আপনার দীর্ঘদিন ব্যবহার না করা জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে পুনরায় পাসওয়ার্ড সেট করুন। আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন কোন সমস্যা নেই, আপনি খুব সহজে আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন। আপনি যদি জিমেইল একাউন্ট তৈরি করার সময় রিকভারি হিসেবে কোন নাম্বার, বা জিমেইল দিয়ে থাকেন তাহলে সহজে আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন। আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য আপনি রিকভারি হিসেবে যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বর সক্রিয় অবস্থায় থাকতে হবে। এবং যদি কোন জিমেইল অ্যাকাউন্ট রিকভারি হিসেবে দিয়ে থাকেন তাহলে জিমেইল একাউন্ট টি লগইন থাকতে হবে। আপনি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি রিকভার এর জন্য মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে সহজে আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন। জিমেইলের পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য আপনি প্লে স্টোর ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে খুব সহজে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন। কিন্তু, আপনি যে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন বা যে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পুনরায় সেট করতে চান সেই জিমেইল অ্যাকাউন্ট যদি আপনার প্লেস্টোর লগইন থাকে তাহলে আপনি প্লে স্টোর দিয়ে পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন না। সে ক্ষেত্রে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে।আপনার জিমেইলের পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)
আপনার জিমেইলের পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য, এই ধাপ অনুসরণ করুন। আপনার মোবাইলে যদি প্লে স্টোর লগইন করা না থাকে তাহলে এভাবে,
প্রথমে (Sign in) বাটনে ক্লিক করুন। এখন আপনি যে জিমেইলের পাসওয়ার্ড পুনরায় সেট করতে চান সেই জিমেইল এড্রেস দিন এবং Next বাটনে ক্লিক করুন। এরপর (Forgot Password) লেখা বাটনে ক্লিক করুন।(২ ধাপ)
আপনাদের জিমেইল অ্যাকাউন্টে যাদের রিকভারি জিমেইল এড্রেস দিয়েছেন তারা যদি জিমেইল দিয়ে রিকভারি করতে চান তাহলে নেক্সট বাটনে ক্লিক করুন। মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড রিকভারি দিতে চাইলে, (Try another way) লেখায় ক্লিক করুন। এখন (get a verification code) এখানে আপনার রিকভারি মোবাইল নাম্বার দেখাবে, আপনি এখান থেকে মোবাইল নাম্বার যাচাই (Text)or Call বেছে নিতে পারেন। Text লেখা বাটনে ক্লিক করুন। এখন আপনার রিকভারি মোবাইল নাম্বারে ওটিপি কোড আসবে, আপনার ওই নাম্বারটি যদি মোবাইলে এক্টিভ থাকে তাহলে অটো ভেরিফাই হবে, আর যদি মোবাইলে নাম্বারটি সংযুক্ত না থাকে তাহলে ওটিপি ম্যানুয়ালই দিতে হবে। ভেরিফিকেশন কোড যাচাই হওয়ার পর, Update password লেখা বাটনে ক্লিক করুন।(৩ ধাপ)
এখন,
Create a strong password.
Create a new,strong password that you don't use other website.
একটি নতুন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন যা আপনি অন্য ওয়েবসাইটে ব্যবহার করবেন না।
আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন। প্রথমে উপরের বক্সে নতুন পাসওয়ার্ড দিন। এরপর দ্বিতীয় বক্সে একই পাসওয়ার্ড আবার দিন। এখন Save password বাটনে ক্লিক করুন। আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে এমন মেসেজ আসবে। এরপর don't turn on বাটনে ক্লিক করুন। এখন I agree বাটনে ক্লিক করুন। এখন আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে গেছে, এখন আপনি জিমেইল লগইন করার সময় এ পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন।
আপনার মোবাইলে যদি প্লে স্টোর লগইন থাকে তাহলে কিভাবে পাসওয়ার্ড রিকভারি করবেন। পাসওয়ার্ড রিকভারি করতে চান সেই জিমেইল যদি প্লে স্টোরে লগইন থাকে তাহলে play store দিয়ে আপনার পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন না সে ক্ষেত্রে অন্য পথ অবলম্বন করতে হবে। কিভাবে করবেন তা নিচে দেখুন।(৪ ধাপ)
আপনার মোবাইলে যদি প্লে স্টোর লগইন করা থাকে তাহলে, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর ছবির নির্দেশনা অনুসরণ করুন এবং রিকভারি করার জন্য উপরের ধাপ অনুসরণ করুন।
আপনি যে জিমেইল এড্রেস এর পাসওয়ার্ড পুনরায় সেট করতে চান সেই জিমেইল এড্রেসটি যদি প্লে স্টোরে লগইন করা থাকে তাহলে এখানে ক্লিক করুন।এই লিংকে গিয়ে উপরের ধাপ অনুসরণ করে আপনার gmail এর পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন।
আরো প্রয়োজনীয় বিষয় দেখুন 👇👇👇
প্রিপেইড মিটার বা কার্ড মিটার রিচার্জ
ফেসবুক একাউন্টে বিভিন্ন তথ্য যোগ করা
Post a Comment