মোবাইল রিচার্জ খুবই প্রয়োজনীয় একটি বিষয়। আপনি যদি মোবাইলে কারো সাথে কথা বলতে চান তাহলে আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে। আপনি যে সিম ব্যবহার করেন না কেন রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক সব সিমে টাকা বা মিনিট থাকতে হবে। আপনি প্রয়োজনীয় কথা বলতেছেন হঠাৎ আপনার মোবাইলে ব্যালেন্স শেষ এখন আপনি কি করবেন আশেপাশে দোকান আছে কিনা দেখবেন রিচার্জ করার জন্য কিন্তু কোন রিচার্জ দোকান পাচ্ছেন না। আপনার কথা বলা খুবই প্রয়োজন। আপনি সহজে রিচার্জ করতে পারবেন যদি আপনার কাছে নগদ একাউন্ট করা থাকে। নগদ একাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনি যে কোন সিমে রিচার্জ করতে পারবেন, রবি এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক সব সিমে। তাহলে আপনি নগদ থেকে এসব সিমে কিভাবে রিচার্জ করবেন এবং কিভাবে মিনিট এবং অফার কিনবে তা এই পোস্ট থেকে জানতে পারবেন। নগদ থেকে রিচার্জ করতে নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)
Nagad/নগদে মোবাইল রিচার্জ করার নিয়ম |
মোবাইল রিচার্জ করার জন্য প্রথমে আপনার নগদ অ্যাপে লগইন করুন। আপনার নগদ পিন নম্বর দিন এবং লগইন বাটন ক্লিক করুন। নগদ অ্যাপে প্রবেশ করার পর মোবাইল রিচার্জ করার আগে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখে নিন। লেনদেন করার আগে ও পরে আপনার ব্যালেন্স দেখে নিন। ব্যালেন্স দেখার পরে মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর (২ ধাপ)
Nagad/নগদে মোবাইল রিচার্জ করার নিয়ম |
এরপর আপনার মোবাইল নম্বর দিন বা আপনি যে মোবাইল নম্বরে রিচার্জ করতে চান সেই নম্বরটি দিন। মোবাইল নম্বর দেওয়ার পর তীর বাটনে ক্লিক করুন। এরপর আপনি চাইলে টাকার এমাউন্ট দেওয়ার পর বিভিন্ন অফার দেখতে পারেন, ভয়েস, ইন্টারনেট, বান্ডল, আপনি যে অফার নিতে চান সেই লেখায় ক্লিক করুন। এরপর অফারের উপর ক্লিক করে অফারটি নিতে পারেন। এখন সরাসরি রিচার্জ করার জন্য আপনি যে পরিমাণ টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণ টাকা দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার নগদ পিন নম্বর দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।(৩ ধাপ)
Nagad/নগদে মোবাইল রিচার্জ করার নিয়ম |
এখন আপনার রিচার্জ এমাউন্ট খরচ সর্বমোট এবং আপনার নতুন ব্যালেন্স দেখাচ্ছে। রিচার্জ সম্পন্ন করার জন্য নিচে (ট্যাপ করে ধরে থাকুন) এরপর দেখবেন আপনার রিচার্জ সফল হয়েছে। মোবাইল রিচার্জ সফল হয়েছে। ট্রানজেকশন আইডি,পরিমাণ,খরচ, সর্বমোট এবং তারিখ দেখাচ্ছে। নিচে (হোমে ফিরে যান) বাটনে ক্লিক করুন। এরপর আপনার লেনদেনের বিস্তারিত তথ্য জানতে নিচের লেনদেন লেখা আইকনে ক্লিক করুন। এখানে আপনার লেনদেনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। আপনার দৈনিক লেনদেন মাসিক লেনদেন সবকিছু।
বাটন মোবাইল দিয়ে নগদে মোবাইল রিচার্জ করার নিয়ম।
অনেকের কাছে নগদ একাউন্ট আছে কিন্তু স্মার্টফোন নেই তারা *167# ডায়াল করে কিভাবে রিচার্জ করবেন তা নিচের ধাপ অনুসরণ করে জানতে পারবেন।(১ ধাপ)
Nagad/নগদে মোবাইল রিচার্জ করার নিয়ম |
নগদ দিয়ে আপনার মোবাইল নম্বরে রিচার্জ করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়ালে যান এবং টাইপ করুন *167# এবং Call বাটনে ক্লিক করুন। এর,পর মেনু বার থেকে অপশন 3.Mobile Recharge অপশন বেছে নিন এবং (3) দিয়ে Send করুন । এরপর আপনি কি নম্বরে রিচার্জ করতে চান সেটি সিলেক্ট করুন। 1.Teletak
2.Airtel
3.GP
4.Robi রবি রিচার্জ করুন
5.banglalink
এগুলো থেকে আপনি যে নম্বরে রিচার্জ করতে চান সেগুলো বেছে নিন। রবি রিচার্জ করার জন্য (4) দিয়ে Send করুন।(২ ধাপ)
Nagad/নগদে মোবাইল রিচার্জ করার নিয়ম |
এরপর আপনার সিম কি ?
1. PrePaid (Prepaid)
2.Postpaid
(1)দিয়ে Send করুন । এখন Enter Mobile Number আপনি যে নম্বরে টাকা রিচার্জ করতে চান সেই নম্বরটি দিন এবং Send করুন। এরপর Enter Amount আপনি যে পরিমাণ টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণ টাকা দিন এবং Send করুন।(৩ ধাপ)
Nagad/নগদে মোবাইল রিচার্জ করার নিয়ম |
Enter PIN আপনার নগদ পিন নম্বর দিন এবং Send করুন। মেসেজে বলতেছে mobile recharge request of tk 49.00 for 01817****** is successful . আপনার মোবাইল রিচার্জ করা সফল হয়েছে এখানে আপনার রিচার্জ এমাউন্ট ফি ট্রানজেকশন আইডি বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে ওকে বাটন ক্লিক কাজটি শেষ করুন। এরপর মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনার রিচার্জ সফল হয়েছে।
মৃত্যু নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
জন্ম তথ্য সংশোধনের আবেদন পত্র প্রিন্ট
Post a Comment