আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

মেসেঞ্জার কি?মেসেঞ্জার ব্যবহার/messenger use

মেসেঞ্জার কি?মেসেঞ্জার ব্যবহার/messenger use

মেসেঞ্জার কি?

প্রথমে আলোচনা করব মেসেঞ্জার কি এটি নিয়ে। মেসেঞ্জার হচ্ছে একটি বার্তা আদান-প্রদানের মাধ্যমে। মানুষ এই মেসেঞ্জারে মাধ্যম ট্যাক্স মেসেজ অডিও কল ভিডিও কল দিতে পারে। এটি একটি গোপন কথোপকথনের মাধ্যম হিসেবেও পরিচিত। এটি ব্যবহার করতে হলে একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে। এবং এই ফেসবুক প্রোফাইল দিয়ে এই মেসেঞ্জার অ্যাপ লগইন করতে হবে। এই মেসেঞ্জার অ্যাপ লগইন করার পর ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা ব্যবহারকারীদের লিস্ট দেখা যাবে। সেখান থেকে যেকোনো একজন ফেসবুক ব্যবহারকারীকে মেসেঞ্জারের মাধ্যমে বার্তা আদান-প্রদান করতে পারে। এক মেসেঞ্জার ব্যবহারকারী আরেক মেসেঞ্জার ব্যবহারকারীকে টেক্সট মেসেজ, অডিও কল, ভিডিও কল,দিতে পারে। এবং এই সমস্ত রেকর্ড এই মোবাইল অ্যাপের মধ্যে সুরক্ষিত থাকে।


 মেসেঞ্জার অ্যাপ লগইন এবং ব্যবহার 


মেসেঞ্জার অ্যাপ লগইন করা এবং ব্যবহার করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ)

মেসেঞ্জার ব্যবহার করার জন্য আপনার facebook অ্যাপ এ লগইন করুন। আপনার ফেসবুক অ্যাপে লগইন করার পর, আপনার মোবাইলে গুগল প্লে স্টোর ওপেন করুন এরপর মেসেঞ্জার লিখে সার্চ দিন। এরপর ম্যাসেঞ্জার দেখতে পাবেন, পাশে ইনস্টল লেখা বাটনে ক্লিক করুন ম্যাসেঞ্জার ইন্সটল সম্পন্ন হওয়ার পর ওপেন লেখা দেখতে পাবেন ওপেন লেখাতে ক্লিক করুন। এরপর দেখতে পাবেন messenger from Facebook, মেসেঞ্জার ওপেন হওয়ার পর দেখতে পাবেন আপনার যতগুলি আইডি লগইন করা আছে সেগুলি দেখতে পাবেন। এখন আপনি যে ফেসবুক প্রোফাইল দিয়ে মেসেঞ্জার ব্যবহার করতে চান সেই প্রোফাইলে ক্লিক দিন। আপনি যদি চান অন্য একটি প্রোফাইলেও ব্যবহার করতে পারেন।(২ ধাপ)

দেখুন এখানে বলা হচ্ছে 

Save your login info? আপনি যদি আপনার লগইন তথ্য সংরক্ষণ করেন তাহলে পরবর্তীতে মেসেঞ্জার লগইন করার সময় এক ক্লিকে লগইন করতে পারবেন। আমার লগইন তথ্য সেব রাখতে চাইলে save  বাটনে ক্লিক করুন।

Find your phone contacts on messenger.

মেসেঞ্জারে আপনার ফোন পরিচিতি খুঁজুন। এখানে আপনি turn on বাটনে ক্লিক করুন। এরপর,

Allow messenger to access your contact?

মেসেঞ্জার কে আপনার পরিচিতি অ্যাক্সেস করার অনুমতি দেবেন? এখানে Allow বাটনে ক্লিক করুন এরপর ওকে বাটনে ক্লিক করুন।(৩ ধাপ)

Set messenger as your default SMS app? 

আপনি কি ডিফল্ট এসএমএস হিসেবে মেসেঞ্জার সেট করবেন? আপনি যদি আপনার ফোনে আসা সমস্ত এসএমএসের জন্য মেসেঞ্জার ব্যবহার করতে চান তাহলে মেসেঞ্জার বাছাই করুন। আর যদি না চান তাহলে Messages,

Set as default বাটনে ক্লিক করুন। এখন আপনার মেসেঞ্জার অ্যাপ লগইন হয়ে যাবে। আপনার মেসেঞ্জার অ্যাপ লগইন হওয়ার পর, আপনি যদি কারো সঙ্গে চ্যাট করতে চান তাহলে নিচে চ্যাট বাটনে ক্লিক করুন। এরপর আপনি যার সঙ্গে চ্যাট করতে চান তার প্রোফাইলে ক্লিক করুন। নিচে মেসেজ বক্সে মেসেজ লিখুন এবং তীর বাটনে ক্লিক করুন  মেসেজ পৌঁছে যাবে।(৪ ধাপ)

এখন আপনি যদি আপনার গ্যালারি থেকে কোন ছবি পাঠাতে চান তাহলে ছবিতে দেখানো এই আইকনে ক্লিক করুন। এ আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনি যে ছবি পাঠাতে চান সেটাতে ক্লিক দিয়ে সেন্ড দিন। কোন লাইভ ভিডিও পাঠাতে চাইলে ক্যামেরা আইকনে ক্লিক করে পাঠাতে পারেন। যদি কোন ভয়েস রেকর্ড পাঠাতে চান তাহলে ছবিতে দেখানো এই আইকনটিতে ক্লিক করুন। এরপর লাল বাটনের ট্যাপ করে ধরে রেখে আপনার ভয়েস রেকর্ড করতে পারেন।(৫ ধাপ)

কাউকে যদি অডিও ভিডিও কল দিতে চান তাহলে নিচের Calls লেখা বাটনে ক্লিক করুন। এখন আপনি যে প্রোফাইলে কথা বলতে চান সেই প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে প্রবেশ করে উপরে দুইটি আইকন দেখতে পাবেন। আপনি অডিও কল দিতে চাইলে বাম পাশের আইকনে ক্লিক দিন এবং ভিডিও কল দিতে চাইলে ডাইন পাশে আইকনে ক্লিক দিন। এভাবে মেসেঞ্জারে আপনি অডিও ভিডিও টেক্সট মেসেজ ছবি ভয়েস মেসেজ ইত্যাদি আরেকটি ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীর সাথে ব্যবহার করতে পারেন।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post