আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Number বা বচন কাকে বলে? উহা কত প্রকার ও কি কি

Number বা বচন কাকে বলে? উহা কত প্রকার ও কি কি

 Number বা বচন কাকে বলে? উহা কত প্রকার ও কি কি গ্রামারের এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। আশা করছি এই পোস্ট থেকে আপনারা সহজে বুঝতে পারবেন Number সম্পর্কে। এই পোস্টটির লেখা যদি ভালো হয়ে থাকে বা আপনাদের  কোন উপকারে আসে তাহলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করুন। আর কোন রকম ভুল হলে সংশোধনের পরামর্শ দিন।

Number বা বচন কাকে বলে? উহা কত প্রকার ও কি কিNumber বা বচন কাকে বলে? উহা কত প্রকার ও কি কিNumber বা বচন কাকে বলে? উহা কত প্রকার ও কি কিNumber বা বচন কাকে বলে? উহা কত প্রকার ও কি কিNumber বা বচন কাকে বলে? উহা কত প্রকার ও কি কি
Number বা বচন কাকে বলে? উহা কত প্রকার ও কি কি 


Number বা বচন কাকে বলে? 

এক বা একাধিক সংখ্যা বুঝাতে Noun বা Pronoun এর যে রূপ পরিবর্তিত হয়, তাকে Number বা বচন বলে। 

যেমনঃ 

One boy, Tow boys,
 One egg ,  Two eggs,
One Apple, Three apple ইত্যাদি। 

 Number বা বচন দুই প্রকারঃ 

  1. Singular Number -   এক বচন) 
  1. Plural Number - বহুবচন ) 


Singular Number বা একবচন কাকে বলে? 

কোন Noun বা  Pronoun দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝালে, তাকে Singular Number বা একবচন বলে। 

যেমনঃ 

I have a cat - আমার একটি বিড়াল আছে। 

He is a boy - সে একজন বালক। 

This is a doll - এ টি একটি পুতুল।


উপরের ১ নং বাক্যে cat দ্বারা শুধুমাত্র একটি বিড়াল বুঝাচ্ছে।

২ নং বাক্যে boy এই Noun টি দ্বারা একজন বালকের কথা বুঝাচ্ছে। 

৩ নং বাক্যে  doll দ্বারা একটি পুতুল বুঝাচ্ছে।

অতএব বুঝা যাচ্ছে যে,dog,boy ও doll এই শব্দ গুলো singular Number বা একবচন।


Plural Number বা বহুবচন কাকে বলে? 


কোন Noun বা pronoun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু ও প্রাণী বুঝালে তাকে Plural Number বা বহুবচন বলে।

যেমনঃ 

He has two cats - তার দুটি বিড়াল আছে।

They are boys - তারা বালক। 

These are dolls - এগুলো পুতুল।

এখানে ১ নং বাক্যে cats শব্দ দ্বারা  একটির চেয়ে বেশি বিড়ালকে বুঝাচ্ছে।

২ নং বাক্যে boys দ্বারা অনেক বালককে বুঝাচ্ছে।

৩ নং বাক্যে dolls দ্বারা একাধিক পুতুল বোঝাচ্ছে।

সুতরাং বুঝা গেল যে cats,boys,dolls শব্দগুলো হলো Plural Number বা বহুবচন। 


কতগুলো Singular Number এর উদাহরণ দেওয়া হল।

Ant - পিঁপড়া 
Animal - প্রাণী
Bee - মৌমাছি 
Cat - বিড়াল 
 Egg - ডিম 


এই Singular Number একবচন গুলোকে Plural Number  বা বহুবচন করার নিয়ম।  

সাধারণত Singular Number এর শেষে 'S' যোগ করে Plural Number গঠন করতে হয়।

Ant+s = Ants - পিঁপড়াগুলো ।
Animal+s = Animals - প্রাণীগুলো। 
Bee + s = Bees - মৌমাছিগুলো।
Cat + s = cats - বিড়ালগুলো। 
Egg + s = Eggs - ডিমগুলো ইত্যাদি। 


তবে আরেকটি বিষয় হচ্ছে, Noun  এর শেষে যদি s,ss,sh,ch উচ্চারণ 'চ' এর মত হলে এবং x বা z থাকলে 'es' যোগ করে Plural Number করতে হয়।
যেমনঃ
Dish + es = Dishes - থালা । 
Class+ es = Classes - শ্রেণী সমূহ।
Fish + es = Fishes - মাছগুলো।
Box + es = Boxes - বাক্স গুলো।
Bus + es = Buses - বাস গাড়িগুলো।
Ass +es = Asses - গাধা গুলো।
Watch + es = Watches ঘড়িগুলো ইত্যাদি।

কিন্তু মনে রাখতে হবে যে,  ch এর উচ্চারণ 'ক'  এর মত হলে শব্দের শেষে শুধু 's' যোগ করে Plural Number গঠন করতে হয়। 
যেমনঃ 
Stomach+s = Stomachs ইত্যাদি।


আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,

Noun এর শেষে যদি 'y' থাকে  এবং  y এর পূর্বে যদি Consonant থাকে তাহলে 'y' এর স্থানে 'i' বসে এর পর 'es' যোগ করে Plural করতে হয়। 
যেমনঃ
Body : Bodi + es = Bodies 
Lady : Ladi + es = Ladies ইত্যাদি।

কিন্তু Y এর পূর্বে Vowel থাকলে শুধু 's' যোগ‌‌ করে Plural  গঠন করতে হয়। 
যেমনঃ 
Boy: Boy + s = Boys 
Day: Day + s =Days ইত্যাদি।


যে সব Noun এর শেষে 'O' থাকে এবং O এর আগে যদি Consonant বা ব্যঞ্জনবর্ণ থাকে  সেসব Noun এর শেষে 'es' যোগ করে Plural করা হয়।
 যেমনঃ 
Hero + es = Heroes 
Buffalo + es = Buffaloes ইত্যাদি।


এছাড়াও Singular Number  কে Plural Number করার আরো অনেক নিয়ম রয়েছে।


👇👇👇👇👇 দেখুন 






Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post