আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

bKash/বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

bKash/বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

সম্মানিত বিকাশ ব্যবহারকারী বৃন্দ (আসসালামুয়ালাইকুম)

আপনারা অনেকে বিকাশ ব্যবহার করেন। আপনাদের কাছে বিকাশ অ্যাপ আছে অথবা কোড ব্যবহার করে বাটন মোবাইল দিয়ে বিকাশ ব্যবহার করেন। আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা আসে যেকোনো জায়গা থেকে, কেউ টাকা পাঠিয়েছে আপনার বিকাশ একাউন্টে কিন্তু কিভাবে তা দেখবেন যে আপনার একাউন্টে টাকা এসেছে কিনা বা কত টাকা এসেছে। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে এই পোস্টটি আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি  স্মার্টফোন ব্যবহার করেন তাহলে অ্যাপ থেকে কিভাবে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন তা নিচের ধাপ অনুসরণ করে জানতে পারবেন। এবং আপনি যদি বাটন মোবাইল ব্যবহার করেন তাহলে  *247# USSD কোড ডায়াল করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কিভাবে দেখবেন তা জানতে পারবেন। প্রথমে অ্যাপ দিয়ে কিভাবে আপনার ব্যালেন্স দেখবেন তা দেখানো হল।(১ ধাপ )

বিকাশ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম, bKash Account balance check, বিকাশ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম, বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক, bKash Account balance check, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom ctg,
bKash/বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপ লগইন করুন। bkash অ্যাপ লগইন করার জন্য আপনার ৫ ডিজিটের বিকাশ পিন নম্বর দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করে আপনার বিকাশ অ্যাপ লগইন করুন। আপনার বিকাশ অ্যাপ এ প্রবেশ করার পর প্রোফাইলের ডান পাশে মোবাইল রিচার্জ লেখা আইকনের উপরে (ব্যালেন্স দেখুন) লেখায় ক্লিক করুন। ব্যালেন্স দেখুন লেখায় ক্লিক করলে আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।

*247# USSD কোড ব্যবহার করে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম। 

আপনাদের অনেকের কাছে বিকাশ একাউন্ট আছে।কিন্তু স্মার্টফোন নেই তাই বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারছেন না। এখন বাটন মোবাইল দিয়ে কিভাবে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স দেখবেন তা এখান থেকে জানতে পারবেন। আপনার ব্যালেন্স চেক করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ)

বিকাশ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম, bKash Account balance check, বিকাশ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম, বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক, bKash Account balance check, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom ctg,
bKash/বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়ালে যান এবং টাইপ করুন *247# এবং কল বাটন চাপুন। এরপর মেনু বার থেকে বেছে নিন,

bKash 

  1. Send money 
  2. Send Money to Non - bKash User
  3. Mobile Recharge 
  4. Payment
  5. Cash Out
  6. Pay Bill
  7. NGO Payment 
  8. Download app
  9. My bKash (ব্যালেন্স দেখার অপশন)
10.Rest PIN 

এখন আপনি আপনার একাউন্ট ব্যালেন্স দেখার জন্য 9 নম্বর অপশন বেছে নিন। (9) দিয়ে Send করুন। এরপর অপশন আসছে। 

( bKash )

  1. Chack Balance(ব্যালেন্স দেখুন)
  2. Request statement
  3. Change PIN
  4. Priyo Numbers
  5. Save bill info
  6. Update MNP info
  7. Confirm iPhone login
  8. Helpline
0.Main Menu  

এখন  আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স দেখার জন্য ১ নম্বর অপশন বেছে নিন।(১ দিয়ে Send করুন।(২ ধাপ )


বিকাশ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম, bKash Account balance check, বিকাশ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম, বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক, bKash Account balance check, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি, Alim Telecom, Alim Telecom ctg,
bKash/বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

এখন Enter Menu PIN আপনি বিকাশ একাউন্টে লেনদেন করার জন্য যে পিন নম্বর দিয়েছেন সেই ৫ ডিজিটের পিন নম্বর দিন এবং Send করুন। এরপর দেখবেন Your current bKash account balance is Tk 00.00 আপনার বর্তমান বিকাশ একাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে। এভাবে খুব সহজে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। প্রতিবার লেনদেন করার আগে ও পরে আপনার ব্যালেন্স দেখে নিন।  (সতর্কতা) 

বিকাশে ব্যালেন্স দেখার সময় ভুল পিন নম্বর দিবেন না। তিনবার ভুল পিন নম্বর দেওয়া হলে আপনার একাউন্ট লক হয়ে যাবে।

বিকাশ এবং আরো প্রয়োজনীয় তথ্য জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।  


জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান 


Nagad/নগদ পিন নম্বর পরিবর্তন করার নিয়ম  


নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন আবেদন 


জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন 


জাতীয় পরিচয় পত্র ডাউনলোড 





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post