জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম
অনেকে প্রয়োজন অপ্রয়োজনে অনেকগুলো জিমেইল একাউন্ট তৈরি করে ফেলেছেন, কিন্তু এতগুলো জিমেইল অ্যাকাউন্ট আপনার প্রয়োজন নেই। আপনি চান যে আপনার এই জিমেইল গুলি ডিলেট করার জন্য। কিন্তু আপনি তা করতে পারছেন না। আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। আপনি এই পোস্টটি অনুসরণ করে সহজে আপনার জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। আপনার জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের লেখা অনুসরণ করুন।(১ ধাপ)
জিমেইল একাউন্ট ডিলিট করার জন্য আপনার প্লে স্টোরে যান এবং আপনি যে জিমেইল একাউন্ট ডিলিট করতে চান সেই জিমেইল একাউন্টটি লগইন করুন। লগইন করা থাকলে ওই জিমেইলের নিচে,(Google account) লেখাতে ক্লিক করুন। এখন আপনার গুগল একাউন্টের সেটিংস ওপেন হবে এখান থেকে আপনি গুগল একাউন্টে বিভিন্ন তথ্য ম্যানেজ করতে পারবেন। আপনার গুগল একাউন্ট ওপেন হওয়ার পর Data and privacy, অপশন বেছে নিন।(২ ধাপ)
এই অপশনের একদম নিচে দেখতে পাবেন ( Delete your Google Account)
আপনার গুগল একাউন্ট ডিলিট করুন।
Delete your Google account লেখাতে ক্লিক করুন।
এখন দেখুন চালিয়ে যাওয়ার জন্য প্রথমে আপনার একাউন্ট যাচাই করুন।
এখানে আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড দিন।
পাসওয়ার্ড দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করুন। এরপর আপনি গুগলের বিভিন্ন কন্ডিশন দেখতে পাবেন। একদম নিচের দিকে দেখতে পাবেন দুটি বক্স, এবং বক্সের পাশে লেখা নিচের বক্সে লেখা আছে। Yes I want to permanently delete this Google account and it's all data
হ্যাঁ, আমি এই গুগল অ্যাকাউন্ট এবং এর সমস্ত ডাটা স্থায়ীভাবে মুছে দিতে চাই।
উপরের বক্স এবং এই বক্স এর উপর টিক মার্ক দিন। দেওয়ার পর (Delete your Google account) লেখা বাটনে ক্লিক করুন, আপনার google একাউন্ট ডিলেট হয়ে যাবে। আপনার এই গুগল একাউন্টটি কিছুদিন পর সম্পূর্ণভাবে মুছে যাবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে মুছে যাওয়ার আগে আবার ফিরিয়ে আনতে চান তাহলে আপনার একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন।
ডিলিট করা google account ফিরিয়ে আনুন।
আপনি যদি আপনার ডিলিট করা গুগল একাউন্ট ফিরিয়ে আনতে চান তাহলে নিচের ধাপ অনুসরণ করুন। আপনার গুগল একাউন্টটি যদি সম্পূর্ণভাবে মুছে যায় তাহলে আর ফিরিয়ে আনতে পারবেন না। (১ ধাপ)
আপনার ডিলিট করা জিমেইল ফিরিয়ে আনার জন্য প্রথমে আপনার ডিলিট করা জিমেইল এড্রেসটি দিন। এরপর আপনার সামনে একটি লেখা আসবে লেখাটি মিলিয়ে টাইপ করুন এবং Next বাটনে ক্লিক করুন। এখানে লেখা আছে,
This account was recently deleted and may be recoverable.Click next to attempt restore this account.
এই অ্যাকাউন্টটি সম্পতি মুছে ফেলা হয়েছে এবং পুনরুদ্ধার যোগ্য হতে পারে। এই একাউন্টটি পুনরুদ্ধার করার চেষ্টা করতে পরবর্তীতে ক্লিক করুন। এখন Next বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনার এই জিমেইল একাউন্টের পাসওয়ার্ডটি দিন এবং Next বাটনে ক্লিক করুন। আপনার এই জিমেইল একাউন্ট যদি ডিলিট না হয়ে থাকে তাহলে এটি পুনরায় ফিরে পাবেন।
আরো প্রয়োজনীয় বিষয় দেখুন 👇👇👇
ফেসবুক একাউন্টে বিভিন্ন তথ্য যোগ করা
ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড রিকভার
জিমেইল একাউন্ট পাসওয়ার্ড রিকভার
Post a Comment