আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

ফেসবুক একাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার

ফেসবুক একাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার

ফেসবুক একটি নামকরা সামাজিক যোগাযোগ মাধ্যম। এই ওয়েবসাইটের নাম সকলের জানা, অজানা খুব কম মানুষেরই আছে। যারা এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন তারা অনেকে ফেসবুক একাউন্ট অন্যকে দিয়ে তৈরি করিয়েছেন। আবার কেউ কোনভাবে নিজে তৈরি করেছেন। অনেকদিন ধরে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন যারা, তাদের মধ্যে কেউ কেউ পাসওয়ার্ড লিখে রেখেছেন। অনেকের আবার নামের সঙ্গে মিলিয়ে পাসওয়ার্ড দিয়েছেন। এখন যারা দীর্ঘদিন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেননি তারা হঠাৎ ব্যবহার করতে গেলে বা লগইন করতে গেলে পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ড ভুল বলা হচ্ছে। অনেকভাবে পাসওয়ার্ড মিলিয়ে দেওয়ার পরও আপনার পাসওয়ার্ড মিলছে না। এখন যদি আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আগের বন্ধুদের আর ফিরে পাবেন না। আপনার পুরনো ফেসবুক একাউন্টে ফ্রেন্ডলিস্টে অনেক পরিচিতি আছে। এখন যদি নতুন করে ফেসবুক একাউন্ট তৈরি করেন তাহলে পরিচিতি যোগ করতে সময় লাগবে। 

আপনি চান যে আপনার পুরনো ফেসবুক একাউন্ট টি পুনরায় ব্যবহার করতে। কারণ এতে আপনার দীর্ঘদিনের পরিচিত বন্ধুরা রয়েছে। কিন্তু পাসওয়ার্ড না জানলে আপনার পুরনো ফেসবুক একাউন্টে লগইন করতে পারছেন না।

 কোন সমস্যা নেই খুবই সহজে আপনি আপনার ফেসবুক একাউন্টের জন্য নতুন একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন। এবং সেই পাসওয়ার্ড দিয়ে পুনরায় আপনার পুরাতন ফেসবুক একাউন্টে লগইন করতে পারবেন।

তবে আরেক টি কথা আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি কোন মোবাইল নাম্বার বা জিমেইল রিকভারি হিসেবে যোগ করেন এবং সেই মোবাইল নম্বর এবং জিমেইল এড্রেস যদি আপনার নিজের হয়  তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন। কারণ facebook অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার দেওয়া মোবাইল নাম্বার বা জিমেইল এড্রেসে আপনার facebook অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহার করা হবে। আপনার দেওয়া মোবাইল নাম্বার ও জিমেইল এড্রেস এর মাধ্যমে আপনার একাউন্টের মালিকানা সত্যতা যাচাই করবে। আপনার দেওয়া মোবাইল নাম্বার বা gmail address এ ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোড সঠিকভাবে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট টি লগইন করার জন্য বা ব্যবহার করার জন্য পুনরায় নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

এখন আপনার ফেসবুক একাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য এই পোস্ট টি কাজে লাগবে। আপনার ফেসবুক পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)

আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য বা আপনার পুরনো ফেসবুক আবার ব্যবহার করার জন্য প্রথমে আপনার মোবাইলে facebook অ্যাপটি ইনস্টল করুন। ফেসবুক অ্যাপ ইন্সটল করার জন্য আপনার মোবাইলে প্লে স্টোরে যান এবং উপরে সার্চ বাড়ে Facebook লিখে সার্চ দিন। এরপর facebook লেখা আসলে ফেসবুক লেখার উপর ক্লিক করুন। এরপর install লেখায় ক্লিক করুন। আপনার ফেসবুক অ্যাপটি ইন্সটল হবে। অথবা এখানে ক্লিক করে সরাসরি ফেসবুক অ্যাপ ইনস্টল করুন।(২ ধাপ)

আপনার ফেসবুক অ্যাপ ইন্সটল হওয়ার পর প্রথমে উপরে আপনার ফোন নাম্বার বা gmail এড্রেস দিন। আপনি যে নাম্বার বা জিমেইল এড্রেস ফেসবুক একাউন্ট তৈরি করার সময় রিকভারি হিসেবে দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং gmail এড্রেস দিন। এখন নিচে 

(Forget Password) লেখায় ক্লিক করুন। এখন লেখা আসছে

 Allow Facebook to access your contact?

ফেসবুকে আপনার পরিচিতি এক্সেস করার অনুমতি দেবেন? (Allow) বাটনে ক্লিক করুন।

 এরপর আসলো,

 Allow Facebook to make and manage phone calls?

 ফেসবুকে ফোন কল করতে এবং পরিচালনা করতে অনুমতি দেবেন?

 এখানে Allow বাটনে ক্লিক করুন।

এরপর 

(Enter your phone number)

এখানে আপনি যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক একাউন্ট খুলেছেন সেই ফোন নম্বরটি দিন। আপনি যদি জিমেইল এড্রেস দিয়ে আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড সেট করতে চান তাহলে নিচের অপশনটি ক্লিক করুন।  ফোন নাম্বার দিয়ে কিভাবে রিকভারি করে আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড পুনরায় সেট করবেন তা দেখাচ্ছি। প্রথমে আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক একাউন্ট খুলেছেন সেই নাম্বারটি দিন এবং

 (find your account) লেখা বাটনে ক্লিক করুন।(৩ ধাপ)

এখন আপনি এই নাম্বার দিয়ে যতগুলি ফেসবুক একাউন্ট খুলেছেন সেগুলি দেখাচ্ছে। এখান থেকে আপনি যে একাউন্ট পুনরুদ্ধার করতে চান বা নতুন ভাবে পাসওয়ার্ড সেট করতে চান সে একাউন্টের উপর ক্লিক করুন। এখানে দেখেন, 

Send code via SMS 

Send Code via Email 

এই একাউন্টে phone number এবং gmail এড্রেস রিকভারি হিসেবে যোগ করা আছে। আপনার প্রোফাইলে যদি ফোন নাম্বার এবং জিমেইল এড্রেস রিকভারি হিসেবে থাকে তাহলে আপনি চাইলে জিমেইল দিয়ে বা ফোন নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারেন। ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড সেট করার অপশনে থাকা অবস্থায়(Continue) বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি কল আসবে, এবং কলে ভেরিফিকেশন কোড দেওয়া হবে। যেই নাম্বারটি কল হিসেবে আসবে ওই নাম্বারটি ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড। ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড দিয়ে  (Continue) বাটনে ক্লিক করুন।(৪ ধাপ)

Create a new password

 এখন একটি নতুন পাসওয়ার্ড দিন এবং Continue বাটনে ক্লিক করুন। এখন  আপনাকে বলতেছে, Remember your password

 আপনার পাসওয়ার্ড মনে রাখুন। আপনার পাসওয়ার্ডটি লিখে রাখুন পরবর্তী লগইন প্রয়োজনে আপনার প্রয়োজন হবে। এরপর  ok দিন। পরবর্তী ধাপগুলো ছবিতে দেখানো অনুযায়ী অনুসরণ করে আপনার প্রোফাইলে প্রবেশ করুন।


 আরো প্রয়োজনীয় বিষয় দেখুন👇👇👇


 ফেসবুক একাউন্টের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম 


কার্ড মিটার বা প্রিপেইড মিটার রিচার্জ 


ফেসবুক প্রোফাইল লক


 ফেসবুক একাউন্টে বিভিন্ন তথ্য যোগ করার নিয়ম 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post