আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Pronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কি

Pronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কি

 এই পোস্টে ইংলিশ গ্রামার বিষয় আলোচনা করা হয়েছে।

Pronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কিPronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কিPronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কিPronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কিPronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কিPronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কিPronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কিPronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কিPronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কিPronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কি
Pronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কি 


Pronoun বা সর্বনাম মানি কি? 

Pro শব্দের অর্থ In place of বা বাংলায় হল পরিবর্তে বা বদলে। 
Noun শব্দের অর্থ বিশেষ্য বা কোন কিছুর নাম। 
অতএব, Pronoun শব্দের অর্থ In place of noun বা noun এর পরিবর্তে। 

Pronoun বা সর্বনাম কাকে বলে?

Noun এর পরিবর্তে যে Word  বা শব্দ ব্যবহৃত হয়, তাকে Pronoun বা সর্বনাম বলে।

যেমনঃ 

  • (Salam is a good boy - সালাম ভালো ছেলে। )
  • (He goes to madrasah  everyday - সে প্রতিদিন মাদ্রাসায় যাই।) 

উপরে প্রথম বাক্যে Salam দেওয়া আছে। কিন্তু দ্বিতীয় বাক্যে Salam  এর পরিবর্তে He বসেছে। তাই এখানে He হল Pronoun বা সর্বনাম।   

  •  ( The cow is a gentle animal - গাভী শান্ত প্রাণী ।) 
  • ( He  gives us milk - সে আমাদেরকে দুধ দেয়। ) 

এখানে প্রথমে Cow ব্যবহার করা হয়েছে। এরপর Cow এর পরিবর্তে She ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝা যাচ্ছে She হল Pronoun বা সর্বনাম। 
অতএব সংক্ষেপে বলা যায়,যে word Noun এর পরিবর্তে বসে তাকে Pronoun বা সর্বনাম বলে।

Pronoun গুলো কি কি তা Person অনুসারে দেখানো হলো।

(First Person Singular )

I- আমি,Me - আমাকে,My,Main আমাকে ইত্যাদি।

( First Person Plural )

We - আমরা, Us আমাদেরকে Our,Ours - আমাদের ইত্যাদি।

       (Second Person ) 

You, your,yours etc 

      ( Third person) 

He,Him,His - she,her,
It,Its ,they,them,their, theirs etc.

 


Pronoun বা সর্বনাম ৮ ভাগে বিভক্ত।যথাঃ 

  1. Personal pronoun - ব্যক্তিবাচক সর্বনাম। 
  1. Demonstrative  pronoun - নির্দেশক সর্বনাম।
  1. Reflexive Pronoun - আত্মঘটিত সর্বনাম।
  1. Relative pronoun - সম্বন্ধবাচক সর্বনাম।
  1. Interrogative Pronoun - প্রশ্নবোধক সর্বনাম।
  1. Indefinite Pronoun - অনির্দিষ্ট সর্বনাম।
  1. Distributive Pronoun -  পৃথকীকরণ সর্বনাম।
  1. Reciprocal Pronoun - পারস্পরিক সর্বনাম।


Personal pronoun কাকে বলে? 


যে Pronoun ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে Personal Pronoun বলে। 

যেমনঃI,We,you,he,it,she,they ইত্যাদি। 

 Demonstrative Pronouns কাকে বলে?

যে Pronoun ব্যক্তি বস্তু বা স্থানকে বিশেষভাবে নির্দেশ করার জন্যে বাক্যে ব্যবহৃত হয়, তাকে Demonstrative pronoun বলে। যেমনঃ This, These,That,Those,Such ইত্যাদি। 


 Reflexive Pronoun  কাকে বলে? 


কর্তা নিজেকে বা আরেকজনকে  বুঝানোর জন্য যে pronoun ব্যবহৃত হয়, তাকে Reflexive Pronoun বলে। যেমনঃ Myself, Yourself, Himself, Herself, Themselves, Itself ইত্যাদি। 

Relative pronoun  কাকে বলে? 

যে Pronoun পূর্ববর্তী কোন Noun বা Pronoun এর পরিবর্তে এর ঠিক পরে বসে ও তার সাথে সম্পর্ক স্থাপন করে তাকে নির্দেশ করে এবং দুটি বাক্যকে যুক্ত করে সে Pronoun কে Relative pronoun বলে।

 যেমনঃ Who , Which, That  ইত্যাদি।

Interrogative Pronoun কাকে বলে? 

যে সব Pronoun বাক্যে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ব্যবহৃত হয় তাকে, Interrogative Pronoun  বলে। যেমনঃ What, Which,Whom,Who ইত্যাদি। 


Distributive Pronoun কাকে বলে? 

একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বুঝানোর জন্য যে Pronoun ব্যবহৃত হয় তাকে, Distributive Pronoun বলে। যেমনঃ Each, Either, Everyone ইত্যাদি। 

Indefinite Pronoun  কাকে বলে?  

যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝায়, তাকে Indefinite Pronoun বলে। যেমনঃ One,Other,Many, Another ইত্যাদি। 

Reciprocal Pronoun কাকে বলে? 


দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশকারী Pronoun কে Reciprocal Pronoun বলে। যেমনঃ Each other,One another etc. 

 

কোন রকম ভুল লিপিবদ্ধ  করা হলে, অনুগ্রহ করে সংশোধনের পরামর্শ দিন। 

আরো দেখুন 👇👇👇 







Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post