আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

বিকাশে লেনদেনের হিসাব দেখুন

বিকাশে লেনদেনের হিসাব দেখুন

সম্মানিত বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীগণ (আসসালামু আলাইকুম)

আমরা সকলেই জানি যে বাংলাদেশের মধ্যে বিকাশ মোবাইল ব্যাংকিং হচ্ছে খুবই জনপ্রিয় এবং দ্রুত মোবাইল ব্যাংকিং সেবা। বর্তমানে বিকাশের গ্রাহক দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিকাশের বিভিন্ন সুবিধা পেয়ে। মানুষ তার দৈনন্দিন প্রয়োজনে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে। আপনার বিকাশ একাউন্টে টাকা আছে এবং সেখান থেকে আপনি অন্য জায়গায় অন্য বিকাশ ব্যবহারকারীকে টাকা পাঠিয়েছে। এখন আপনার বিকাশ একাউন্ট থেকে আপনি টাকা কাকে কত দিয়েছেন বা আপনার টাকার হিসাব রাখা খুবই প্রয়োজন। আপনার টাকা ঠিকভাবে লেনদেন হচ্ছে কিনা এবং মাসে কত টাকা আপনার এসেছে আপনি কত টাকা পাঠিয়েছেন এসব হিসাব দেখার জন্য বিকাশ মোবাইল ব্যাংকিং কোম্পানি একটি সুযোগ রেখেছে আপনাদের লেনদেন হিসাব দেখার জন্য। তাই আপনার দৈনন্দিন লেনদেনের হিসাব, মাসিক বা বাৎসরিক হিসাব, আপনি দেখতে পারবেন খুবই সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে। এছাড়াও আপনি চাইলে USSD কোড ডায়াল করেও আপনার শেষের কয়েকটি লেনদেনের হিসাব দেখতে পারবেন। আপনারা যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না তারা শেষের কয়েকটি লেনদেনের হিসাব কিভাবে দেখবেন তা এই পোস্ট থেকে জানতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা অ্যাপ ইন্সটল করে অ্যাপের মাধ্যমে দৈনিক লেনদেনের হিসাব দেখতে পারেন খুবই সহজে। এখন জেনে নেওয়া যাক কিভাবে অ্যাপের মাধ্যমে আপনার বিকাশ একাউন্টের লেনদেনের হিসাব দেখবেন। আপনার বিকাশ একাউন্টের লেনদেনের হিসাব দেখার জন্য নিচের চিত্রে দেখানো নিয়ম অনুসরণ করুন। (১ ধাপ)

বিকাশের লেনদেনের তথ্য সম্পূর্ণভাবে দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনার মোবাইলে বিকাশ অ্যাপ ইন্সটল করে নিন। বিকাশ অ্যাপ লগইন করার জন্য আপনি যে ডিভাইসে বিকাশ অ্যাপ ইন্সটল করতে চান সে ডিভাইসে সিমটি লাগিয়ে নিন। বিকাশ অ্যাপ ইন্সটল হওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করুন। এরপর আপনার বিকাশ একাউন্টের নাম্বার দিন। নাম্বার দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করুন। আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোড অটো নিয়ে নেবে আপনি শুধু Allow বাটনে ক্লিক করুন। এখন আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।(২  ধাপ )

এখন এখানে বলতেছে,

 আপনার নাম সেট করুন। আপনার নাম বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের শুধুমাত্র আপনি দেখতে পাবেন। আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। আপনার অ্যাপ এ প্রবেশ করার পর উপরের ব্যালেন্স দেখুন লেখায় ক্লিক করে আপনার বিকাশ একাউন্ট এর ব্যালেন্স দেখুন। এরপর উপরে ডান পাশে বিকাশ লোগোতে ক্লিক করুন।( ৩ ধাপ)

এখন আপনি আপনার লেনদেন হিসাব দেখার জন্য স্টেটমেন্ট লেখায় ক্লিক করুন। এখন এখানে লেনদেনের হিসাব দেখুন, লেনদেনের বিবরণী, লেনদেনের সারসংক্ষেপ, ইন, আউট, আপনার এজেন্ট থেকে  ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি  পে বিল সহ সকল তথ্য দৈনিক মাসিক সবকিছু এখানে দেখতে পাবেন। এবং আপনি কোন নাম্বারে কত টাকা পাঠিয়েছেন কোন এজেন্ট নাম্বার থেকে ক্যাশ ইন করেছেন কেউ আপনাকে টাকা পাঠিয়েছে কত তারিখে সব লেনদেনের হিসাব এখানে দেখতে পাবেন। এরপর আপনি  দৈনিক কত টাকা লেনদেন করতে পারবেন তা দেখতে পারবেন। স্টেটমেন্টের নিচে লিমিট লেখা, এই লিমিট লেখায় ক্লিক করুন। এখানে আপনার একাউন্টের দৈনিক এবং মাসিক লিমিট দেখতে পাবেন। আপনি দৈনিক কত টাকা এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন। এবং মাসে কত টাকা ক্যাশ ইন করতে পারবেন। আপনি দৈনিক কত টাকা এবং মাসিক কত টাকা ক্যাশ আউট করতে পারবেন। আপনি দৈনিক এবং মাসিক কত টাকা সেন্ড মানি করতে পারবেন। পে বিল সহ আরো বিভিন্ন তথ্য লিমিট এখানে পাবেন। এই সমস্ত স্পেশাল তথ্য পাওয়ার জন্য আপনি অবশ্যই বিকাশ অ্যাপ ব্যবহার করবেন। এই বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি খুবই সহজে আপনার লেনদেনের দৈনিক মাসিক হিসাব রাখতে পারবেন।

USSD কোড *247# ডায়াল করে লেনদেনের হিসাব দেখুন।


 আপনারা অনেকে বাটন ফোন ব্যবহার করে বিকাশ একাউন্টে লেনদেন করেন। কিন্তু বিকাশ একাউন্টে লেনদেন করার বিভিন্ন তথ্য বা লেনদেনের হিসাব স্টেটমেন্ট দেখতে জানেন না। আপনি যদি আপনার বাটন ফোনে বিকাশ লেনদেনের হিসাব দেখতে চান তাহলে নিচে এই লেখাটি অনুসরণ করুন।(১ ধাপ)

বাটন ফোনে বিকাশ একাউন্টের লেনদেনের হিসাব দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে ডায়ালে যান। এবং টাইপ করুন *247# এরপর কল বাটন চাপুন। মেনুবার থেকে নয় নম্বর অপশন বেছে নিন, 9 দিয়ে সেন্ড করুন।

 দ্বিতীয় মেনু থেকে দুই নম্বর অপশন বেঁচে নিন।  2  দিয়ে সেন্ড করুন। এখন Enter Menu Pin আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন এবং সেন্ড করুন। এখন আপনার লেনদেনের তালিকা দেখতে পাবেন। পরবর্তী পেইজ দেখার জন্য  n  দিয়ে সেন্ড করুন। এভাবে আপনি কয়েকটি লেনদেনের হিসাব দেখতে পাবেন বাটন ফোনে। যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা বিকাশ অ্যাপ ব্যবহার করলে খুবই সহজে লেনদেনের তালিকা দেখতে পারেন। যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না তারা বিকাশ অ্যাপ ডাউনলোড করুন এখানে ক্লিক করে ।


এখানে আরো দেখুন👇👇👇


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post