আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম

ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম

আমরা সকলেই জানি facebook একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। অনলাইন এই যুগে ফেসবুকের ভূমিকা অনেক, দৈনন্দিন প্রয়োজনে সমাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই এই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা খুবই প্রয়োজন হয় প্রত্যেক মানুষের। খুব কম সংখ্যার মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে দূরে আছে। কেউ এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য একটি একাউন্ট তৈরি করেছেন। অনেকে ফেসবুক অ্যাকাউন্ট কয়েকটি খুলে ফেলেছেন, অথবা আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে ব্যবহার করছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ফেসবুক জগত থেকে মুছে দিতে চান। আপনি আর কোন ফেসবুক ব্যবহার করবেন না বা আপনার কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট আছে তাই আপনি একটি রেখে বাকিগুলো ডিলিট করে দিতে চান। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এই লেখাটি অনুসরণ করুন। আপনি এই লেখাটি অনুসরণ করে সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন।(১ ধাপ )

Facebook account delete, Facebook account delete rules, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম, ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম, ফেসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি, Alim Telecom ctg, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, আলিম টেলিকম,
ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম

আপনি যে facebook অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেটি যদি মুছে দিতে চান। বা অন্য একটি ফেসবুক একাউন্ট আপনার আছে সেটি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট অনলাইন থেকে মুছে দিতে চান সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার facebook অ্যাপ এ লগইন করুন। আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করার পর, উপরের ডানপাশে মেনু বারে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাবেন সেটিংস আইকন এই সেটিংস আইকনে ক্লিক করুন। এখন,
Personal and account information এই লেখাতে ক্লিক করুন। এরপর

(Account ownership and control)

Manage your data modify your legacy contact. Deactivate or delete your account and more 
আপনার ডাটা পরিচালনা করুন আপনার উত্তরাধিকার পরিচিতি পরিবর্তন করুন। আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা মুছে দিন এবং আরো অনেক কিছু, আপনি More বাটনে ক্লিক করে আরো কিছু পরতে পারেন। আপনি এই লেখার উপর ক্লিক করুন।(২ ধাপ)

ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম
ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম

এখন দেখুন নিচে লেখা আছে, (Deactivation and deletion) 
Temporarily deactivate or permanently delete your account. 
আপনি এই লেখার উপর ক্লিক করুন। এরপর এখানে দুটি অপশন আছে,
 (deactivate account) আপনি যদি কিছুদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অনলাইন থেকে অকার্যকর করে রাখতে চান তাহলে আপনি এই অপশনটি বেছে নিতে পারেন। এ অপশনটিতে গিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইল অনলাইন থেকে অকার্যকর করে রাখতে পারবেন। এরপর নিচের অপশনে আছে,
(Delete account

Deleting your account is permanent. when you delete your Facebook account, you won't be able retrieve the or information you have shared on Facebook your messenger and all of the your messages will also be delated.

(আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা স্থায়ী। আপনি যখন আপনার facebook অ্যাকাউন্ট মুছে ফেলেন, তখন আপনি ফেসবুকে আপনার মেসেঞ্জারে শেয়ার করা তথ্য পুনরুদ্ধার করতে পারবেন না এবং আপনার সমস্ত বার্তাও বিলম্বিত হবে।
আপনি এই অপশনটি বাছাই করুন।(৩ ধাপ )

Facebook account delete, Facebook account delete rules, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম, ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম, ফেসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি, Alim Telecom ctg, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, আলিম টেলিকম,
ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম

এখন এই লেখা বাছাই থাকা অবস্থায় নিচে

(Continue to account deletion ) এই বাটনে ক্লিক করুন। এরপর আপনি নিচের  অপশন থেকে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন একটি অপশনে ক্লিক করুন। এরপর Continue to account deletion বাটনে ক্লিক করুন। এরপর বিভিন্ন রকমের লেখা আসবে, এই লেখাগুলো পড়ে নিবেন।(৪ ধাপ)

Facebook account delete, Facebook account delete rules, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম, ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম, ফেসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি, Alim Telecom ctg, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, আলিম টেলিকম,
ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম

 আপনার facebook একাউন্ট ডিলিট করা চালিয়ে যাওয়ার জন্য  (Delete account) বাটনে ক্লিক করুন।
(Confirm this is your account)
Before you permanently delete your account, please enter your password.
(এটি আপনার অ্যাকাউন্ট তা নিশ্চিত করুন)
আপনি স্থায়ীভাবে আপনার একাউন্ট মুছে ফেলার আগে, আপনার পাসওয়ার্ড লিখুন।
 পাসওয়ার্ড বক্সে আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড দিন। এবং  Continue বাটনে ক্লিক করুন। এখন একটি লেখা এসেছে এখানে বলা হচ্ছে।

 (Confirm permanent Account deletion) 

You're about to permanently delete your account.If you're ready to delete, click delete account. Once you submit your account for deletion you have 30 days to reactivate your account and cancel the deletion.After 30 days, the deletion process will begin and you won't be able to retrieve any of the content or information you have added.

(একাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলা নিশ্চিত করুন)

আপনি আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলতে চলেছেন। আপনি যদি মুছতে প্রস্তুত হন, তাহলে অ্যাকাউন্ট মুছুন ক্লিক করুন। একবার আপনি আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য জমা দিলে আপনার অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে এবং মুছে ফেলা বাতিল করার জন্য আপনার কাছে ৩০ দিন সময় আছে। ৩০ দিন পরে, মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে এবং আপনি আপনার যোগ করা কোন সামগ্রী বা তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবেন না।
(Delete account) বাটনে ক্লিক করুন। ডিলিট একাউন্ট বাটনে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে, ৩০ দিন পর আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলা সম্পন্ন হবে। আপনি চাইলে ৩০ দিন পার হওয়ার আগে আপনার একাউন্ট পুনরায় ফিরিয়ে আনতে পারেন।


৩০ দিনের মধ্যে একাউন্ট ফিরিয়ে আনার পদ্ধতি


(১ ধাপ)

Facebook account delete, Facebook account delete rules, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম, ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম, ফেসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি, Alim Telecom ctg, Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম, আলিম টেলিকম,
ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম

প্রথমে আপনি আপনার ফেসবুক একাউন্টে লগইন করার জন্য মোবাইল নম্বর বা ইমেইল দিন। এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড দিন এবং লগ ইন বাটনে ক্লিক করুন। লগ ইন বাটনে ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে,
 Your account is schedule for deletion.
আপনার একাউন্টটি মুছার জন্য ধার্য করা আছে।
Do you want to continue using Facebook?
If you'd like to continue using Facebook or retrieve any information from your account, you can cancel your schedule account deletion. Your account will remain active.
আপনি কি ফেসবুক ব্যবহার চালিয়ে যেতে চান?
আপনি যদি ফেসবুক ব্যবহার চালিয়ে যেতে চান বা আপনার অ্যাকাউন্ট থেকে কোন তথ্য পুনরুদ্ধার করতে চান, আপনি আপনার একাউন্ট মুছে ফেলা সময়সূচী বাতিল করতে পারেন। আপনার একাউন্ট সক্রিয় থাকবে।


আপনার আরো প্রয়োজনীয় বিষয় দেখুন👇👇👇


ফেসবুক প্রোফাইল লক 


ফেসবুক একাউন্টে বিভিন্ন তথ্য যোগ করা 


ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড রিকভার 


জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিকভারি

 


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post