ফেসবুক একাউন্টে ব্যক্তিগত তথ্য যোগ করা এবং বাদ দেওয়ার নিয়ম
ব্যক্তিগত তথ্য কি?
প্রথমে বলি ব্যক্তিগত তথ্য হচ্ছে নিজের বিষয়ে ফেসবুকে কিছু বর্ণনা লেখা যেমনঃ স্থান, স্কুল কলেজ, এবং আরো বিভিন্ন তথ্য। এসব তথ্য যদি আপনি ফেসবুকে প্রোফাইলে যোগ করেন তাহলে ফেসবুক ব্যবহার কারীগণ খুব সহজে আপনাকে চিনতে পারবে। এবং আপনার বিশেষ খুবই সহজে জানতে পারবে। এখান থেকে আপনি কিছু কিছু তথ্য ব্যক্তিগত করে রাখতে পারবেন। আপনি চাইলে সব তথ্য পাবলিকের জন্য উন্মুক্ত করে রাখতে পারেন। এ সকল ব্যক্তিগত তথ্যের মাধ্যমে মানুষের পরিচিতি প্রকাশ পায়। তাই আপনার ফেসবুক প্রোফাইলে যদি ব্যক্তিগত তথ্য যোগ করতে চান বা আপনার বিভিন্ন তথ্য পরিবর্তন করতে চান বা মুছে দিতে চান তাহলে নিচের লেখা অনুসরণ করুন। প্রথমে আপনার নিজের সম্পর্কে তথ্য কিভাবে যোগ করবেন।(১ ধাপ )
আপনার সম্পর্কে ফেসবুক প্রোফাইলে কিছু লেখার জন্য প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলের উপরে মেনু বারে ক্লিক করুন। এখন আপনার নামের উপর ক্লিক করুন। এরপর (Edit Profile) লেখা বাটনে ক্লিক করুন। এরপর (২ ধাপ)
এখন (Describe yourself ) লেখায় ক্লিক করুন। দেখেন এখানে লেখা আছে,
You can add a short bio to tell people more about yourself.This could be anything like a favorite quote or what makes happy.
আপনার সম্পর্কে লোকদের আরো বলার জন্য আপনি একটি সংক্ষিপ্ত বর্ণনা যোগ করতে পারেন। এটি একটি প্রিয় উদ্বৃতি বা যা খুশি করে এমন কিছু হতে পারে।
অর্থাৎ এখানে আপনি সংক্ষেপে আপনার সম্পর্কে কিছু বর্ণনা লিখতে পারেন এটি প্রোফাইলে প্রদর্শিত হবে। আপনি এখানে ১০০ অক্ষরের একটি বর্ণনা লিখতে পারেন।
আপনার সম্পর্কে কিছু লেখার জন্য এই লেখার উপরে ক্লিক করুন। এখন আপনার বর্ণনা লিখে উপরে সেভ বাটনে ক্লিক করুন। আপনার বর্ণনা টি আপনার প্রোফাইলের সঙ্গে প্রদর্শিত হবে।
আপনার আরো তথ্য যোগ করতে নিচের ধাপ অনুসরণ করুন।(৩ ধাপ)
আপনি আরো তথ্য যোগ করার জন্য (Details) লেখার পাশে (Edit) লেখায় ক্লিক করুন। এখানে আপনি আপনার কাজ, উচ্চ বিদ্যালয়,কলেজ, বর্তমান সিটি এবং আপনার রিলেশনশিপ, এসব তথ্য আপনি আপনার প্রোফাইলে যোগ করতে পারেন এবং এগুলো পাবলিকের কাছে দৃশ্যমান ও গোপন রাখতে পারেন। এখানে আপনি যেটা যোগ করতে চান সেটার উপর ক্লিক করুন। ক্লিক করে আপনার তথ্য দিয়ে সেভ বাটনে ক্লিক দিলে আপনার তথ্য যোগ হবে।(৪ ধাপ)
এখন নিচের (Edit your about info) লেখা বাটনে ক্লিক করুন। এখন আপনি যে তথ্য যোগ করতে এবং বাদ দিতে চান সেই লেখার উপর ক্লিক করে বা পাশে পেন্সিল আইকনে ক্লিক করে আপনার তথ্য লিখুন এবং Save বাটনে ক্লিক করুন আপনার তথ্য যোগ হবে।
আপনার ফেসবুকের ব্যক্তিগত তথ্য কিভাবে ডিলিট করবেন।
আপনার ব্যক্তিগত তথ্য ফেইসবুক একাউন্ট থেকে মুছে দেওয়ার জন্য নিচের লেখা অনুসরণ করুন।(১ ধাপ)
আপনার প্রোফাইল থেকে ব্যক্তিগত তথ্য ডিলিট করার জন্য প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন এবং উপরে মেনু বারে ক্লিক করুন। এরপর আপনার নামের উপর ক্লিক করুন। এখন আপনার প্রোফাইল ছবির নিচে একটি (Edit profile) লেখা বাটন এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর (২ ধাপ)
এখন এই তথ্যগুলি থেকে আপনি যে তথ্য মুছে দিতে চান সেই তথ্যের উপর ক্লিক করুন। ক্লিক করার পর ডিলিট অপশন আসলে ডিলেট দিয়ে সেভ করুন। আপনি যে যে তথ্য আপনার ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট করতে চান সে তথ্য উপর ক্লিক করে আপনি এভাবে আপনার তথ্য মুছে দিতে পারবেন।
আরো প্রয়োজনীয় বিষয় দেখুনঃ 👇👇👇
ফেসবুক প্রোফাইল ছবি এবং কভার ছবি পরিবর্তন
ফেসবুক একাউন্টের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন
প্রিপেইড মিটার বা কার্ড মিটার রিচার্জ করার নিয়ম
Post a Comment