যে preposition হিসেবে ব্যবহার হয় । যেমনঃ Regarding , during, owing ইত্যাদি।
Phrase preposition:- কতগুলো phrase বাক্যে preposition হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ lieu of ( পরিবর্তে), in spite of সত্বেও, in front of সামনে ইত্যাদি।
Disguised preposition:-
অনেক সময় simple preposition বাক্যে ছদ্মবেশী ব্যবহার হয়।
যেমনঃ it is seven O'clock, He went a hunting.
(Use of preposition)
At,in:- ছোট স্থান বা সময়ের আগে at বসে এবং বড় স্থান বা সময়ের আগে in বসে।
যেমনঃ Saiful lives at sutrapur in Dhaka. Kamal will come here at 3 o'clock in the evening.
গুরুত্বপূর্ণ বিষয়ঃ বাংলায় ছোট স্থান বা সময় পরে থাকলেও ইংরেজিতে আগে ব্যবহৃত হয়ে থাকে।
Morning, noon, afternoon, evening,night ইত্যাদির আগে at বসলে এদের আগে the বসে না। কিন্তু এদের আগে in বসলে the বসে।
Rahman started at morning.
He started in the morning.
In, within:- ভবিষ্যৎকালে কোন ব্যাপক সময়ের শেষে বুঝালে in এবং শেষ সময় বুঝালে within বসে। যেমনঃ
Jashim will return with in a week. Mohsin will return in the next year ইত্যাদি।
On,in,at:- দিন বা তারিখের আগে on , মাস বা বছরের আগে in এবং নির্দিষ্ট সময়ের আগে at বসে।
যেমনঃ Monir came on Monday. We shall start on 10th in this month.
এছাড়াও আরো বিভিন্ন preposition এর ব্যবহার রয়েছে।
আরো দেখুনঃ-
Verb বা ক্রিয়া কাকে বলে?কত প্রকার ও কি কি
Transitive verb কাকে বলে? কত প্রকার ও কি কি
Degree/ comparison of adjective বিশেষণের তুলনা
Pronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কি
Post a Comment