বিদ্যুৎ মানুষের জীবনে খুবই প্রয়োজনীয়। বিদ্যুৎ অন্ধকার দূর করে আলো দেয়। ঘরে অফিস আদালতে প্রত্যেক জায়গায় বিদ্যুৎ খুবই প্রয়োজনীয় একটি বিষয়। বিদ্যুৎ সেবা প্রদান করার জন্য সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো সারাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। এই প্রতিষ্ঠানগুলোকে মাসে মাসে নির্দিষ্ট বিল দিতে হয় আমাদেরকে। আগে এই বিল দেওয়ার জন্য ব্যাংকের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হতো এবং অনেক কষ্ট পোহাতে হতো। কিন্তু বর্তমানে বিদ্যুৎ বিল দেওয়া খুবই সহজ পন্থা তৈরি করেছেন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। তাই ঘরে বসে খুবই সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। যেকোনো কোম্পানির বিল আপনি সহজে ঘরে বসে পরিশোধ করতে পারবেন।
বিকাশের মাধ্যমে ঘরে বসে আপনার বিল পরিশোধ করুন।
(১ধাপ)
বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আপনার অ্যাপ লগইন করুন। এরপর পে বিল আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন বিদ্যুৎ লেখা আইকন। বিদ্যুৎ লেখা আইকনে ক্লিক করুন। এরপর আপনি যে প্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে চান সেই প্রতিষ্ঠান নির্বাচন করুন। আমি সরকারি বিদ্যুৎ বিল পরিশোধ করব। আপনারা যারা BPDB Postpaid বিল পরিশোধ করবেন তারা নিচের ধাপ অনুসরণ করে BPDB বিল পরিশোধ করুন।
(BPDB Postpaid) লেখায় ক্লিক করুন ।(২ ধাপ)
BPDB Postpaid এ ক্লিক করার পর স্যাম্পল লেখায় ক্লিক করে আপনি স্যাম্পল দেখতে পারবেন। এবং ভিডিও দেখতে পারবেন। এখন আপনার বিলের কনজুমার নম্বর দিন। উপরে আপনার বিলের date ঠিক আছে কিনা চেক করে দেখুন। আপনি যদি নভেম্বর মাসে বিল দেন তাহলে অক্টোবর ২০২২ এভাবে থাকবে। কনজুমার নম্বর দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান বাটনে ক্লিক করুন। এখানে আপনার বিল পরিশোধের শেষ সময় এবং স্ট্যাটাস বিলের এমাউন্ট দেখাচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন বাটনে ক্লিক করুন।(৩ ধাপ)
ট্যাপ করার পর আপনার বিল তথ্য দেখানো হবে। তথ্য দেখানোর পর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এরপর আপনার পে বিল সফল হয়েছে। পরবর্তী বাটনে ক্লিক করে আপনি বিলের রিসিট ডাউনলোড করতে পারবেন।
USSD কোড ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।
প্রথমে ডায়ালে যান (*247#) ডায়াল করুন এবং ধাপে ধাপে গিয়ে বিল সম্পন্ন করুন। (১ ধাপ)
*247# ডায়াল করে call বাটনে ক্লিক করুন। তারপর মেনু থেকে 6 no. Pay Bill অপশন বেছে নেওয়ার জন্য 6 দিয়ে Send করুন। এরপর আপনি কোন ধরনের বিল পরিশোধ করতে চান তা নির্বাচন করুন। মেনু থেকে অপশন 2. Electricity (Postpaid) বেছে নেওয়ার জন্য 2 দিয়ে সেন্ড করুন।(২য় ধাপ)
এখন আপনি যে কোম্পানির বিল দিতে চান তা নির্বাচন করুন। আপনি যদি BPDB Postpaid বিল পরিশোধ করতে চান তাহলে 7 No. অপশন BPDB Postpaid বেছে নেওয়ার জন্য 7 দিয়ে Send করুন। এরপর 1 No অপশন check bill. এই অপশন থেকে আপনি বিলের তথ্য জানতে পারবেন। 2 No. option Make a payment. অর্থাৎ বিল পরিশোধ করার জন্য বেছে নিতে পারেন। 2 দিয়ে Send করুন। এরপর 1 নম্বর অপশন Input consumer No.(1) দিয়ে Send করুন। (৩ ধাপ)
এরপর আপনার বিলে থাকা Consumer No. দিন এবং সেন্ড করুন। এখন আপনার বিলে থাকা মাস এবং বছর দিন এভাবে (102022) এরপর আপনার বিলে থাকা amount দিন এবং Send করুন।(৪ ধাপ)
কনজুমার নম্বর দিয়ে সেন্ড করার পর আপনার বিলের সমস্ত তথ্য দেখানো হচ্ছে সবকিছু মিলিয়ে নিন এবং আপনার বিকাশ পিন নম্বর দিয়ে Send করুন। এরপর আসছে received pay bill request of 820 এবং আরো তথ্য দেখানো হচ্ছে এবং বিল দেওয়া সফল হয়েছে কিনা তার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। আপনি অপেক্ষা করুন বিল সফল হলে মেসেজের মাধ্যমে জানানো হবে। আপনার মোবাইলে মেসেজ আসলে মেসেজটি ভালো করে দেখুন। সেখানে বিল successful দেখতে পাবেন।
মনে রাখবেন বিলের শেষ সময় যদি 20/11/2022 হয়। আপনি যদি নভেম্বর মাসে বিল পরিশোধ করেন তাহলে আপনি এভাবে লিখবেন (102022) অর্থাৎ আপনি 10 মাসের বিল পরিশোধ করছেন।
আপনার আরো প্রয়োজনীয় বিষয় দেখুন।👇👇👇
জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করণীয় কি
আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি?
জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত বিষয়
মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
Post a Comment