আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Adjective বা বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি

Adjective বা বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি

 Adjective বা বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণস্বরূপ। Grammar বিষয়।


Adjective বা বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি
Adjective বা বিশেষণ কাকে বলে? কত প্রকার ও কি কি 


Adjective বা বিশেষণ কাকে বলে? 


যে Word বা শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ,গুণ, অবস্থা, সংখ্যা,পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে Adjective বা বিশেষণ বলে। 

যেমনঃ 

  • Kamal is rich -  কামাল ধনী।
  • Jamal  is poor- জামাল গরিব।
  • Kamal has five eggs - কামালের পাঁচটি ডিম আছে।
  • He has much money - তার অনেক টাকা আছে। 

উপরের লেখাতে Rich দ্বারা কামালের অবস্থান প্রকাশ করেছে। 
২ নং লাইনে, Poor দ্বারা জামালের অবস্থান প্রকাশ করেছে।
৩ নং লাইনে five শব্দ দ্বারা ডিমের সংখ্যা প্রকাশ করেছে।
৪ নং লাইনে Much দ্বারা টাকার পরিমান প্রকাশ করেছে।  তাই Rich ,Poor,Five, এবং Much এই শব্দগুলো Adjective বা বিশেষণ।

 

Classification of Adjective
     ( বিশেষণের শ্রেণীবিভাগ ) 

Adjective বা বিশেষণ কে চার ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ- 

  • Adjective of quality - (  গুণবাচক বিশেষণ)
  • Adjective of quantity - (  পরিমাণ বাচক বিশেষণ)
  • Adjective of number - (সংখ্যা বাচক বিশেষণ)
  • Pronominal Adjective - ( সর্বনাম জাতীয় বিশেষণ।


Adjective of quality বা গুনবাচক বিশেষণ  কাকে বলে? 


যে Adjective বা বিশেষণ দ্বারা noun এর দোষ - গুণ বুঝায়  তাকে Adjective of quality গুণবাচক বিশেষণ বলে।যেমনঃ Strong, Intelligent, Brave, Honest ইত্যাদি Adjective of quality  বা গুণবাচক বিশেষণ। 


 Adjective of quantity  বা পরিমাণ বাচক বিশেষণ কাকে বলে?


যে Adjective বা বিশেষণ দ্বারা কোন Noun এর  পরিমাণ বুঝায় তাকে Adjective of quantity বা পরিমাণ বাচক বিশেষণ বলে।যেমনঃ 
Little, Some, Much, Enough ইত্যাদি। 


Adjective of number বা সংখ্যা বাচক বিশেষণ কাকে বলে?


যে সব Adjective  বা বিশেষণ দ্বারা কোন noun  এর সংখ্যা নির্দেশ করে তাদেরকে Adjective of number বা সংখ্যা বাচক বিশেষণ বলে।
যেমনঃ    Six,Few, Five ইত্যাদি।


Pronominal Adjective বা  সর্বনাম জাতীয় বিশেষণ কাকে বলে? 


যে সব Pronoun  Adjective এর মত ব্যবহৃত হয়, তাদেরকে Pronominal Adjective বা সর্বনাম জাতীয় বিশেষণ বলে। 
যেমনঃ My, Your, Any, Which ইত্যাদি।  
মনে রাখতে হবে, Adjective গুলো noun এর পূর্বে বা পরেও বসতে পারে কিন্তু সর্বদা pronoun   এর পরে বসে। 



Adjective of number বা Numeral Adjective কাকে বলে? 

যে Adjective কোন  Noun এর সংখ্যা ক্রমানুসারে স্থান বা পর্যায় বুঝায় , Noun  বা বিশেষ্যটি কতবার আছে তা প্রকাশ করে তাকে Adjective of number বা Numeral Adjective  বলে।
 যেমনঃ-    Kamal has five pens, January is the first month of the year ইত্যাদি। 
উপরে  প্রথম বাক্যটিতে five এই Adjective টি  pen এই Noun টির সংখ্যা বুঝাচ্ছে।
দ্বিতীয় বাক্যে  first এই Adjective টি month এই Noun টির ক্রমানুসারে স্থান বা পর্যায়ে প্রকাশ করে। তাই, five ও first এই Adjective গুলো Adjective of number বা Numeral Adjective.


Numeral Adjective তিন‌ প্রকার যথাঃ- 

  • Cardinal Numeral Adjective
  • Ordinal Numeral Adjective
  • Multiplicative Numeral Adjective.


Cardinal Numeral Adjective কাকে বলে? 


যে সব Adjective দ্বারা কোন Noun এর নির্দিষ্ট সংখ্যা বুঝায় তাকে Cardinal Numeral Adjective বলে। যেমনঃ  one,two,three,four, five,six,seven etc.


Ordinal Numeral Adjective কাকে বলে? 


যে সব Adjective দ্বারা noun এর ক্রমানুসারে স্থান বা পর্যায়ে বুঝায় তাকে, Ordinal Numeral Adjective বলে।যেমনঃ First, Second,Third,Fourth,Fifth ইত্যাদি। 

Multiplicative Numeral Adjective কাকে বলে? 

যে সব Adjective দ্বারা কোন একটি noun কতবার রয়েছে বুঝায়, তাকে Multiplicative Numeral Adjective বলে।যেমনঃ 
Single,( Double-twofold ) (Triple - threefold) fourfold, fivefold  ইত্যাদি।











Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post