অনেকের বিকাশে টাকা আসে, স্কুলের ছাত্র-ছাত্রীদের টাকা আসে বিকাশে। আপনার কাছে আপনার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কেউ টাকা পাঠিয়েছে। এখন এই টাকা আপনার বিকাশ একাউন্টে থাকলে তো হবে না তুলতে হবে। আপনার বিকাশ থেকে টাকা উঠানো খুবই প্রয়োজন। আপনি যদি বিকাশের দোকানে যান তাহলে আপনাকে টাকা উঠানোর জন্য ক্যাশ আউট করতে হবে। এখন জেনে নেওয়া যাক ক্যাশ আউট কিভাবে করবেন। আপনি যদি বিকাশ অ্যাপ থেকে বা কোড দিয়ে ক্যাশ আউট করেন তাহলে আপনার খরচ কাটবে 18.50 টাকা। আপনি চাইলে আরো কম খরচে আপনার টাকা উঠাতে পারবেন। কম খরচে টাকা উঠানোর জন্য আপনাকে প্রিয় এজেন্ট নম্বর যোগ করতে হবে। আপনি মাসে একটি প্রিয় এজেন্ট নম্বর যোগ করতে পারবেন। আপনি যদি প্রিয় এজেন্ট নম্বর যোগ করেন তাহলে আপনার ক্যাশ আউট চার্জ হবে 14.90 টাকা মাত্র। মাসে ২৫ হাজার টাকা লিমিট পর্যন্ত কম খরচে ক্যাশ আউট করতে পারবেন একটি প্রিয় এজেন্ট নম্বরে। কিভাবে এজেন্ট নম্বর যোগ করবেন অ্যাপে এবং (*247#) ডায়াল করে তা এই পোস্ট থেকে জানতে পারবেন। প্রিয় এজেন্ট নম্বর সেট করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। ক্যাশ আউট করার নিয়ম, কিভাবে কম খরচে ক্যাশ আউট করবেন প্রিয় এজেন্ট নম্বর যোগ করে। এবং কিভাবে ডিলিট করে আবার আরেকটি এজেন্ট নম্বর যোগ করবেন।(১ ধাপ )
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
ক্যাশ আউট করার জন্য প্রথমে (ক্যাশ আউট) লেখা আইকনে ক্লিক করুন। এরপর আপনি যে এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে চান সে নম্বরটি দিন এবং তীর বাটনে ক্লিক করুন। এখন আপনি কত টাকা তুলতে চান বা ক্যাশ আউট করতে চান সে পরিমাণ টাকা দিয়ে তীর বাটনে ক্লিক করুন। মনে রাখবেন ক্যাশ আউট চার্জ কিন্তু আপনার মোবাইল থেকে কাটা হবে। আপনি যদি ১০০০ টাকা ক্যাশ আউট করতে চান সে ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে 1018.50 ।(২ধাপ)
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
এখন আপনার টাকার পরিমান এবং চার্জ কত ও সর্বমোট এমাউন্ট দেখাচ্ছে তীর বাটনে ক্লিক করুন। এখন আপনার ক্যাশ আউটের বিস্তারিত তথ্য দেখানো হচ্ছে ক্যাশ আউট সম্পন্ন করতে নিচে লাল বাটন (ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন) আপনার ক্যাশ আউট সফল হয়েছে। এখানে ক্যাশ আউট খরচ সর্বমোট সবকিছু দেখানো হচ্ছে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন। পরবর্তী বাটনে ক্লিক করার পর বলা হচ্ছে এজেন্ট নম্বর সেভ করুন। পরবর্তীতে ব্যবহারের জন্য এজেন্ট নম্বর সেভ করুন। নিচে এজেন্টের নাম দিন। এবং হোম এ ফিরে যান বাটনে ক্লিক করুন আপনার এজেন্ট নম্বর সেভ হবে।
(কম খরচে ক্যাশ আউট করার নিয়ম)
কম খরচে ক্যাশ আউট কিভাবে করবেন। কম খরচে ক্যাশ আউট করার জন্য প্রথমে আপনাকে একটি প্রিয় এজেন্ট নম্বর যোগ করতে হবে। আপনি মাসে একটি প্রিয় এজেন্ট নম্বর যোগ করতে পারবেন এবং এই এজেন্ট নম্বরে মাসে ২৫ হাজার টাকা লিমিট পর্যন্ত কম খরচে(14.90) টাকায় ক্যাশ আউট করতে পারবে। প্রিয় এজেন্ট নম্বর যোগ করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
14.90 টাকায় টাকা তুলতে প্রথমে আপনার বিকাশ অ্যাপ এ যান এবং ক্যাশ আউট আইকনে ক্লিক করুন। এরপর (হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করতে চাপুন) এই লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর যোগ করুন বাটনে ক্লিক করুন।(২ ধাপ )
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
এখন আপনি যে এজেন্ট নম্বর থেকে সব সময় টাকা তুলবেন ওই এজেন্ট নম্বরটি দিন এবং তীর বাটন চাপুন। এরপর এজেন্টের নাম দিন এবং তীর বাটন চাপুন। এরপর আপনার বিকাশ পিন নম্বর দিন এবং তীর বাটন চাপুন।( প্রিয় এজেন্ট নম্বর যুক্ত হয়েছে)।
প্রিয় এজেন্ট নম্বরে মাসিক ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে ১.৪৯% চার্জ প্রযোজ্য হবে। একটি ক্যালেন্ডার মাসে শুধু একটি নম্বর যোগ করা যাবে। এরপর হোমে ফিরে যান বাটনে ক্লিক করুন।
প্রিয় এজেন্ট নাম্বার ডিলিট করার নিয়ম।
প্রিয় এজেন্ট নম্বর ডিলিট করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ ধাপ)
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
প্রিয় এজেন্ট নম্বর ডিলিট করার জন্য প্রথমে ক্যাশ আউট আইকনে ক্লিক করুন। এরপর হাজারে ১৪.৯০ টাকা ক্যাশ আউট করতে চাপুন লেখায় ক্লিক করুন। এরপর আপনার প্রিয় এজেন্ট নাম্বার এর পাশে বাদ দিন লেখায় ক্লিক করুন। এখন লেখা আসছে, প্রিয় এজেন্ট নাম্বার বাদ দেওয়ার আগে অনুগ্রহ করে নিচের লেখাটি পড়ুন। একটি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর, সেই ক্যালেন্ডার মাসে তার পরিবর্তন করতে পারবে না। পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি সেভ করা নাম্বার টি বাদ দিয়ে প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন। এই প্রিয় এজেন্ট নাম্বার টি বাদ দিতে নিশ্চিত করুন।(হ্যাঁ) চাপুন। প্রিয় এজেন্ট নাম্বার টি বাদ দেওয়া হয়েছে।
*247#ডায়াল করে ক্যাশ আউট করার নিয়ম।
আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন না। নরমাল মোবাইল ব্যবহার করেন এবং আপনাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তারা কিভাবে টাকা উঠাবেন বা ক্যাশ আউট করবেন তা নিচের ধাপ অনুসরণ করে জানতে পারবেন।(১ ধাপ )
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
USSD কোড দিয়ে ক্যাশ আউট করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়ালে যান এবং টাইপ করুন (*247#) এবং কল বাটন চাপুন। এরপর মেনুবার থেকে 5.Cash Out অপশন নির্বাচন করার জন্য (5) দিয়ে Send করুন। এরপর অপশন 1.From Agent (1) দিয়ে Send করুন।(২ ধাপ )
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
এখন আপনি যে এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে চান সেই নম্বরটি দিন এবং Send করুন। এরপর আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করতে চান তা দিন এবং Send করুন। এখন আপনার এজেন্ট নম্বর এবং ক্যাশ আউট এর পরিমাণ দেখাচ্ছে। Send বাটনে ক্লিক করলে cash out successful দেখতে পাবেন। এরপর আপনার ক্যাশ আউট খরচ সহ আরো তথ্য মেসেজের মাধ্যমে জানতে পারবেন। সেখানে 18.50 টাকা খরচ কেটেছে।
(*247#) ডায়াল করে 14.90 টাকা ক্যাশ আউট করার নিয়ম।
কম খরচে ক্যাশ আউট করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। (১ ধাপ)
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
আপনার মোবাইলের ডায়ালে যান এবং টাইপ করুন (*247#) এবং Call বাটন চাপুন। এরপর মেনুবার থেকে 9. My bKash বেছে নিন। ( 9 ) দিয়ে Send করুন। পরবর্তী 4. Priyo numbers ,(4) দিয়ে Send করুন। এরপর দেখাচ্ছে (priyo numbers) 1.Send money 2. Cash out. অর্থাৎ আপনি প্রিয় নাম্বার কি জন্য যোগ করতে চান। আপনি ক্যাশ আউটের জন্য প্রিয় নাম্বার যোগ করতে চান তাই বেছে নিন অপশন (2) তাই (2) দিয়ে Send করুন।( ২ ধাপ )
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
1. Add Priyo Agent number,(1) দিয়ে Send করুন। এখন আপনি যে এজেন্ট নম্বর থেকে কম খরচে ক্যাশ আউট করতে চান সেই নম্বরটি দিন এবং Send করুন। এরপর এজেন্টের নাম দিন এবং Send করুন। এখন আপনার বিকাশ পিন নম্বর দিয়ে সেন্ড করলেই আপনার প্রিয় এজেন্ট নম্বর যোগ হয়ে যাবে। এখন আপনি মাসে 25 হাজার টাকা লিমিট পর্যন্ত কম খরচে প্রতি হাজারে (14.90 টাকা তুলতে পারবেন।
( *247# ডায়াল করে প্রিয় এজেন্ট নম্বর ডিলিট করার নিয়ম।
প্রিয় এজেন্ট নম্বর ডিলিট করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।(১ম ধাপ )
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
আপনার মোবাইলের ডায়ালে যান এবং *247# টাইপ করে Call বাটন চাপুন। এরপর মেনুবার থেকে 9 নির্বাচন করে Send করুন। এখন 4.priyo Numbers.(4) দিয়ে Send করুন। এরপর 2. Cash out,(2) দিয়ে Send করুন।(২ ধাপ)
bKash/বিকাশে কম খরচে টাকা তোলার নিয়ম |
অপশন 2.Remove Priyo Agent Number,(2) দিয়ে Send করুন। এরপর আপনার এজেন্ট নম্বরের সিরিয়াল 1. দিয়ে Send করুন। এরপর আপনার বিকাশ পিন নম্বর দিয়ে Send করুন। আপনার প্রিয় এজেন্ট নাম্বার ডিলিট করার সফল হয়েছে ওকে বাটন ক্লিক করুন।
আপনার প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।
bKash/বিকাশ দিয়ে মোবাইল রিচার্জ করার পদ্ধতি
Electric bill/বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
bKash/বিকাশে ফ্রী সেন্ড মানি করার নিয়ম
Rocket/রকেট একাউন্ট খোলার নিয়ম
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফি প্রদান
Post a Comment