আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Noun বা বিশেষ্য কাকে বলে? কত প্রকার ও কি কি বিস্তারিত

Noun বা বিশেষ্য কাকে বলে? কত প্রকার ও কি কি বিস্তারিত

  গ্রামারের  আরেকটি  প্রয়োজনীয় বিষয়  হচ্ছে, Noun বা বিশেষ্য কাকে বলে? Noun বা বিশেষ্য কত প্রকার ও কি কি? নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

Noun বা বিশেষ্য কাকে বলে?কত প্রকার ও কি কি
Noun বা বিশেষ্য কাকে বলে?কত প্রকার ও কি কি বিস্তারিত 


  Noun  বা  বিশেষ্য কাকে বলে? 

যে  Word বা শব্দ দ্বারা কোন ব্যক্তি, প্রাণী, বস্তু, শ্রেণী, গুণ ইত্যাদি নাম বোঝায় তাকে Noun বা বিশেষ্য বলে।
যেমনঃ 
Reaz  is a good boy =  রিয়াজ একজন ভালো ছেলে।
The cow gives us milk = গাভী আমাদেরকে দুধ দেয়। 
Water is liquid =  পানি তরল। 
উল্লেখিত এ  লেখা গুলোর মধ্যে Reaz ব্যক্তির নাম,Cow প্রাণীর নাম,Water পদার্থের নাম। এখানে এগুলো এক একটি নাম প্রকাশ করেছে। তাই এই সবগুলো হল Noun বা  বিশেষ্য।   
নিচে  আরো কতগুলো Noun বা বিশেষ্যের উদাহরণ দেওয়া হলঃ 
1. (ব্যক্তির  নাম)  Alim -আলিম,Kabir -কবির,Nazrul - নজরুল,Father -পিতা ইত্যাদি।
2. (স্থানের নাম) Dhaka -ঢাকা,Comilla -কুমিল্লা, Narayanganj - নারায়ণগঞ্জ, ইত্যাদি।

3.  (নদ নদীর নাম) Meghna - মেঘনা, Padma - পদ্মা, karnafuli  - কর্ণফুলী। 
4. (ভাষার নাম) English - ইংরেজি,Bengali - বাংলা, Arabic - আরবি, ইত্যাদি।
5.(ধর্মগ্রন্থ ও বইয়ের নাম)  Quran - কোরআন, সমাজবিজ্ঞান ইত্যাদি। 
6. (ব্যক্তি বা প্রাণীর নাম) Man - মানুষ, Dog - কুকুর,Goat - ছাগল, Lion - সিংহ ইত্যাদি।
7. (বস্তু নাম) Water - পানি,Rice - চাল, Sugar - চিনি, Honey - মধু, Orange - কমলালেবু ইত্যাদি।
8. ( শ্রেণি বা সমষ্টির নাম) Army- সৈন্যদল,Crew - নাবিক দল ইত্যাদি।
9. (গুণের নাম) Honesty - সততা, 
Courage - সাহস ইত্যাদি।


Noun বা বিশেষ্য কত প্রকার ও কি কি? 

Classification of noun = বিশেষ্যের শ্রেণীবিভাগ। 

Noun বা বিশেষ্য প্রধানত দুই প্রকারঃ

 1. Concrete noun - ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। 
2. Abstract noun = গুণবাচক বিশেষ্য।  
এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

Concrete noun কাকে বলে?

যে  Noun বা শব্দের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, তাকে  Concrete  noun বলে। যেমনঃ Ripon,  Cow,Silver,Class ইত্যাদি। 

Concrete noun কে আবার চারভাগে ভাগ করা হয়েছেঃ 

1. Proper noun -  নামবাচক বিশেষ্য।
2.Common noun - জাতিবাচক বিশেষ্য।
3. Material noun - বস্তুবাচক বিশেষ্য। 
4. Collective noun -   সমষ্টিবাচক বিশেষ্য।

Proper noun বা নামবাচক বিশেষ্য কাকে বলে?

যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, বা স্থানের নাম বুঝায় তাকে নামবাচক বিশেষ্য বলে। 
যেমনঃ Reaz একজন ব্যক্তির নাম, Dhaka একটি স্থানের নাম, Padma নদীর নাম, Quran একটি পবিত্র ধর্মগ্রন্থের নাম ইত্যাদি Proper noun. 


Common noun  বা জাতি বাচক বিশেষ্য  কাকে বলে?  


যে Noun বা বিশেষ্য দ্বারা কোন নির্দিষ্ট বস্তু, ব্যাক্তি ও প্রাণীকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে বুঝাই তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমনঃ    
  • The cow gives us milk - ( গাভী আমাদের দুধ দেয়) এখানে Cow বিশেষ্যটি নির্দিষ্ট গরুকে না বুঝিয়ে সব গরুকে  বুঝাচ্ছে।  
  • Man is mortal - (মানুষ মরণশীল) এখানে Man বিশেষ্য নির্দিষ্ট মানুষকে না বুঝিয়ে মানুষ জাতিকে নির্দেশ করছে।   

Material noun কাকে বলে? 

যে Noon বা বিশেষ্য দ্বারা কোন পদার্থের অংশ আলাদাভাবে না বুঝিয়ে তার সমুদয় অংশকে বুঝায় তাকে Material noun বলে। 
যেমনঃ 

  • Water is life - পানি জীবন, এখানে Water দিয়ে কোন নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না। এখানে এক জাতীয় পদার্থকে বুঝাচ্ছে। 
  • Suger is sweet - চিনি মিষ্টি , এখানে Suger দিয়ে আংশিকভাবে না বুঝিয়ে সামগ্রিক ভাবে বুঝাচ্ছে। 

 

Collective noun কাকে বলে? 


যে Noun বা বিশেষ্য দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বস্তু ও প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে Collective noun বলে। 
যেমনঃ 

  • Bangladesh army is strong - বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী। এখানে Army শব্দ দ্বারা কোন একজন বা একটিকে বুঝায়নি, এদের পুরো সমষ্টিকে এক বাক্যে বুঝাচ্ছে। 

  • Our  class is good - আমাদের ক্লাসটি উত্তম। এখানে class দ্বারা নির্দিষ্ট কোন একটি শ্রেণীকে না বুঝিয়ে পুরো সমষ্টিকে বুঝাচ্ছে। 


Abstract noun বা গুণবাচক বিশেষ্য কাকে বলে? 


যে Noun  বা বিশেষ্য দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুন, অবস্থা ও কার্যের নাম বুঝায় তাকে Abstract noun বা গুণবাচক বিশেষ্য বলে। 
যেমনঃ Honesty, Goodness, Clever ইত্যাদি।
Abstract noun  কে চোখে দেখা যায় না। একে শুধু অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়। 





Noun বা বিশেষ্য কে আবার দু ভাগে ভাগ করা যায়।যথা- 

1.  Countable noun (গণনা বাচক বিশেষ্য)
2.  Uncountable noun ( অগণনা বাচক বা পরিমাণ বাচক বিশেষ্য) 


Countable  noun বা গণনা বাচক বিশেষ্য কাকে বলে? 


যে সব Noun কে গণনা বা Count করা যায় সেগুলোকে Countable noun বা গণনা বাচক বিশেষ্য বলে।
যেমনঃ Man,boy,table,bus,cow,horsstudent ইত্যাদি Countable noun বা গণনা বাচক বিশেষ্য বলে।  


Uncountable noun বা অগণনা বাচক বা পরিমাণ বাচক বিশেষ্য কাকে বলে? 


যে Noun বা বিশেষ্য কে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কেবল ওজন দ্বারা পরিমাপ করা যায় বা অনুভূতি দ্বারা উপলব্ধি করা যায় তাকে Uncountable noun বা অগণনা বাচক বা পরিমাণ বাচক  বিশেষ্য বলে।যেমনঃ Water,Milk,rice,gold, Honesty,blood ইত্যাদি। 
Material noun ও Abstract noun গুলো এমন কিছুর নাম বুঝায়, যেগুলো গণনা করা যায় না।


দেখুন 👇👇👇  


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post