আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

বিকাশ সেভিংস স্কিম কি? বিকাশে টাকা জমানোর নিয়ম

বিকাশ সেভিংস স্কিম কি? বিকাশে টাকা জমানোর নিয়ম

বিকাশে টাকা জমাবেন কিভাবে।

প্রথমে বলি বিকাশ কি?

বিকাশ হচ্ছে একটি অনলাইন মোবাইল ব্যাংকিং। যার মাধ্যমে মানুষ ঘরে বসে টাকা লেনদেন করতে পারেন। ব্রাক ব্যাংকের অনলাইন সেবা এটি। এই সেবার মাধ্যমে মানুষ সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা লেনদেন করতে পারে। এই সেবার মাধ্যমে আপনি চাইলে আপনার টাকা সঞ্চয় করতে পারবেন।


সঞ্চয় বা সেভিংস কি?


সঞ্চয় বা সেভিংস হচ্ছে ভবিষ্যৎ প্রয়োজনে কিছু আর্থ জমা করা। মানুষকে দৈনন্দিন প্রয়োজনে নিজেদের প্রয়োজন মেটাতে অর্থ উপার্জন করতে হয়। আমাদের দেশে অনেক মানুষের উপার্জন কম, কোন কোন মানুষ মাসিক বেতনে চাকরি করে খুবই কম   টাকায়, আবার কোন মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে স্বাবলম্বী তাদের প্রয়োজন মেটাতে তারা  ওই ইনকাম থেকে তা মেটাতে পারে। কিন্তু যারা সাধারণ কেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত, তাদের ও  প্রয়োজন হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন স্বপ্ন, প্রয়োজনীয় কাজ করার। কিন্তু তাদের একসঙ্গে এতগুলো টাকার প্রয়োজন মেটাতে কষ্ট হয়। এই ভবিষ্যত প্রয়োজন মেটাতে মানুষ চাই কিছু টাকা জমা করে রাখতে। এই জামাটা হচ্ছে সঞ্চয় বা সেভিংস। কোন কোন মানুষ নিজের ঘরে টাকা সঞ্চয় করে আবার কোন কোন মানুষ ব্যাংকের মাধ্যমে টাকা সঞ্চয় করে। কিন্তু বর্তমানে মানুষ ব্যাংকে না গিয়ে খুবই সহজে ব্যাংকে টাকা সঞ্চয় করতে পারে এবং সেই টাকা সহজে উত্তোলন করতে পারে। আবার এই টাকা মেয়াদ শেষ হওয়ার পূর্বে উত্তোলন করা যায়।


 বিকাশ সেভিংস কি?

 এই আর্টিকেলে আপনাদের জানানো হয়েছে সেভিংস কি। এখন আপনারা জানবেন বিকাশ সেভিংস কি?

বিকাশ সেভিংস হচ্ছে বিকাশের মাধ্যমে সহজে ঘরে বসে টাকা সঞ্চয় করা। এ সেবার মাধ্যমে টাকা সঞ্চয় হবে IDLC Finance, mutual trust Bank, Dhaka Bank limited.এ কোম্পানিতে টাকা সঞ্চয় করার সহজ পদ্ধতি এনেছে বিকাশ। বিকাশের মাধ্যমে একটি সেভিংস স্কিম চালু করে প্রতি মাসে 500,1000,2000,3000 বা তার চেয়ে বেশি টাকা সঞ্চয় করতে পারেন। এটি আবার মেয়াদ 2-4 বছর পর্যন্ত করা যায়। আপনি যদি মেয়াদ কালে আপনার সেভিংস স্কিম চালু রাখেন তাহলে আপনার সেভিংস একাউন্টে একটি লভ্যাংশ যোগ হবে। আপনি যদি আপনার সেভিংস একাউন্ট পূর্ণ মেয়াদ পর্যন্ত পরিচালনা করেন তাহলে ওই লভ্যাংশ সহ আপনার জমানো টাকা পাবেন। 


বিকাশ সেভিংস সুবিধা কি?


 বিকাশের মাধ্যমে এই টাকা জমবে IDLC Finance Company, mutual trust Bank, Dhaka Bank limited, এখানে আপনার টাকা সহজে সঞ্চয় করতে পারেন। আপনি যদি কোন ব্যাংক বা কোন সংস্থায় টাকা সঞ্চয় করেন তাহলে আপনি টাকা সহজে তুলতে পারবেন না। কারণ আপনি যদি মেয়াদকালীন কোন টাকা সঞ্চয় করে থাকেন তাহলে মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত আপনার টাকা আপনি পাবেন না। কিন্তু এখানে সেই ঝামেলা নেই আপনি যদি চান মাসে 500-1000,2000,3000 টাকা সঞ্চয় করে আপনার প্রয়োজন সাপেক্ষে সেই টাকাগুলো আবার আনতে পারবেন। সে ক্ষেত্রে আপনার কোন লভ্যাংশ  যোগ হবে না আপনার মূল টাকা আপনি পাবেন সহজে। আপনার হাতে যখন টাকা থাকে তখন আপনি টাকা সঞ্চয় করুন প্রয়োজন মুহুর্তে আপনি তা তুলতে পারবেন। আপনি টাকা সঞ্চয় করতে পারবেন মাসে ৫০০ - ৩ হাজার টাকা পর্যন্ত। 2-4 বছর মেয়াদ পর্যন্ত সঞ্চয় মেয়াদ। আপনি চাইলে আপনার জমানো টাকা  তিন মাসের মধ্যে উঠাতে পারবেন খুবই সহজে। এখন জেনে নেওয়া যাক কিভাবে টাকা সঞ্চয় করবেন বিকাশ অ্যাপে এর মাধ্যমে।(১ ধাপ )

সেভিংস একাউন্ট করার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপ লগইন করুন। বিকাশ অ্যাপ এ প্রবেশ করার পর আরও দেখুন বাটনটিতে ক্লিক করুন। তারপর সেভিংস আইকনে ক্লিক করুন। সেভিংস আইকনে ক্লিক করার পর দেখবেন কিছু লেখা আপনাকে দেখাচ্ছে, এখানে বলা হচ্ছে

 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমান আপনার বিকাশ অ্যাপ থেকে।

  • মাসে মাত্র ৫০০ টাকা থেকে শুরু প্রচলিত এবং ইসলামিক সেভিংস করার সুবিধা 
  • টাকা বাড়বে নিরাপদে
  • মেয়াদ শেষে জমানো টাকা ক্যাশ আউট খরচ নেই

এখানে আপনি সম্মতি দিন বাটনে ক্লিক করুন।(২ ধাপ)

আপনার সেভিংস স্কিম চালু করার জন্য নিচে

 নতুন সেভিংস স্কিম  খুলুন বাটনে ক্লিক করুন। এরপর সেভিংস এর ধরন বেচে নিন।

  • সাধারণ সেভিংস 
  •  ইসলামিক  সেভিংস 
আপনি যদি ইসলামিক সেটিংস খুলতে চান, তাহলে ইসলামিক সেটিংস এ ক্লিক করুন। সাধারণ সেভিংস করতে চাইলে,

সাধারণ সেভিংস বাটনে ক্লিক দিন। এরপর বছর বাছাই করুন, আপনি কত বছরের জন্য সেভিংস করতে চান।

এর নিচে অপশনে জমার সময়কাল, জমার ধরন বাছাই করুন।(৩ ধাপ)

এরপর জমা অ্যামাউন্ট বাছাই করুন। আপনি মাসে কত টাকা জমাতে চান তা নির্বাচন করে নিচে (এগিয়ে যান) বাটনে ক্লিক করুন। আপনি যে ব্যাংকে সেভিংস করতে চান সেই ব্যাংকে ক্লিক করুন। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সেভিংস করে দেখাচ্ছি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপর ক্লিক করুন।

 এরপর নমিনির তথ্য দিন, আমি নিম্নে উল্লেখিত ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করলাম। যে জাতীয় পরিচয় পত্র দিয়ে বিকাশ একাউন্ট খোলা আছে সেটি ছাড়া অন্য একটি জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে দিন।

 প্রথমে নমিনির এন আইডি তারপর জন্ম তারিখ

 এরপর সম্পর্ক কি তা বেছে নিন। এরপর নিচে এগিয়ে যান বাটনে ক্লিক করুন।(৪ ধাপ)

এখন আপনার সেভিংস এর বিভিন্ন তথ্য দেখাচ্ছে, নিচে নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন। এরপর সেভিংস একাউন্ট এর বিভিন্ন শর্তাবলী দেখাচ্ছে, এই শর্তাবলী গুলি পড়ে নিবেন। নিচে (সম্মতি দিচ্ছি)বাটনে ক্লিক করুন। এখন আপনার সেভিংস একাউন্টে টাকা সঞ্চয় করার জন্য আপনার বিকাশ একাউন্ট এর পিন নাম্বার দিন এবং তীর বাটনে ক্লিক করুন।(৫ ধাপ)

এখন সেভিংস একাউন্টে টাকা জমানো সম্পূর্ণ করতে নিচের বাটনে

সেভিংস করতে  ট্যাপ করে ধরে রাখুন। আপনার সেভিংস রিকোয়েস্ট করা হয়েছে। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে আপনার সেভিংস শুরু হয়েছে। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে আপনার একাউন্ট থেকে সেভিংস অটো ভাবে জমা হবে। আপনার একাউন্টে নির্দিষ্ট তারিখের আগে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন।

 আপনি যে টাকা জমিয়েছেন তা কিভাবে দেখবেন(৬ ধাপ)

আপনার জমার হিসাব দেখার জন্য প্রথমে  আপনার বিকাশ অ্যাপ এ প্রবেশ করুন এবং সেভিংস আইকনে ক্লিক করুন। এরপর আপনি যে তথ্য দেখতে পাবেন সেই তথ্যের উপর ক্লিক করুন। এখন আপনার জমার সমস্ত তথ্য দেখানো হচ্ছে।

 আপনারা খুব সহজেই বিকাশের মাধ্যমে টাকা সঞ্চয় করে প্রয়োজনে তিন মাস পর সেই টাকা আবার উত্তোলন করতে পারেন।


 আপনার আরো প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানুন👇👇👇


 ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড রিকভারি  


জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিকভারি 


ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম 


মেসেঞ্জার ব্যবহার করার নিয়ম


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post