এই পোস্ট থেকে আমরা জানব, Gender বা লিঙ্গ সম্পর্কে। Gender বা লিঙ্গ একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের জন্য। গ্রামারের এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য এই পোস্টটি লেখা হয়েছে।
এই পোস্টে আপনাদেরকে জানানোর জন্য Gender বা লিঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Gender বা লিঙ্গ কাকে বলে?
Gender বা লিঙ্গ কাকে বলে?
কোন Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি অথবা অচেতন পদার্থের রূপের পার্থক্যকে Gender বা লিঙ্গ বলে।
যেমনঃ
Kamal is a boy - কামাল একজন বালক।
Rina is a girl - রিনা একজন বালিকা।
Kamal has a pen - কামালের একটা কলম আছে।
The child Plays - শিশুটি খেলে।
উপরের ১ নং বাক্যে Boy এই শব্দ দ্বারা পুরুষ জাতি বুঝাচ্ছে।
২ নং বাক্যে girl দ্বারা স্ত্রী জাতি বুঝাচ্ছে।
৩ নং বাক্যে pen দ্বারা একটি অচেতন পদার্থকে বুঝাচ্ছে।
৪ নং বাক্যে child দ্বারা পুরুষ জাতি বা স্ত্রী জাতি উভয়কেই বুঝাচ্ছে।
Gender বা লিঙ্গ প্রধানত চার প্রকার। যথাঃ-
Masculine Gender - পুংলিঙ্গ
Feminine Gender - স্ত্রীলিঙ্গ
Neuter Gender - ক্লীবলিঙ্গ
Common Gender - উভয় লিঙ্গে
Masculine Gender বা পুংলিঙ্গ কাকে?
যে Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে Masculine Gender বা পুংলিঙ্গ বলে। যেমনঃ Man,Mr,Brother ইত্যাদি।
Feminine Gender বা স্ত্রী লিঙ্গ কাকে বলে?
কোন Noun বা Pronoun দ্বারা স্ত্রীবাচক শব্দ বুঝালে, তাকে Feminine Gender বা স্ত্রীলিঙ্গ বলে। যেমনঃ Mother , Queen, She ইত্যাদি।
Neuter বা ক্লীবলিঙ্গ কাকে বলে?
যে Noun বা Pronoun দ্বারা কোন অচেতন পদার্থকে বুঝায়, তাকে Neuter Gender বা ক্লীবলিঙ্গ বলে।
যেমনঃ Book , Table,shelf ইত্যাদি।
Common Gender বা উভয় লিঙ্গ কাকে বলে?
যে Noun বা Pronoun দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বুঝায়, তাকে Common Gender বা উভয়লিঙ্গ বলে।
যেমনঃ Child,baby, parents ইত্যাদি।
Masculine Noun এর পরিবর্তে ভিন্ন শব্দ ব্যবহার করে Gender পরিবর্তন করা।
( Masculine Gender ও Feminine Gender)
Boy - Girl Brother - Sister Cock - Hen Father - Mother Husband - Wife ইত্যাদি।
আবার কিছু Masculine Gender এর শেষে 'ess' যোগ করে Feminine Gender গঠন করতে হয়। যেমনঃ
Author - Authoress Actor - Actress Host - Hostess Lion - Lioness Poet - Poetess ইত্যাদি।
কিছু কিছু ক্ষেত্রে Masculine gender এর শেষে Trix, ine যোগে Masculine Gender গঠন করা হয়। যেমনঃ Hero - Heroine Administrator - Administratrix ইত্যাদি।
মনে রাখতে হবে যে নিচে এই Noun গুলোর স্ত্রী লিঙ্গ হয় না। যেমনঃ Captain,Judge,Squire ইত্যাদি।
এছাড়াও আরো বিভিন্ন নিয়ম আছে। এগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার। তাহলে গ্রামারের Gender বা লিঙ্গ সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবেন।
দর্শকবৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন Gender বা লিঙ্গ কি সেই সম্পর্কে।
আপনাদের কে Gender বা লিঙ্গ সম্পর্কে জানানোর জন্য এই পোস্টটি লেখা হয়েছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সংশোধনের পরামর্শ দিন। ( ধন্যবাদ সবাইকে )
Post a Comment