আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

Conjunction and Interjection কাকে বলে?

Conjunction and Interjection কাকে বলে?

   ( সম্মানিত দর্শক বৃন্দ ) 

   ( আসসালামু আলাইকুম ) 

আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই পোস্টটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টটি হল যারা গ্রামার সম্পর্কে জানতে চান তাদের জন্য। এই পোস্টে parts of speech এর দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগের পোস্টগুলোতে বাকিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাই যাদের প্রয়োজন আমাদের ব্লগে সার্চ করে আপনাদের প্রয়োজনীয় বিষয় খুঁজে নিতে পারে। এই পোস্টে আলোচনা করা হয়েছে। Conjunction  সংযোজক অব্যয় ও Interjection আবেগ সূচক। 

Conjunction and Interjection কাকে বলে?Conjunction and Interjection কাকে বলে?
Conjunction and Interjection 


Conjunction বা সংযোজক অব্যয় কাকে বলে? 


যে  word দুই বা ততোধিক word অথবা sentence কে যুক্ত করে, তাকে Conjunction বা সংযোজক অব্যয় বলে। 

উদাহরণঃ 

  • Shafi came and sat by ali - সফি এসেছিল এবং আলীর পাশে বসে ছিল। 
  • Masud is poor but honest - মাসুদ গরিব কিন্তু সৎ ।
  • Kamal or jamal will go to Bazar - কামাল অথবা জামাল বাজারে যাবে।

উপরের sentence গুলোতে ১ নং বাক্যে "and " এর শব্দটি shafi came এবং sat by ali এই দুটি বাক্যকে সংযুক্ত করেছে। 

২ নং বাক্যে 'but' শব্দ দ্বারা poor এবং honest শব্দ দুটিকে যোগ করেছে। 

৩ নং বাক্যে 'or' এ শব্দটি Kamal এবং Jamal এ দুটি Word কে যুক্ত করেছে।

তাই এখানে  and,but,or এই তিনটি শব্দ Conjunction. 


নিচে কতগুলো Conjunction দেওয়া হল।

Though - যদিও, If - যদি , or - অথবা, কিংবা, until - যে পর্যন্ত না, Till - যে পর্যন্ত, For - যেহেতু, জন্য, and - এবং, when - যখন , But - কিন্তু , Yet - তথা , Because - কারন , As - যেহেতু, unless - যদি না, so - সুতরাং, while - যখন , Although - যদিও  ইত্যাদি । 

মনে রাখার বিষয় হচ্ছে Conjunction শুধু sentence এর মধ্যেই বসেনা অনেক সময় sentence এর প্রথমেও বসে।  
যেমনঃ Though he is poor,he is honest - যদিও সে গরিব,সে সৎ।


Interjection বা আবেগ সূচক অব্যয় কাকে বলে? 


 যে word বা শব্দ দ্বারা মনের আবেগ,আনন্দ, দুঃখ,বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়, তাকে Interjection বা আবেগ সূচক অব্যয় বলে। 

যেমনঃ 

Good by! Meet me tomorrow -
 বিদায়!আগামী কাল আমার সাথে দেখা করো। বিদায় সূচক অব্যয় প্রকাশ করেছে। 

Hello! How do you do - ওহে! তুমি কেমন আছ। সম্বোধন সূচক ভাব প্রকাশ পাচ্ছে।

Hush! The baby is sleeping - চুপ! শিশুটি ঘুমাচ্ছে। সাবধান বানী প্রকাশ করেছে। 

Oh!You have failed - আহ! তুমি অকৃতকার্য হয়েছ। দুঃখ প্রকাশ পাচ্ছে। Alas!His father has died - তার পিতা মারা গিয়েছে। 

 Hurrah!We have won the game -  বাহবা! আমরা খেলায় জয় লাভ করেছি। আনন্দ সূচক উচ্চধ্বনি বুঝাচ্ছে।  



আরো বিষয় জানতে দেখুনঃ👇👇👇









Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post